Studypress News
কারেন্ট অ্যাফেয়ার্স: নভেম্বর, ২০১৬
01 Dec 2016
১ নভেম্বর
# পদত্যাগ করেছেন ইসলামি সহযোগিতা সংস্থার (ওআইসি) মহাসচিব আইয়াদ আমিন আদানি। সৌদি আরবের সাবেক সমাজকল্যাণমন্ত্রী ইউসুফ আল-উতায়মেনকে মহাসচিব পদের জন্য মনোনীত করা হয়েছে।
৩ নভেম্বর
# জেলহত্যা দিবস।
৪ নভেম্বর
প্যারিস জলবায়ু চুক্তি কার্যকর।
৫ নভেম্বর
# ধুলা ও ধোঁয়ার মাত্রা আশঙ্কাজনক হারে বেড়ে যাওয়ায় ভারতের রাজধানী নয়াদিল্লির স্কুলগুলো তিন দিন বন্ধ রাখার ঘোষণা দিল্লির রাজ্য সরকারের।
৬ নভেম্বর
# বন্ধ হয়ে যাওয়ার ১৮ দিনের মাথায় আবার চালু দেশের প্রথম মুঠোফোন অপারেটর সিটিসেলের কার্যক্রম।
৭ নভেম্বর
# ২০ হাজার গ্রাহকের হিসাব থেকে অর্থ চুরি যাওয়ায় ডেবিট কার্ডভিত্তিক অনলাইন ব্যাংকিং লেনদেন বন্ধ করে দিয়েছে যুক্তরাজ্যের টেসকো ব্যাংক।
৮ নভেম্বর। জাতীয়
# মুক্তিযোদ্ধা হিসেবে নতুনভাবে অন্তর্ভুক্তির জন্য মুক্তিযোদ্ধার বয়স ১৯৭১ সালের ২৬ মার্চ ন্যূনতম ১৩ বছর হতে হবে। মুক্তিযোদ্ধার সংজ্ঞা ও বয়স নির্ধারণ করে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের জারি করা প্রজ্ঞাপনে এই বয়সের কথা বলা হয়েছে।
# যুক্তরাষ্ট্রের ৪৫তম প্রেসিডেন্ট নির্বাচন।
৯ নভেম্বর
# রিপাবলিকান পার্টির ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের ৪৫তম প্রেসিডেন্ট নির্বাচিত।
১০ নভেম্বর
# বিশ্বের মর্যাদাপূর্ণ পরিবেশবিষয়ক পুরস্কার ‘দ্য এনার্জি গ্লোব অ্যাওয়ার্ড ২০১৬’ পেল বান্দরবানের বেসরকারি সংস্থা তাজিংডংয়ের সামাজিক অর্থায়নে গ্রামীণ সাধারণ বন সংরক্ষণ প্রকল্প।
# ৫০০ ও ১০০০ রুপির নোট বাতিল করেছে ভারত সরকার।
১১ নভেম্বর। জাতীয়
# বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরি হওয়া অংশের এক কোটি ৫২ লাখ ডলার ফেরত দিয়েছে ফিলিপাইন।
# মরক্কোর মারাক্কেশে জাতিসংঘের ২২তম বিশ্ব জলবায়ু সম্মেলন শুরু।
১৩ নভেম্বর
# প্যারিস হামলার বর্ষপূর্তি: গত বছরের ১৩ নভেম্বর প্যারিসে সন্ত্রাসী হামলায় ১৩০ জন নিহত হয়।
# নির্বাচনে পরাজয়ের জন্য মার্কিন তদন্ত সংস্থা এফবিআইয়ের পরিচালক জেমস কোমিকে দায়ী করেছেন হিলারি ক্লিনটন।
# ৩০ লাখ অবৈধ অভিবাসীকে দেশ ছাড়া করব: ডোনাল্ড ট্রাম্প
১৪ নভেম্বর
# ঢাকা বিশ্বের সবচেয়ে জনবহুল দেশগুলোর তালিকায় ১১তম।
# ঢাকায় প্রতি বর্গকিলোমিটার এলাকায় বাস করে ৪৩ হাজার ৫০০ মানুষ।
# চীনের কাছ থেকে ‘নবযাত্রা’ ও ‘জয়যাত্রা’ নামের দুটি সাবমেরিন কিনেছে বাংলাদেশ।
১৫ নভেম্বর
# স্বাধীন ইন্টারনেট ব্যবহারে পিছিয়েছে বাংলাদেশ। ইন্টারনেট স্বাধীনতার ক্ষেত্রে বাংলাদেশ ১০০ নম্বরের মধ্যে পেয়েছে ৫৬ নম্বর। সে হিসেবে ইন্টারনেট ব্যবহারে বাংলাদেশ আংশিক স্বাধীন।
# বুদ্ধিপ্রতিবন্ধীদের সমাজের মূলধারায় সম্পৃক্ত করার লক্ষ্যে কুড়িগ্রামের রাজিবপুরে বীর প্রতীক তারামন বিবি বুদ্ধিপ্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয় উদ্বোধন করা হয়েছে।
# বৈশ্বিক উদ্যোক্তা সূচক ২০১৭ অনুযায়ী, ১৩৭টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ১৩৩তম।
১৬ নভেম্বর
# মহান স্বাধীনতা যুদ্ধে বিশেষ অবদানের স্বীকৃতি পেলেন আরো ১০৮ শব্দসৈনিক। দ্বিতীয় দফায় এই ১০৮ শব্দসৈনিককে মুক্তিযোদ্ধার স্বীকৃতি দিয়ে গেজেট প্রকাশ করেছে সরকার। এর আগে ৮৭ শব্দসৈনিককে একই কারণে মুক্তিযোদ্ধা হিসেবে স্বীকৃতি দেয়া হয়েছিল।
# বৈশ্বিক সন্ত্রাসবাদ সূচক ২০১৬: বাংলাদেশ ২২তম।
# আন্তর্জাতিক অপরাধ আদালত বা আইসিসিতে যোগাদানের প্রক্রিয়া থেকে নিজেদের প্রত্যাহার করে নিয়েছে রাশিয়া।
ক) ২০০০ সালে রাশিয়া এই সংস্থায় যোগদানের লক্ষ্যে চুক্তিতে সই করে।
খ) ১৯৮৮ সালে জাতিসংঘের কয়েকটি সদস্য দেশ রোম সংবিধি নামের এক আইনের মাধ্যমে এই আন্তর্জাতিক আদালত প্রতিষ্ঠা করেছিল।
গ) সিরিয়ায় রাশিয়ার বিমান হামলার পরিপ্রেক্ষিতে সম্প্রতি আইসিসির কয়েকজন কর্মকর্তা প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের তীব্র সমালোচনার জেরে রাশিয়া আইসিসি থেকে বেরিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয়।
১৭ নভেম্বর
# ১৯৭০ সালের ১৭ নভেম্বর বঙ্গবন্ধুর নেতৃত্বে আওয়ামী লীগ পাকিস্তানের সাধারণ নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা লাভ করে।
# ১৯৯৯ সালের ১৭ নভেম্বর ইউনেস্কো ২১ ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি দেয়।
# বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) মহাপরিচালক হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন মেজর জেনারেল আবুল হোসেন।
# বিশ্ব জলবায়ু সম্মেলন: পানির এসডিজি অর্জনে বিশ্ব তহবিল গড়ে তোলার প্রস্তাব প্রধানমন্ত্রীর।
# ঢাকা লিট ফেস্ট উদ্বোধন করেন নোবেলজয়ী সাহিত্যিক ভি এস নাইপল।
১৮ নভেম্বর
# বাংলাদেশের প্রথম ভৌগোলিক নির্দেশক পণ্য জামদানি
# মধ্যম আয়ের দেশে উন্নীত হলে জিএসপি সুবিধা পেতে বাংলাদেশকে ২৭টি কনভেনশন অনুসরণ করতে হবে।
# ১৯৬৬ সালের ১৮ নভেম্বর যাত্রা শুরু করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়।
# ইরাকের যুদ্ধকবলিত মসুল শহরের কাছে ইসলামিক স্টেটের (আইএস) একটি গণকবরের তিন শ ব্যক্তির গলিত লাশ উদ্ধার করা হয়েছে। আইএস জঙ্গিদের হাতে নিহত ওই ব্যক্তিরা সাবেক পুলিশ সদস্য ছিলেন বলে মনে করা হচ্ছে।
#তিন সপ্তাহের বিরতির পর সিরিয়ার আলেপ্পো শহরের বিদ্রোহীনিয়ন্ত্রিত অংশে সরকারি ও রুশ বিমানবাহিনী প্রচণ্ড বোমাবর্ষণ করেছে।
# যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে বিজয়ী প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে প্রথম বিদেশি নেতা হিসেবে দেখা করছেন জাপানের প্রধানমন্ত্রী শিনজো আনবে।
# যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পের জয় কিউবা ও কানাডার মধ্যকার সম্পর্কে কোনো প্রভাব ফেলবে না: কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো।
# আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) থেকে বের হয়ে যাওয়ার হুমকি দিয়েছেন ফিলিপাইনের প্রেসিডেন্ট রদ্রিগো দুতার্তে।
১৯ নভেম্বর ২০১৬
# বাংলাদেশের সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে কাজ করে পর্তুগালের বর্ষসেরা নারীর পুরস্কার জিতেছেন মারিয়া কনসেইসাও। প্রথম পর্তুগিজ নারী হিসেবে এভারেস্টের চূড়া ছুয়েছেন তিনি।
# ফ্রান্সের সর্বোচ্চ বেসামরিক সম্মাননা লিজিয়ন অব অনার গ্রহণ করেছেন জাতিসংঘের মহাসচিব বান কি মুন।
# ইউরোপীয় ইউনিয়ন ভেঙে পড়ার ঝুঁকিতে আছে বলে সতর্ক করে দিয়েছেন ফ্রান্সের প্রধানমন্ত্রী মানুয়েল ভালস।
# বাল্টিক অঞ্চলের দেশ লিথুনিয়া আশঙ্কা করছে ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার আগেই রাশিয়া ওই অঞ্চলে সামরিক তৎপরতা বাড়ানোর মাধ্যমে ন্যাটোকে পরীক্ষা করে দেখতে পারে।
২০ নভেম্বর ২০১৬
# আড়াই কোটি ডলারের বিনিময়ে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান দলের বিজয়ী প্রার্থী ডোনাল্ড ট্রাম্প তাঁর ট্রাম্প বিশ্ববিদ্যালয়েরর বিরুদ্ধে করা তিনটি প্রতারণার মামলা সুরাহা করেছেন।
# মিয়ানমারের নেত্রী অং সান সু চির নোবেল শান্তি পুরস্কার ফিরিয়ে নেওয়ার জন্য অনলাইন আবেদনে স্বাক্ষর করেছেন লক্ষাধিক মানুষ।
# মালয়েশিয়ার প্রধানমন্ত্রী নাজিব রাজাকের পদত্যাগের দাবিতে দেশটিতে হাজার হাজার মানুষ বিক্ষোভ করেছে। রাষ্ট্রীয় তহবিল সংক্রান্ত দুর্নীতিতে নাজিব রাজাকের জড়িত থাকার অভিযোগ রয়েছে।
# ২০২১ সালে ঢাকায় বসবে তথ্যপ্রযুক্তির বিশ্ব সম্মেলন ‘ওয়ার্ল্ড কংগ্রেস অন ইনফরমেশন টেকনোলজি (ডব্লিউআইসিটি)’ এর ২৫তম আয়োজন।
# মুক্তিযুদ্ধে শহীদ হওয়া ভারতীয়দের প্রতিটি পরিবারকে পাঁচ লাখ রুপি করে দেওয়ার সিদ্ধান্ত সরকারের।
# মাদার তেরেসা ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ড ফর সোশ্যাল জাস্টিস পেলেন ফারাজ হোসেন।
# জার্মানিতে চতুর্থবারের মতো চ্যান্সেলর পদে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা অ্যাঙ্গেলা মারকেলের।
২১ নভেম্বর
সশস্ত্র বাহিনী দিবস।
# ভারতের উত্তর প্রদেশের পুখরাইয়ায় ইন্দোর-পাটনা এক্সপ্রেসের ১৪টি বগি লাইনচ্যুত, নিহত ১২০ জন।
২২ নভেম্বর
# বাল্যবিবাহ নিরোধ আইন ২০১৬: মেয়েদের ন্যূনতম বিয়ের বয়স ১৮ বছর থাকছে। তবে, ‘বাল্যবিবাহ নিরোধ আইন, ২০১৬’ শীর্ষক আইনের খসড়ায় বিশেষ ধারায় ‘বিশেষ ক্ষেত্রে’, ‘অপ্রাপ্তবয়স্ক’ বা ১৮ বছরের কম বয়সী কোনো মেয়ের ‘সর্বোত্তম স্বার্থ’ বিবেচনায় বিয়ে হলে তা অপরাধ হিসেবে গণ্য হবে না বলে উল্লেখ আছে।
# তথ্যপ্রযুক্তির শীর্ষ ১০০ ধনীর তালিকা প্রকাশ করেছে ফোর্বস। শীর্ষে মাইক্রোসফটের সহপ্রতিষ্ঠাতা বিল গেটস।
# মিসরের সর্বোচ্চ আদালত দেশটির ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট মুহাম্মদ মুরসির যাবজ্জীবন কারাদণ্ডাদেশ বাতিল করে ওই মামলায় পুনরায় বিচার শুরুর আদেশ দিয়েছেন। ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের পক্ষে গুপ্তচরবৃত্তি করার দায়ে তাঁকে একটি নিম্ন আদালত যাবজ্জীবন কারাদণ্ড দেন।
২৩ নভেম্বর
# রাখাইনে মিয়ানমার জাতিগত শুদ্ধি অভিযান চালাচ্ছে বলে জাতিসংঘের এক কর্মকর্তার মন্তব্য।
# সর্বশেষ মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেটিক প্রার্থী হিলারি ক্লিনটন অন্তত ১৭ লাখ ভোট বেশি পেয়েছেন।
# গত জুলাইয়ে ব্যর্থ সামরিক অভ্যুত্থানের পর তুরস্কে শুদ্ধি অভিযান অব্যাহত রয়েছে। সম্প্রতি ১৫ হাজারের বেশি সামরিক-বেসামরিক কর্মকর্তা কর্মচারী ও পুলিশ সদস্যকে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
# ফিলিড্রিস নাগাসাউ ফিজির পিঁপড়া প্রজাতি, এরা বৃক্ষের কোটরে স্কুয়ামেলারিয়া বীজ বোনে।
২৫ নভেম্বর
# কিউবার নেতা ফিদেল কাস্ত্রোর (৯০) মৃত্যু।
# সার্কের সাংস্কৃতিক রাজধানী হিসেবে চূড়ান্ত স্বীকৃতি পেল বাংলাদেশের প্রাচীন জনপদ বগুড়ার মহাস্থানগড়।
# দেশের সেরা করদাতাদের সম্মাননা দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। এ বছর বিভিন্ন শ্রেণিতে মোট ১৪১ করদাতাকে ট্যাক্স কার্ড দেয়া হয়েছে। এর মধ্যে ৭৬ জন করদাতা ট্যাক্স কার্ড পেয়েছেন আর প্রতিষ্ঠান ৬৫টি।
# আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ দিবস
# রোহিঙ্গা-সংকট কাটাতে বৈশ্বিক সহায়তা চায় বাংলাদেশ।
# বায়ুদূষণ রোধে ভারতের রাজধানী নয়াদিল্লিতে সব ধরনের আতশবাজি বিক্রির ওপর নিষেধাজ্ঞা জারি দেশটির সুপ্রিম কোর্টের।
২৬ নভেম্বর:
# পাকিস্তানকে সিন্ধুর এক ফোঁটা পানিও দেব না: ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
# ২০১৫ সালে বাংলাদেশে সরাসরি বৈদেশিক বিনিয়োগ ছিল ২২৩.৬০ কোটি মার্কিন ডলার।
# বিশ্বব্যাংকের সহযোগিতায় নাটোরের লালপুরে হচ্ছে দেশের প্রথম খাদ্য প্রক্রিয়াজাত শিল্পাঞ্চল।
২৭ নভেম্বর
# এএইচএফ কাপ হকিতে টানা তৃতীয়বারের মতো শিরোপা জিতেছে বাংলাদেশ। ফাইনালে শ্রীলঙ্কাকে ৩-০ গোলে হারায় তারা।
# পাকিস্তানের নতুন সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল কামার জাভেদ বাজওয়া।
# সাত বছরে স্থানীয় বিনিয়োগ থেকে ১৯ লাখ কর্মসংস্থান।
২৮ নভেম্বর
# মিয়ানমারের রাখাইন রাজ্য থেকে গত এক মাসে কক্সবাজারের টেকনাফ ও উখিয়ায় অনুপ্রবেশ করেছে প্রায় নয় হাজার রোহিঙ্গা। তারা আশ্রয় নিয়েছে মূলত টেকনাফের লেদা ও উখিয়ার কুতুপালংয়ে দুটি অনিবন্ধিত রোহিঙ্গা শিবিরে।
# প্রধাণত তিনটি কারণে রোহিঙ্গারা দেশ ছাড়ছে: আয়রোজগার বন্ধু, দমন-পীড়ন ও ভিটেবাড়ি থেকে উচ্ছেদ।
২৯ নভেম্বর
# নিজ নিজ দেশের রাষ্ট্রীয় নীতিতে পানিসম্পর্কিত বিষয়কে অগ্রাধিকার দিতে বিশ্বনেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। হাঙ্গেরির রাজধানী বুদাপেস্টে গত সোমবার ‘বুদাপেস্ট পানি সম্মেলন ২০১৬’-এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান।
# কলম্বিয়ার মেদেইনে ব্রাজিলের একটি ফুটবল ক্লাবের খেলোয়াড়দের বহনকারী উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে অন্তত ৭৬ জনের মৃত্যু হয়েছে। মেদেলিন শহরের বাইরে কেরো গর্দো পার্বত্য এলাকায় বিমানটি বিধ্বস্ত হয়। বলিভিয়ার চার্টার এয়ারলাইনস লামিয়ায় এলএমআই ২৯৩৩ ফ্লাইটে ৭২ জন যাত্রী ও ৯ জন ক্রু ছিলেন। আরোহীদের মধ্যে কেবল পাঁচজনকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে। ভাড়া করা ওই উড়োজাহাজে ব্রাজিলের শাপেকোইনস ক্লাবের ফুটবলাররা ছিলেন।
৩০ নভেম্বর
# রিজার্ভের চুরি যাওয়া বাকি অর্থ ফেরত দেবে না ফিলিপাইনের রিজাল কমার্শিয়াল ব্যাংকি করপোরেশন। ব্যাংকটির পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, বাংলাদেশ ব্যাংকের অবহেলার কারণেই রিজার্ভের অর্থ বের করে নেয়া হয়েছে।
# চিত্রশিল্পী কাইয়ুম চৌধুরীর দ্বিতীয় মৃত্যুবার্ষিকী।
# মহা ভাজিরলংকর্নই হতে যাচ্ছেন থাইল্যান্ডের পরবর্তী রাজা। দেড় মাস আগে ৮৮ বছর বয়সে থাইল্যান্ডের রাজা ভূমিবল আদুলিয়াদেজের মৃত্যু হয়।
# অন্য যেকোনো মহাদেশের তুলনায় এশিয়ায় মাথাপিছু পানির পরিমাণ সবচেয়ে কম।
কোর্সটি স্টাডিপ্রেসের স্পেশাল প্রোগ্রাম। এই কোর্সে অংশ নিতে হলে বর্তমান পেইড ইউজারদের নতুন করে পে করতে হবে।
৩৮তম বিসিএস প্রিলি কোর্স:
১। বিসিএস’র সিলেবাস অনুযায়ী দৈনিক ক্লাস।
২। নিয়মিত মডেল টেস্ট।
৩। প্রিলির পড়াতেই লিখিত পরীক্ষার প্রস্তুতি।
৪। মিসটেক ও রিভিউ লিস্ট।
৫। আগের বিসিএস পরীক্ষার প্রশ্ন ও নির্ভুল সমাধান (হিন্টস সহ)।
৬। ২৪/৭ সাপোর্ট।
৭। নিয়মিত কারেন্ট অ্যাফেয়ার্স আপডেট।
৮। প্রতিদিন দশটি করে নতুন শব্দ (ইংরেজি)।
৯। ডেইল স্টার এডিটরিয়ালের অনুবাদ।
১০। প্রতিদিন বাংলা থেকে (সম্পাদকীয়) ইংরেজি অনুবাদ।
****কোর্সটি সম্পূর্ণ অনলাইনভিত্তিক।
StudyPress-এ রেজিস্ট্রেশন করবেন যেভাবে--
-- প্রথমে, www.studypress.org -এই অ্যাড্রেসে যান।
-- তারপর, (Sign up Now)-এ Click করুন।
-- এবার, আপনার (email ID), (Mobile number) এবং নিজের পছন্দের (password) লিখুন।
- এবার, (সাইন আপ) -এ ক্লিক করুন।
∎আমাদের যোগাযোগ করতে পারবেন ৩ (তিন) ভাবে-
১। সরাসরি কথা বলুন-(01917-777021)
২। StudyPress ফেসবুক পেইজে ইনবক্স করুন অথবা,
৩। ওয়েবসাইটের অন-লাইন চ্যাট অপশনটি ব্যবহার করুন।
∎আমাদের বিশেষজ্ঞ শিক্ষক আপনার প্রশ্নের উত্তর দিতে প্রস্তুত 24/7
# কোর্সের ফি দিতে পারবেন আমাদের ওয়েবসাইট থেকে অনলাইন পেমেন্টে র মাধ্যমে অথবা বিকাশের মাধ্যমে। 01917-777021 আমাদের বিকাশ নাম্বার।