Studypress News

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়: অডিটর (২০১৬): সাধারণ জ্ঞান

09 Dec 2016

ক) ট্রান্স ওয়ার্ল্ড এয়ার লাইন্স কোন দেশের বিমান সংস্থা?

উ: যুক্তরাষ্ট্র।

খ) বাংলার প্রথম দীর্ঘস্থায়ী রাজবংশের নাম কী?

উ: পাল।

গ) ম্যাকমোহন লাইন কী?

উ: চীন ও ভারতের সীমান্ত রেখা।

ঘ) ADB এর সদর দপ্তর কোথায়?

উ: ফিলিপাইন।

ঙ) ‘রাষ্ট্রীয় সমাচার সমিতি’ কোন দেশের সংবাদ সংস্থা?

উ: নেপাল।

চ) ‘শকুন্তলা’ কার লেখা গ্রন্থ?

উ: ঈশ্বরচন্দ্র বিদ্যা সাগর।

ছ) বাংলাদেশ আণবিক কৃষি গবেষণা ইনস্টিটিউটের সদর দপ্তর কোথায় অবস্থিত?

উ: ময়মনসিংহে

জ) বিজয়-৭১ এর স্থপতি কে?

উ: শ্যামল চৌধুরী।

ঝ) ‘ওয়াটার লু যুদ্ধ’ কোন দুটি দেশের মধ্যে সংঘঠিত হয়েছিল?

উ: ইংল্যান্ড ও ফ্রান্স।

ঞ) ‘মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি’ গানটির গীতিকার কে?

উ: গোবিন্দ হালদার

বাংলাদেশ ব্যাংকের Bankers' Selection Committee(BSC)- এর অধীনে Sonali , Janata, Agrani, Rupali & Krishi Bank-এর বিভিন্ন পদে প্রায় ৭,০০০-এর অধিক কর্মকর্তা নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। জানুয়ারি থেকেই ব্যাংকগুলোতে নিয়োগ পরীক্ষা শুরু হতে পারে। সবগুলো ব্যাংক নিয়োগ পরীক্ষার প্রস্তুতি এক সাথে নিতে পারবেন স্টাডিপ্রেসে। এজন্য ১০ ডিসেম্বর থেকে ৪০ দিনের ক্রাশ প্রোগ্রাম শুরু করছে স্টাডিপ্রেস। ক্রাশ প্রোগ্রামে অংশ নিতে পারবেন মাত্র ৩০০ টাকায়। সাথে স্টাডিপ্রেসের ৩ মাসের মেম্বারশিপ।

এখনই রেজিস্ট্রেশন করুন: www.studypress.org এ।

 

∎StudyPress-এ রেজিস্ট্রেশন করবেন যেভাবে--

-- প্রথমে, www.studypress.org -এই অ্যাড্রেসে যান।

-- তারপর, (Signup Now)-এ Click করুন।

-- এবার, আপনার (email ID), (Mobile number) এবং নিজের পছন্দের (password) লিখুন।

- এবার, (সাইন আপ) -এ ক্লিক করুন।

Or, স্টাডিপ্রেসে আপনার রেজিস্ট্রেশন করা আছে কিন্তু "পাসওয়ার্ড " ভুলে গেছেন। তাহলে আপনার "ই-মেইল" ও "মোবাইল নম্বর" studypress FB page -এ Message পাঠান। নতুন পাসওয়ার্ড দেওয়া হবে।

∎আমাদের যোগাযোগ করতে পারবেন ৩ (তিন) ভাবে-

১। সরাসরি কথা বলুন-(০১৯১৭-৭৭৭০২১)

২। StudyPress ফেসবুক পেইজে ইনবক্স করুন অথবা,

৩। ওয়েবসাইটের অন-লাইন চ্যাট অপশনটি ব্যবহার করুন।

∎আমাদের বিশেষজ্ঞ শিক্ষক আপনার প্রশ্নের উত্তর দিতে প্রস্তুত 24/7

স্টাডিপ্রেসে আপনি পাচ্ছেন বিগত বছরের ব্যাংক নিয়োগ পরীক্ষার প্রশ্ন ও নির্ভুল সমাধান