Studypress News
তাজমহলে মার্ক জাকারবার্গ
27 Oct 2015
তাজমহল দর্শন করে মুগ্ধ ফেইসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গ।
নয়াদিল্লিতে ফেইসবুকের টাউনহল প্রশ্নোত্তর পর্বে অংশ নিতে ভারতে সফরে গিয়েই তিনি সোজা চলে যান বিশ্বের অন্যতম সপ্তাশ্চার্য আগ্রার তাজমহল দেখতে।
মঙ্গলবার আরও সাতজনকে নিয়ে তাজমহল দেখতে যান জাকারবার্গ ।
স্থানীয় সময় বিকাল ৪টা ২০ মিনিটের দিকে জাকারবার্গ তাজমহলের সামনে থেকে তোলা তার একটি ছবি ফেইসবুকে পোস্ট করেন।
কয়েক মিনিটের মধ্যেই ওই ছবিতে দুই হাজারের বেশি মন্তব্য পড়ে, ২২ হাজারের বেশি লাইক এবং ৪৩৫ বারের বেশি শেয়ার হয়।
নিজের ফেইসবুক পোস্টে জাকারবার্গ লেখেন, "আগামীকাল টাউন হলে প্রশ্নোত্তর পর্বে যোগ দিতে আমি এখন ভারতে। আর ভারতে এসেই এবার তাজমহল দেখার সিদ্ধান্তনিই। আমি সবসময়ই এটি দেখতে চেয়েছি।
"আমি যা ভেবেছিলাম এটি তার চেয়েও অনেক বেশি আকর্ষণীয়। মানুষ কিভাবে এ মহল গড়ল তা সত্যিই অবিশ্বাস্য...কতটুকু ভালবাসা থাকলে আমরা এ ধরনেরকিছু নির্মাণের প্রেরণা পাব।"
ভারতে ফেইসবুকের গণযোগাযোগ নিয়ন্ত্রণ করে ইমেজ পাবলিক রিলেশন প্রাইভেট লিমিটেড।
কোম্পানিটি জাকারবার্গের তাজমহল দর্শনের বিষয়টি নিশ্চিত করে বলেছে, "হ্যাঁ ফেইসবুকের প্রধান নির্বাহী মঙ্গলবার তাজমহল ভ্রমণ করেছেন।"