Studypress News

ইসলামী ব্যাংক: ফিল্ড অফিসার ২০১৬ (ইসলামীয়াত)

07 Dec 2016

৫১. আল-কুরআনের অপর নাম

- কিতাবুল্লাহ///হুদা///ফোরকান///@@সব ক'টি

৫২.যাকাত বন্টনের খাত কয়টি?

 ৭টি///@@৮টি///৬টি///৫টি

৫৩.কোন নবীর আমল থেকে হজ্জের প্রচলন হয়? মুহাম্মদ সা:///ইয়াকুব আঃ///@@ইব্রাহীম আঃ///ঈসা আঃ

৫৪.বিদায় হজ্জ্ব কত সালে অনুষ্ঠিত হয়? ৬২২ খ্রীষ্টাব্দে///৬২৪ খ্রীষ্টাব্দে///৬২৮ খ্রীষ্টাব্দে///@@৬৩২ খ্রীষ্টাব্দে

৫৫.মহানবী সা.-এর হিজরতের পূর্বে মুসলিমদের একটি দল কোথায় হিজরত করেছিল? মদীনায়///@@আবিসিনিয়ায়///তায়েফে///সিরিয়ায়

৫৬. সিহাহ সিত্তাহ কী? রাসূলের জীবনী///@@৬টি বিশুদ্ধ হাদীসগ্রন্থ///কুরআনের সূরা///কোনটিই নয়

৫৭. কুরআনের বর্ণনা অনুযায়ী মুসা আঃ-এর লাঠি কিসের আকৃতি ধারণ করেছিল? বাঘ///@@সাপ///রশি///কোনটিই নয়

৫৮. পবিত্র কুরআনের হরকতযুক্ত করেন কে? মহানবী সাঃ///@@হাজ্জাজ বিন ইউসুফ///উমর ইবনে আব্দুল আজিজ///হযরত উসমান রাঃ

৫৯. 'যুননাকাতাইন' কার উপাধি? ফাতিমা রাঃ///আয়েশা রাঃ///@@আসমা রাঃ///জয়নব বিনতে জাহাশ রাঃ

৬০.'উম্মুল কুরা' হল-

মা হাফসা রাঃ-এর উপাধি///আরবের একটি বেদুইন গোত্র///@@মক্কা নগরীর অপর নাম///একটি কূপের নাম

৬১.হিজরী সন কতদিনে? ৩৬০///৩৬৫///@@৩৫৪///৩২৪

৬২.পৃথিবীর সর্ব প্রাচীন মসজিদ কোনটি? @@কাবা শরীফ///বায়তুল মাকদাস///মসজিদে কুবা///মসজিদে নামেরাহ

৬৩.জামায়াতে সালাত আদায় করলে একাকী আদায়ের চেয়ে কত গুণ বেশি সাওয়াব পাওয়া যায়? দশগুণ///সত্তর গুণ///@@সাতাশ গুণ///একশ গুণ

৬৪.রাসূল সাঃ কোন মসজিদের ভিত্তিপ্রস্তুর স্থাপন করেন এবং নির্মাণ কাজে অংশ নেন? @@মসজিদে নববী///মসজিদে জুল কিবলাতাইন///মসজিদে কুবা///মসজিদে নামেরাহ

৬৫.'সহীহাইন' হচ্ছে- মুসলিম ও আবু দাউদ///@@বুখারী ও মুসলিম///মসজিদে কুবা///মসজিদে নামিরাহ

৬৬.জান্নাতুল বাক্বী কী? @@মদিনার একটি কবরস্থান///মক্কার একটি স্থান///মক্কার মসজিদ///একটি জান্নাতের নাম

৬৭. হজ্জ্ব কত প্রকার? ২///@@৩//৫///৭

৬৮. বৃষ্টি বর্ষণের দায়িত্বে নিয়োজিত ফেরেশতার নাম- জিব্রাঈল আঃ///ইস্রাফিল আঃ///@@মিকাইল আঃ///আজরাইল আঃ

৬৯.সালাতের নিষিদ্ধ সময় কয়টি? ২টি///@@৩টি///৪টি///৫টি

৭০. কোনটি সালাতের ফরজ নয়? @@রুকু থেকে সোজা হওয়া///কেরাত পড়া///তাকবীরে তাহরীমা বলা///তাশাহুদ পড়া

৭১.শরীয়াহ শব্দের অর্থ কী? বিধি-বিধান///আত্মসমর্পণ///আইন///@@A ও C

৭২.হাদীসে কুদসী অর্থ কী? যে হাদীসের মূল কথা ও ভাষা রাসূল সাঃ এর///@@যে হাদীসের মূল কথা আল্লাহর ও ভাষা রাসূল সাঃ-এর///যে হাদীসের মূল কথা ও ভাষা আল্লাহর///এর কোনটিই নয়

৭৩. 'মাহরাম' কী? @@যার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া নিষিদ্ধ///যার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া নিষিদ্ধ নয়///হজ্জের সময় পরিধেয় সাদা কাপড় বিশেষ///কোনটিই নয়

৭৪.কোনটি যাকাত যোগ্য সম্পদ নয়? @@গবাদী পশু///ব্যবসায়ের পণ্য///শেয়ার, বন্ড///কারখানা যন্ত্রপাতি

৭৫. 'মোস্তফা রচিত' এর লেখক কে? গোলাম মোস্তফা///@@আকরাম খাঁ///শিবলী মো'মানী///ইবনে হিশাম

৭৬. কায়সার ও কিসরা কী? আরবের দুটি সম্প্রদায়///রোমান ও পারস্য সম্রাটের উপাধি///মদিনায় অবস্থিত মসজিদ///@@কোনটিই নয়

৭৭.'আসাদুল্লাহ' কার উপাধি? @@আলী রাঃ///খালিদ বিন ওয়ালিদ রাঃ///হামযা রাঃ///জাফর বিন আবী তালিব রাঃ

৭৮. আল-কুরআনে প্রথম নাজিলকৃত পূর্ণাঙ্গ সূরা কোনটি? সূরা আলাক///@@সূরা ফাতিহা///সূরা বাকারা///সূরা ইখলাস

৭৯.যে সম্মানিত ফেরেস্তাগণ মানুষের আমল লিপিবদ্ধ করেন তাদেরকে কুরআনে কী বলে সম্বোধন করা হয়েছে? মুনকার নাকীর///মিকাইল ও জিব্রাঈল///@@কিরামান কাতেবীন///মারুফ ও মুনকার

৮০. নিম্নের কে যাকাতের হকদার নয়? প্রতিবেশী///ভাই///স্ত্রী///@@B ও C

 

বাংলাদেশ ব্যাংকের Bankers' Selection Committee(BSC)- এর অধীনে Sonali , Janata, Agrani, Rupali & Krishi Bank-এর বিভিন্ন পদে প্রায় ৭,০০০-এর অধিক কর্মকর্তা নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। জানুয়ারি থেকেই ব্যাংকগুলোতে নিয়োগ পরীক্ষা শুরু হতে পারে। সবগুলো ব্যাংক নিয়োগ পরীক্ষার প্রস্তুতি এক সাথে নিতে পারবেন স্টাডিপ্রেসে। এজন্য ১০ ডিসেম্বর থেকে ৪০ দিনের ক্রাশ প্রোগ্রাম শুরু করছে স্টাডিপ্রেস। ক্রাশ প্রোগ্রামে অংশ নিতে পারবেন মাত্র ৩০০ টাকায়। সাথে স্টাডিপ্রেসের ৩ মাসের মেম্বারশিপ।
এখনই রেজিস্ট্রেশন করুন: www.studypress.org এ।

∎StudyPress-এ রেজিস্ট্রেশন করবেন যেভাবে--

-- প্রথমে, www.studypress.org -এই অ্যাড্রেসে যান।

-- তারপর, (Register)-এ Click করুন।

-- এবার, আপনার (email ID), (Mobile number) এবং নিজের পছন্দের (password) লিখুন।

- এবার, (সাইন আপ) -এ ক্লিক করুন।

Or, স্টাডিপ্রেসে আপনার রেজিস্ট্রেশন করা আছে কিন্তু "পাসওয়ার্ড " ভুলে গেছেন। তাহলে আপনার "ই-মেইল" ও "মোবাইল নম্বর" studypress FB page -এ Message পাঠান। নতুন পাসওয়ার্ড দেওয়া হবে।

∎আমাদের যোগাযোগ করতে পারবেন ৩ (তিন) ভাবে-

১। সরাসরি কথা বলুন-(০১৯১৭-৭৭৭০২১)

২। StudyPress ফেসবুক পেইজে ইনবক্স করুন অথবা,

৩। ওয়েবসাইটের অন-লাইন চ্যাট অপশনটি ব্যবহার করুন।

∎আমাদের বিশেষজ্ঞ শিক্ষক আপনার প্রশ্নের উত্তর দিতে প্রস্তুত 24/7
স্টাডিপ্রেসে আপনি পাচ্ছেন বিগত বছরের ব্যাংক নিয়োগ পরীক্ষার প্রশ্ন ও নির্ভুল সমাধান