Studypress News
কারেন্ট অ্যাফেয়ার্স কুইজ: ৩০ নভেম্বর, ২০১৬
30 Nov 2016
# হিরোস স্কয়ার কোথায় অবস্থিত?
উ: বুদাপেস্টে।
# বাংলাদেশের উচ্চ পর্যায়ের কোনো নেতা হিসেবে হাঙ্গেরি সফর করেন কে?
উ: প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
# অন্য যেকোনো মহাদেশের তুলনায় কোন মহাদেশে মাথাপিছু পানির পরিমাণ সবচেয়ে কম?
উ: এশিয়ায়।
# চলতি ২০১৬-১৭ সালের বাজেটে আয়কর খাত থেকে কত শতাংশ রাজস্ব আহরণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে?
উ: ৩৫.৪১ শতাংশ
# জাতীয় রাজস্ব বোর্ড গঠন করা হয় কবে?
উ: ১৯৭২ সালে।
# আয়কর অধ্যাদেশ ও আয়কর বিধিমালা প্রবর্তন করা হয় কবে?
উ: ১৯৮৪ সালে।
# করদাতা সনাক্তকরণ নম্বর (টিআইএন) ব্যবস্থার প্রবর্তন করা হয় কবে?
উ: ১৯৯৩ সালে। বাংলাদেশে
# বাংলাদেশে e-TIN এর প্রবর্তন করা হয় কবে?
উ: ২০১৩ সালে।
৫৭০০০ শিক্ষার্থী চাকুরীর প্রস্তুতি নিতে স্টাডিপ্রেস (www.studypress.org) ব্যবহার করছেন।
স্টাডিপ্রেসে আপনি পাচ্ছেন এমন কিছু সুবিধা যা অন্য কোথাও পাবেন না।স্টাডিপ্রেসে প্রস্তুতি নিন এবং নিজেকে যাচাই করে নিন।
এখানে আপনি পাবেন –
- বিসিএস, এমবিএ, ব্যাংক, সরকারি চাকুরী, শিক্ষক নিবন্ধন এর সিলেবাস অনুযায়ী অধ্যায়ভিত্তিক আলোচনা ও প্রশ্ন।
- আগের সব পরীক্ষার প্রশ্ন ও উত্তর।
-মিস্টেক লিস্ট যা আপনার ভুল শুধরে নিতে সাহায্য করবে।
- আপনার প্রোগ্রেস, যা দেখে আপনি সিদ্ধান্ত নিতে পারেন কি কি পড়া বাকি আছে।
- আপনার স্ট্যাটিস্টিক, যা দেখে বুঝবেন আপনার প্রস্তুতি কেমন হচ্ছে।
- নিয়মিত মডেল টেস্ট।
- নিয়মিত কারেন্ট আফেয়ার্স আপডেট।
- সার্বক্ষণিক অনলাইন ও ফোন সাপোর্ট।
∎StudyPress-এ রেজিস্ট্রেশন করবেন যেভাবে--
-- প্রথমে, www.studypress.org -এই অ্যাড্রেসে যান।
-- তারপর, (Register)-এ Click করুন।
-- এবার, আপনার (email ID), (Mobile number) এবং নিজের পছন্দের (password) লিখুন।
- এবার, (সাইন আপ) -এ ক্লিক করুন।
Or, স্টাডিপ্রেসে আপনার রেজিস্ট্রেশন করা আছে কিন্তু "পাসওয়ার্ড " ভুলে গেছেন। তাহলে আপনার "ই-মেইল" ও "মোবাইল নম্বর" studypress FB page -এ Message পাঠান। নতুন পাসওয়ার্ড দেওয়া হবে।
∎আমাদের যোগাযোগ করতে পারবেন ৩ (তিন) ভাবে-
১। সরাসরি কথা বলুন-(০১৯১৭-৭৭৭০২১)
২। StudyPress ফেসবুক পেইজে ইনবক্স করুন অথবা,
৩। ওয়েবসাইটের অন-লাইন চ্যাট অপশনটি ব্যবহার করুন।
∎আমাদের বিশেষজ্ঞ শিক্ষক আপনার প্রশ্নের উত্তর দিতে প্রস্তুত 24/7
স্টাডিপ্রেসে আপনি পাচ্ছেন বিগত বছরের ব্যাংক নিয়োগ পরীক্ষার প্রশ্ন ও নির্ভুল সমাধান