Studypress News
ব্যাংক নিয়োগ পরীক্ষার প্রস্তুতি
28 Nov 2016
# How many bits comprise a unit of a Unicode? (Agrani Bank Officer 2011)
1)Screen only
2)keyboard only
3)screen and keyboard*
4)screen, keyboard and connectivity to the computer in use
5)screen, keyboard, connectivity to the computer in use and data processors
# Number 29 is 10 percent of what number? (Bangladesh Bank AD 2008)
1)87
2)270
3)269
4)249
5)290*
0% of the number is 29
100% of the number is 29*100/10
= 290
# What fraction of an hour clapeses between 11:40 p.m. and 12.20 a.m.? (Janata Bank AEO 2011)
1)@@2/3
2)1/2
3)4/5
4)1/6
5) None of them
12.20-11.40=40
40/60=2/3
# A basket of apples __________ been sold. (Sonali Bank Senior Officer 2014)
1)Have
2)has*
3)having
4)haven’t
# বাংলা এবং মৈথালী ভাষার সমন্বয়ে যে ভাষার সৃষ্টি হয়েছে তার নাম কি? (Bangladesh Krishi Bank 2015- Officer)
1)মাগধী
2)অসমিয়া
3)মরমিয়া
4)ব্রজবুলি*
5)কোনটিই নয়
ব্রজবুলি মধ্যযুগীয় বাংলা সাহিত্যের দ্বিতীয় কাব্যভাষা বা উপভাষা। ব্রজবুলি মূলত এক ধরনের কৃত্রিম মিশ্রভাষা। মৈথিলি ও বাংলার মিশ্রিত রূপ হলো ব্রজবুলি ভাষা। মিথিলার কবি বিদ্যাপতি (আনু. ১৩৭৪-১৪৬০) এর উদ্ভাবক। তাঁর পদের ভাব ও ভাষার অনুসরণে বাংলা, উড়িষ্যা ও আসামে পঞ্চদশ শতাব্দীর শেষ ভাগে ব্রজবুলি ভাষার সৃষ্টি হয়। পদগুলিতে রাধাকৃষ্ণের ব্রজলীলা বর্ণিত হওয়ায় এর নাম হয়েছে ব্রজবুলি অর্থাৎ ব্রজ অঞ্চলের ভাষা। অবশ্য এই পদগুলি তখন ব্রজধামে ব্যাপকভাবে প্রচলিত ছিল বলেও একে ব্রজবুলি বলা হতো। এর উৎপত্তি বিদ্যাপতির হাতে হলেও পরিপুষ্টি হয়েছে বাঙালি কবিদের হাতে। উল্লেখ, প্রাচীন ভারতবর্ষের ব্রজভূমি (অধুনা উত্তর প্রদেশ) অঞ্চলে ব্রজভাষা নামের একটি ভাষা রয়েছে। ধারণা করা হয় বৃন্দাবনের রাধাকৃষ্ণ সম্ভবত সে ভাষায়ই কথা বলত
বাংলাদেশ ব্যাংকের Bankers' Selection Committee(BSC)- এর অধীনে Sonali , Janata, Agrani, Rupali & Krishi Bank-এর বিভিন্ন পদে প্রায় ৭,০০০-এর অধিক কর্মকর্তা নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।
∎প্রতিটা পদের জন্য আবেদন করেছে প্রায় ২ লক্ষ প্রতিযোগি।
∎আপনার প্রস্তুতি কেমন?
∎পড়ালেখার কোন বিকল্প নেই।
∎কিন্তু কি পড়বেন এবং কিভাবে প্রস্তুতি নিবেন?
∎কিছু পরামর্শ -
১। প্রথমে, যে ব্যাংকে আবেদন করেছেন সেই ব্যাংকের বিগত সালের প্রতিটা প্রশ্ন মনোযোগ সহকারে সমাধান করা। তাহলে, আপনি বুঝতে পারবেন কি কি প্রশ্ন আসে এবং প্রশ্ন কোথায় থেকে আসে।
২। প্রতিটি বিষয় যেমন: বাংলা, ইংরেজি, গণিত, সাধারণ জ্ঞান(বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয়াবলী), কম্পিটার, দৈনন্দিন বিজ্ঞান ও মানসিক দক্ষতা আলাদা আলাদা ভাবে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে পড়ে নিন।
৩। অন্য প্রতিযোগীর চেয়ে আপনাকে আলাদা করে গড়ে তুলতে হলে ইংরেজি ও গণিতের উপর বেশি করে জোর দিন।
৪। ক্যালকুলেটর ছাড়া অংক করতে শিখুন।
৫। বর্তমান সময়ে ঘটে যাওয়া সকল খবর সংক্ষেপে নিজের সংগ্রহে রাখতে হবে।
৬। পর্যাপ্ত মডেল টেস্ট দিয়ে আপনার প্রস্তুতির অবস্থা পরখ করে নিন।
∎ব্যাংকার হওয়ার সকল উপকরণ পাচ্ছেন স্টাডিপ্রেসে (www.studypress.org)
∎Sonali, Janata, Agrani, Rupali & Krishi Bank -সহ (সকল সরকারি ও বেসরকারি ব্যাংকের) বিগত সকল পরীক্ষার প্রশ্নের নির্ভুল সমাধান।
∎নিচের Subject -সমূহ পড়তে পারবেন ও পরীক্ষা দিতে পারবেন-
--Aptitude
--English
--Mathematics
--Bangla
--General Knowledge(Bangladesh & International)
--Computer Knowledge
--Daily Science
--Banking
∎Current World-এ : সমসাময়িক খবর পড়তে পারবেন একঝলকে।
∎প্রতিটি পরীক্ষার আগে পর্যাপ্ত মডেল টেস্ট দেওয়ার সু-ব্যবস্থা থাকে।
∎StudyPress-এ রেজিস্ট্রেশন করবেন যেভাবে--
-- প্রথমে, www.studypress.org -এই অ্যাড্রেসে যান।
-- তারপর, (Register)-এ Click করুন।
-- এবার, আপনার (email ID), (Mobile number) এবং নিজের পছন্দের (password) লিখুন।
- এবার, (সাইন আপ) -এ ক্লিক করুন।
Or, স্টাডিপ্রেসে আপনার রেজিস্ট্রেশন করা আছে কিন্তু "পাসওয়ার্ড " ভুলে গেছেন। তাহলে আপনার "ই-মেইল" ও "মোবাইল নম্বর" studypress FB page -এ Message পাঠান। নতুন পাসওয়ার্ড দেওয়া হবে।
∎আমাদের যোগাযোগ করতে পারবেন ৩ (তিন) ভাবে-
১। সরাসরি কথা বলুন-(০১৯১৭-৭৭৭০২১)
২। StudyPress ফেসবুক পেইজে ইনবক্স করুন অথবা,
৩। ওয়েবসাইটের অন-লাইন চ্যাট অপশনটি ব্যবহার করুন।
∎আমাদের বিশেষজ্ঞ শিক্ষক আপনার প্রশ্নের উত্তর দিতে প্রস্তুত 24/7