Studypress News
মার্কিন নভোচারী জন গ্লেন আর নেই
09 Dec 2016
মার্কিন নভোচারী জন গ্লেন আর নেই। যুক্তরাষ্ট্রের ওহাইওর একটি হাসপাতালে স্থানীয় সময় বৃহস্পতিবার (৮-১২-২০১৬) তিনি মারা যান। তাঁর বয়স হয়েছিল ৯৫ বছর। প্রথম আমেরিকান নভোচারী হিসেবে পৃথিবী প্রদক্ষিণ করেন জন গ্লেন।
স্পেস ক্যাপসুল ফ্রেন্ডশিপ সেভেনে চড়ে ১৯৬২ সালে তিনি পৃথিবী প্রদক্ষিণ করেন। তাঁর সর্বশেষ মহাকাশ গমন ছিল ১৯৯৮ সালে। তখন তাঁর বয়স ছিল ৭৭। সবচেয়ে বেশি বয়সে মহাকাশে যাওয়ার রেকর্ডটি তাঁরই। জন গ্লেনের জন্ম ১৯২১ সালে।