Studypress News
রাজশাহী কিংসকে হারিয়ে চ্যাম্পিয়ন ঢাকা ডায়নামাইটস
12 Dec 2016
রাজশাহী কিংসকে ৫৬ রানে হারিয়ে বিপিএলের চতুর্থ আসরের শিরোপা জিতেছে ঢাকা ডায়নামাইটস। প্রথমে ব্যাট করে ১৫৯ রান করে ঢাকা। জবাবে ১০৩ রানেই অলআউট হয় রাজশাহী।
ম্যান অব দ্য ফাইনাল: কুমার সাঙ্গাকারা
ম্যান অব দ্য সিরিজ: মাহমুদুল্লাহ
সর্বোচ্চ রান: তামিম ইকবাল (৪৭৬ রান, চিটাগং ভাইকিংস)
সর্বোচ্চ উইকেট: ডোয়াইন ব্রাভো ( ২১ উইকেট, ঢাকা ডায়নাইমাইটস)
মোট ম্যাচ: ৪৬
রোল অব অনার:
আসর চ্যাম্পিয়ন রানারআপ
২০১২ ঢাকা গ্ল্যাডিয়েটর্স বরিশাল বার্নার্স
২০১৩ ঢাকা গ্ল্যাডিয়েটর্স চিটাগং কিংস
২০১৫ কুমিল্লা ভিক্টোরিয়ানস চিটাগং কিংস
২০১৬ ঢাকা ডায়নামাইটস রাজশাহী কিংস