Studypress News

মহাকাশের ‘জঞ্জাল’ আসছে পৃথিবীর দিকে

28 Oct 2015

যুক্তরাজ্যের দৈনিক ইনডিপেনডেন্ট মহাকাশ গবেষকদের উদ্ধৃত করে বলেছে, আগামী ১৩ নভেম্বর সকালে পৃথিবীতে পড়বে এই বস্তুখণ্ড এবং তার সম্ভাব্য পতন স্থল শ্রীলঙ্কার ৬৫ কিলোমিটার দক্ষিণে ভারত মহাসাগরে।

৭ ফুট দীর্ঘ এই বস্তুখণ্ডটির নাম দেওয়া হয়েছে ডাব্লিওটিএফ১১৯০এফ, সংক্ষেপে একে ডাব্লিওটিএফ বলা হচ্ছে।

এটি বস্তুখণ্ডটি কী, তা এখনও স্পষ্ট না হলেও এটি যে মানবসৃষ্ট কোনো কিছুর অংশ বিশেষ, তা মোটামুটি নিশ্চিত বিজ্ঞানীরা।

তারা বলছেন, এটি সম্ভবত চন্দ্র অভিযানে যুক্ত কোনো কিছুর জঞ্জাল, অ্যাপোলো মিশনের কোনো জঞ্জালও হতে পারে।

ডাব্লিওটিএফের গতিপথ পর্যবেক্ষণ করছে ইউরোপিয়ান স্পেস এজেন্সির (ইএসএ) বিজ্ঞানীরা।

মহাকাশ থেকে পৃথিবীতে পতনশীল যে কোনো বস্তখণ্ডের গতিপথ এবং তা পতনের ফলে পৃথিবীতে সৃষ্ট প্রভাব নিয়ে কাজ করেন এই গবেষকরা।

তারা বলছেন, ডাব্লিওটিএফকে বিপজ্জনক মনে করছেন না তারা। এর পতনের ফলে বিরূপ কোনো পরিস্থিতি তৈরি হবে বলেও তারা মনে করেন না।