Studypress News
কারেন্ট অ্যাফেয়ার্স কুইজ: নভেম্বর: ২০১৬
02 Dec 2016
১। প্যারিস জলবায়ু চুক্তি কবে কার্যকর হয়?
উ: ৫ নভেম্বর, ২০১৬
২। ধুলা ও ধোঁয়ার মাত্রা আশঙ্কাজনক হারে বেড়ে যাওয়ায় কোন শহরের স্কুলগুলো তিন দিন বন্ধ রাখা হয়?
উ: ভারতের রাজধানী নয়াদিল্লির।
৩। মুক্তিযোদ্ধা হিসেবে নতুনভাবে অন্তর্ভুক্তির জন্য মুক্তিযোদ্ধার বয়স ১৯৭১ সালের ২৬ মার্চ ন্যূনতম কত হতে হবে?
উ: ১৩ বছর।
৪। বিশ্বের মর্যাদাপূর্ণ পরিবেশবিষয়ক পুরস্কার ‘দ্য এনার্জি গ্লোব অ্যাওয়ার্ড ২০১৬’ পেয়েছে কোন সংস্থা?
উ: বান্দরবানের বেসরকারি সংস্থা তাজিংডংয়ের সামাজিক অর্থায়নে গ্রামীণ সাধারণ বন সংরক্ষণ প্রকল্প।
৫। জাতিসংঘের ২২তম বিশ্ব জলবায়ু সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়?
উ: মরক্কোর মারাক্কেশে।
৬। বিশ্বের সবচেয়ে জনবহুল দেশগুলোর তালিকায় ঢাকা কততম স্থানে?
উ: ১১তম।
৭। ‘নবযাত্রা’ ও ‘জয়যাত্রা’ কি?
উ: বাংলাদেশের কেনা সাবমেরিনের নাম।
৮। বীর প্রতীক তারামন বিবি বুদ্ধিপ্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয় কোথায় অবস্থিত?
উ: কুড়িগ্রামের রাজিবপুরে।
৯। বৈশ্বিক উদ্যোক্তা সূচক ২০১৭ অনুযায়ী, ১৩৭টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান কততম স্থানে?
উ: ১৩৩তম স্থানে।
১০। বৈশ্বিক সন্ত্রাসবাদ সূচকে বাংলাদেশের অবস্থান কত?
উ: ২২তম।
১১। আন্তর্জাতিক অপরাধ আদালতে যোগাদানের প্রক্রিয়া থেকে নিজেদের প্রত্যাহার করে নিয়েছে কোন দেশ?
উ: রাশিয়া।
১২। ইউনেস্কো ২১ ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি দেয় কবে?
উ: ১৯৯৯ সালের ১৭ নভেম্বর
১৩। বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) মহাপরিচালক হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন কে?
উ: মেজর জেনারেল আবুল হোসেন।
১৪। পানির এসডিজি অর্জনে প্রধানমন্ত্রীর প্রস্তাব কি?
উ: বিশ্ব তহবিল গড়ে তোলা।
১৫। ঢাকা লিট ফেস্ট উদ্বোধন করেন কে?
উ: নোবেলজয়ী সাহিত্যিক ভি এস নাইপল।
১৬। বাংলাদেশের প্রথম ভৌগোলিক নির্দেশক পণ্য কোনটি?
উ: জামদানি
১৭। মধ্যম আয়ের দেশে উন্নীত হলে জিএসপি সুবিধা পেতে বাংলাদেশকে কতটি কনভেনশন অনুসরণ করতে হবে?
উ: ২৭টি।
১৮। বাংলাদেশের সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে কাজ করে পর্তুগালের বর্ষসেরা নারীর পুরস্কার জিতেছেন কে?
উ: মারিয়া কনসেইসাও।
১৯। ‘ওয়ার্ল্ড কংগ্রেস অন ইনফরমেশন টেকনোলজি (ডব্লিউআইসিটি)’ এর ২৫তম আয়োজন কোথায় হবে?
উ: ২০২১ সালে ঢাকায়।
২০। মুক্তিযুদ্ধে শহীদ হওয়া ভারতীয়দের প্রতিটি পরিবারকে কত লাখ রুপি করে দেয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার?
উ: ৫ লাখ রুপি।
২১। মাদার তেরেসা ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ড ফর সোশ্যাল জাস্টিস পেয়েছেন কে?
উ: ফারাজ হোসেন।
২২। ব্যর্থ সামরিক অভ্যুত্থানের পর কোন দেশে শুদ্ধি অভিযান অব্যাহত রয়েছে?
উ: তুরস্কে।
২৩। ফিলিড্রিস নাগাসাউ কি?
উ: ফিজির পিঁপড়া প্রজাতি।
২৪। কিউবার নেতা ফিদেল কাস্ত্রো কবে মারা যান?
উ: ২৫ নভেম্বর, ২০৬।
২৫। সার্কের সাংস্কৃতিক রাজধানী হিসেবে চূড়ান্ত স্বীকৃতি পেল বাংলাদেশের কোন প্রাচীন জনপদ?
উ: বগুড়ার মহাস্থানগড়।
২৬। রোহিঙ্গা-সংকট কিভাবে কাটাতে চায় বাংলাদেশ?
উ: বৈশ্বিক সহায়তার মাধ্যমে।
২৭।২০১৫ সালে বাংলাদেশে সরাসরি বৈদেশিক বিনিয়োগের পরিমাণ কত?
উ: ২২৩.৬০ কোটি মার্কিন ডলার।
২৮। দেশের প্রথম খাদ্য প্রক্রিয়াজাত শিল্পাঞ্চল কোথায় হচ্ছে?
উ: নাটোরের লালপুরে।
২৯। লেদা ও কুতুপালং কি?
উ: অনিবন্ধিত রোহিঙ্গা শিবির।
৩০। সম্প্রতি কলম্বিয়ায় উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে কোন ক্লাবের ফুটবলাররা মারা যান?
উ: ব্রাজিলের শাপেকোইনস ক্লাবের ফুটবলার।
..............................................................................................................
শিক্ষার্থীদের বিশেষ অনুরোধে বিসিএস প্রিলি কোর্সের ফি সংশোধন: নতুন ফি ৫০০ টাকা
- ভর্তির শেষ তারিখ: ১৫ জানুয়ারি
- কোর্স শুরু: ২০ জানুয়ারি (প্রথম ব্যাচ)
- কোর্সের মেয়াদ: ৪ মাস (১২০ দিন)
- ভর্তি ফি: ৫০০ টাকা
স্টাডিপ্রেসের শিক্ষার্থীদের অসংখ্য অনুরোধে ৩৮তম বিসিএস প্রিলি কোর্সের সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। শিক্ষার্থীদের একেবারে নাগালের মধ্যে রেখেই নতুন ফি নির্ধারণ করা হয়েছে। চার মাসের কোর্সটিতে অংশ নিতে পারবেন মাত্র ৫০০ টাকায়।
কোর্সটি স্টাডিপ্রেসের স্পেশাল প্রোগ্রাম। এই কোর্সে অংশ নিতে হলে বর্তমান পেইড ইউজারদের নতুন করে পে করতে হবে।
৩৮তম বিসিএস প্রিলি কোর্স:
১। বিসিএস’র সিলেবাস অনুযায়ী দৈনিক ক্লাস।
২। নিয়মিত মডেল টেস্ট।
৩। প্রিলির পড়াতেই লিখিত পরীক্ষার প্রস্তুতি।
৪। মিসটেক ও রিভিউ লিস্ট।
৫। আগের বিসিএস পরীক্ষার প্রশ্ন ও নির্ভুল সমাধান (হিন্টস সহ)।
৬। ২৪/৭ সাপোর্ট।
৭। নিয়মিত কারেন্ট অ্যাফেয়ার্স আপডেট।
৮। প্রতিদিন দশটি করে নতুন শব্দ (ইংরেজি)।
৯। ডেইল স্টার এডিটরিয়ালের অনুবাদ।
১০। প্রতিদিন বাংলা থেকে (সম্পাদকীয়) ইংরেজি অনুবাদ।
****কোর্সটি সম্পূর্ণ অনলাইনভিত্তিক।
StudyPress-এ রেজিস্ট্রেশন করবেন যেভাবে--
-- প্রথমে, www.studypress.org -এই অ্যাড্রেসে যান।
-- তারপর, (Sign up Now)-এ Click করুন।
-- এবার, আপনার (email ID), (Mobile number) এবং নিজের পছন্দের (password) লিখুন।
- এবার, (সাইন আপ) -এ ক্লিক করুন।
∎আমাদের যোগাযোগ করতে পারবেন ৩ (তিন) ভাবে-
১। সরাসরি কথা বলুন-(01917-777021)
২। StudyPress ফেসবুক পেইজে ইনবক্স করুন অথবা,
৩। ওয়েবসাইটের অন-লাইন চ্যাট অপশনটি ব্যবহার করুন।
∎আমাদের বিশেষজ্ঞ শিক্ষক আপনার প্রশ্নের উত্তর দিতে প্রস্তুত 24/7
# কোর্সের ফি দিতে পারবেন আমাদের ওয়েবসাইট থেকে অনলাইন পেমেন্টে র মাধ্যমে অথবা বিকাশের মাধ্যমে। 01917-777021 আমাদের বিকাশ নাম্বার।