Studypress News

Social Welfare Officer - 2010

08 Dec 2016

১. স্বাভাবিক সংখ্যার সেটের ক্ষুদ্রতম সদস্য হলো –

উত্তরঃ ১

২. একটি সমান্তর ধারার প্রথম পদ ১, শেষ পদ ৯৯ এবং সমষ্টি ২৫০০ হলে ধারাটির সাধারন অন্তর কত?

উত্তরঃ ২

৩. বায়োগ্যাসে প্রধানত কি থাকে?

উত্তরঃ মিথেন

৪. মটরগাড়ীর হেডলাইটে কিরূপ দৰ্পণ ব্যবহার করা হয়?

উত্তরঃ উত্তল

৫. সবচেয়ে হালকা মৌল কোনটি?

উত্তরঃ হাইড্রোজেন

৬. ক্রিকেটে কোন সালে বাংলাদেশ টেষ্ট মর্যাদা লাভ করে?

উত্তরঃ ২০০০

৭. সুয়েজ খাল খননের ফলে এশিয়ার সাথে যাতায়াত সহজ হয়েছে-

উত্তরঃ ইউরোপের

৮. হো চি মিন কোন দেশের বিপ্লবী নেতা ছিলেন?

উত্তরঃ ভিয়েতনাম

৯. What does the abbreviation "A.D. stand for?

উত্তরঃ Anno Domini

১০. The antonym of the word 'biased' is-

উত্তরঃ neutral

১১. The word 'hardly’ means-

উত্তরঃ almost never

১২. A person who hates the company of  others is.

উত্তরঃ unsociable

১৩. The active form of "Let it be done is-

উত্তরঃ Do it

১৪. One of the following was a Romantic Poet:

উত্তরঃ Shelley

১৫. The word 'nuptial' is related to-

উত্তরঃ marriage

১৬. বাংলা সাহিত্যে চলিত রীতি প্রচলনে অগ্রণী ভূমিকা পালন করে কোন পত্রিকা?

উত্তরঃ সবুজপত্র

১৭. মুনীর চৌধুরীর অনুদিত নাটক কোনটি?

উত্তরঃ রূপার কোটা

১৮. “মোদের গরব মোদের আশা, আমরি বাংলা ভাষা"-

উত্তরঃ অতুল প্রসাদ সেন

১৯. বাংলা কাব্যে অমিত্রাক্ষর ছন্দের প্রবর্তক-

উত্তরঃ মাইকেল মধুসূদন দত্ত

২০. আনন্দের মৃত্যু উপন্যাসটির রচয়িতা হচ্ছেন-

উত্তরঃ সৈয়দ শামসুল হক

 

সমাধান সহ সবগুলো প্রশ্ন একসাথে পেতে ফ্রি রেজিস্ট্রেশন করুন studypress.org তে।

বাংলাদেশ ব্যাংকের Bankers' Selection Committee(BSC)- এর অধীনে Sonali , Janata, Agrani, Rupali & Krishi Bank-এর বিভিন্ন পদে প্রায় ৭,০০০-এর অধিক কর্মকর্তা নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। জানুয়ারি থেকেই ব্যাংকগুলোতে নিয়োগ পরীক্ষা শুরু হতে পারে। সবগুলো ব্যাংক নিয়োগ পরীক্ষার প্রস্তুতি এক সাথে নিতে পারবেন স্টাডিপ্রেসে। এজন্য ১০ ডিসেম্বর থেকে ৪০ দিনের ক্রাশ প্রোগ্রাম শুরু করছে স্টাডিপ্রেস। ক্রাশ প্রোগ্রামে অংশ নিতে পারবেন মাত্র ৩০০ টাকায়। সাথে স্টাডিপ্রেসের ৩ মাসের মেম্বারশিপ।
এখনই রেজিস্ট্রেশন করুন: www.studypress.org এ।

∎StudyPress-এ রেজিস্ট্রেশন করবেন যেভাবে--

-- প্রথমে, www.studypress.org -এই অ্যাড্রেসে যান।

-- তারপর, (Register)-এ Click করুন।

-- এবার, আপনার (email ID), (Mobile number) এবং নিজের পছন্দের (password) লিখুন।

- এবার, (সাইন আপ) -এ ক্লিক করুন।

Or, স্টাডিপ্রেসে আপনার রেজিস্ট্রেশন করা আছে কিন্তু "পাসওয়ার্ড " ভুলে গেছেন। তাহলে আপনার "ই-মেইল" ও "মোবাইল নম্বর" studypress FB page -এ Message পাঠান। নতুন পাসওয়ার্ড দেওয়া হবে।

∎আমাদের যোগাযোগ করতে পারবেন ৩ (তিন) ভাবে-

১। সরাসরি কথা বলুন-(০১৯১৭-৭৭৭০২১)

২। StudyPress ফেসবুক পেইজে ইনবক্স করুন অথবা,

৩। ওয়েবসাইটের অন-লাইন চ্যাট অপশনটি ব্যবহার করুন।

∎আমাদের বিশেষজ্ঞ শিক্ষক আপনার প্রশ্নের উত্তর দিতে প্রস্তুত 24/7
স্টাডিপ্রেসে আপনি পাচ্ছেন বিগত বছরের ব্যাংক নিয়োগ পরীক্ষার প্রশ্ন ও নির্ভুল সমাধান