Studypress News

এবার আরবি ভাষায় 'অসমাপ্ত আত্মজীবনী'

12 Dec 2016

সর্বকালের সর্ব শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ‘অসমাপ্ত আত্মজীবনী’ এবার আরবী ভাষায় অনুবাদ করলো ফিলিস্তীন। ১১ ডিসেম্বর, ২০১৬ তারিখে গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে এক সৌজন্য সাক্ষাৎ করতে এসে ফিলিস্তিনের পররাষ্ট্রমন্ত্রী ড. রিয়াদ এন. এ. মালকি আরবিতে অনুবাদ করা ‘বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী’ বইটির কিছু কপি প্রধানমন্ত্রী শেখ হাসিনার হতে তুলে দেন।

এক নজরে বঙ্গবন্ধুর ‘অসমাপ্ত আত্মজীবনী’-

∎বইয়ের নাম: ‘অসমাপ্ত আত্মজীবনী’--লেখক: শেখ মুজিবুর রহমান।

∎প্রকাশকাল : জুন, ২০১২

∎প্রকাশনী : দি ইউনিভার্সিটি প্রেস লিমিটেড।

∎১৯৬৭ থেকে ১৯৬৯ পর্যন্ত কারাগারে বন্দি থাকাকালে আত্মজীবনী লেখা শুরু করেন। কিন্তু তা শেষ করে যেতে পারেননি।

∎চারটি খাতায় তার লেখা সেই পাণ্ডুলিপি 'অসমাপ্ত আত্মজীবনী' ও ইংরেজিতে 'The Unfinished Memoirs'

বঙ্গবন্ধুর ‘অসমাপ্ত আত্মজীবনী' অনুবাদঃ 

ইংরেজি,  জাপানি, চীনা ও আরবী ভাষায় অনুবাদ সম্পাদিত হয়েছে:

∎বঙ্গবন্ধুর 'অসমাপ্ত আত্মজীবনী'- (আরবী ভাষায়) অনুবাদ করে--ফিলিস্তিন সরকার কতৃক।

∎বঙ্গবন্ধুর 'অসমাপ্ত আত্মজীবনী'- (ইংরেজি ভাষায়) অনুবাদ করেন--অধ্যাপক ফকরুল আলম.

∎বঙ্গবন্ধুর 'অসমাপ্ত আত্মজীবনী'- (জাপানি ভাষায়) অনুবাদ করেন--কাজুহিরো ওয়াতানাবে.

∎বঙ্গবন্ধুর 'অসমাপ্ত আত্মজীবনী'- (চীনা ভাষায়) অনুবাদ করেন--চাই ঝি (বাংলাদেশে চীনের সাবেক রাষ্ট্রদূত)।

***বঙ্গবন্ধুকে নিয়ে লিখিত উল্ল্যেখযোগ্য কিছু বই-

১। মুজিব ভাই-এবিএম মূসা

২। বঙ্গবন্ধুর সহজ পাথ-আতিয়ার রহমান

৩। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বাঙালী-কামাল উদ্দীন হোসেন।

৪। দেয়াল (উপন্যাস)-হুমায়ুন আহমেদ।

৫। বঙ্গবন্ধু জাতি রাষ্ট্রের জনক-প্রত্যয় জসীম

৬। বঙ্গবন্ধু শেখ মুজিব কাছে থেকে দেখা-মুস্তফা সারয়ার

সাথে থাকুন, নিজেকে আপডেটেড রাখুন।

www.studypress.org

(শেয়ার করে সংগ্রহে রাখুন, চাকরির পরীক্ষায় কাজে লাগবে।)