Studypress News

উদ্ভাবনের অস্কার পেলেন আয়েশারা

08 Dec 2016

আরঅ্যান্ডডি ১০০ পুরস্কার বিজ্ঞান ও প্রযুক্তির উদ্ভাবনে ‘অস্কার’ নামে পরিচিত। ৫৪ বছর ধরে এই পুরস্কার দিচ্ছে যুক্তরাষ্ট্রের বিজ্ঞান গবেষণাভিত্তিক সাময়িকী আরঅ্যান্ডডি ম্যাগাজিন। চলতি বছর এই পুরস্কারের একটি দেয়া হয়েছে মানুষের কৃত্রিম ফুসফুস তৈরির সাফল্যকে। যুক্তরাষ্ট্রের লস অ্যালামস ন্যাশনাল ল্যাবরেটরির ‘পালমোনারি লাং মডেল (পালমো)’ পেয়েছে আরঅ্যান্ডডি ১০০ পুরস্কার। গবেষণা দলে ছিলেন বাংলাদেশের ন্যানো বিজ্ঞানী আয়েশা আরেফিন। মূলত এই কৃত্রিম ফুসফুস তৈরি করা হয় যাতে করে নতুন নতুন ওষুধের পরীক্ষা-নিরীক্ষা যাতে আরও নিখুঁতভাবে করা যায়। আয়েশা ন্যানো উপাদান দিয়ে এই ফুসফুসের গুরুত্বপূর্ণ অংশ অ্যালভিওলি (ক্ষুদ্র রন্ধ্রগুচ্ছ) তৈরি করেছেন।


# আয়েশা আরেফিন বর্তমানে লস অ্যালামসে গবেষণা সহকারী হিসেবে কাজ করছেন। # আয়েশার জন্ম চট্টগ্রামের হালিশহরে ১৯৮৮ সালের ২৪ আগস্ট।

# সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে ২০১১ সালে জিন প্রকৌশলে স্নাতক ডিগ্রি অর্জন করেন আয়েশা।

# যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব নিউ মেক্সিকোতে ২০১৩ সালে স্নাতকোত্তর ডিগ্রি নেন। একই বিশ্ববিদ্যালয়ে ন্যানো প্রযুক্তি ও মাইক্রো সায়েন্স বিষয়ে পিএইচডি করছেন তিনি।