Studypress News

ব্রিকস দেশগুলির উন্নয়ন ব্যাংকের চেয়ারম্যান কামাথ

12 May 2015

ভারতের বেসরকারি ব্যাংক আইসিআইসিআই ব্যাংকের চেয়ারম্যান কেভি কামাথ ব্রিকস দেশগুলির উন্নয়নের জন্য নব গঠিত ব্যাংকের চেয়ারম্যান নিযুক্ত হলেন৷  পাঁচ বছরের জন্য কামাথাকে চেয়ারম্যান করা হচ্ছে এবং আশা করা হয়েছে এক বছরের মধ্যে ওই ব্যাংকটি কাজ শুরু করবে৷প্রসঙ্গত, ব্রাজিল, রাশিয়া, ভারত, চিন এবং দক্ষিণ আফ্রিকা এই পাঁচ দেশের সংগঠন বা ব্রিকস সম্মেলনে  ঠিক হয়েছিল এই দেশগুলির উন্নয়নের জন্য গড়া হবে ৫০ বিলিয়ন ডলারের একটি নতুন উন্নয়ন ব্যাংক৷ যার জন্য ব্রিকস সদস্য পাঁচটি দেশের প্রতিটি দেশ ১০ বিলিয়ন ডলার করে দেবে ব্যাংকের মূলধনের জন্য৷ তখনই সিদ্ধান্ত হয়েছিল এই ব্যাংকের প্রথম চেয়ারম্যান হবে ভারতের প্রতিনিধি এবং ব্যাংকটির সদর দফতর করা হবে চিনের সাংহাইতে৷ ব্রিকস দেশেই বাস করে গোটা বিশ্বের ৪০ শতাংশ জনগন এবং যাদের মোট জাতীয় আয়ের পরিমাণ ১৬ট্রিলিয়ন ডলার৷