Studypress News

গণপূর্ত অধিদপ্তর: অফিস সহকারী ২০১৬ (গণিত)

28 Nov 2016

১. একটি চাকার পরিধি  ৫ মিটার। ৮০ কিঃমি যেতে চাকাটি কতবার ঘুরবে?

 

১৬///১৬০///১৬০০///@@১৬০০০

 

২. ৭৫ টাকায় ১৫ টি কলম কিনে ৯০ টাকায় বিক্রয় করলে শতকরা কত লাভ হবে?

 

১৬%///১৮%///@@২০%///২৫%

 

৩. a+b=5 ও a-b=3 হলে a2-b2 এর মান কত?

 

5///8///@@15///12

 

৪. ১  টি মেশিন ১ ঘন্টায় ৩০ টি প্যাকেট বানালে। ৬ মিনিটে কয়টি প্যাকেট বানাবে?

@@৩///৫///১৫///২০

 

৫. একজন ঠিকাদার কাজের ৯ ভাগের ৫ অংশ সমাধান করল।  অপর ঠিকাদার আরো এক তৃতীয়াংশ সম্পন্ন করলে আর কত বাকি রইল?

@@১/৯///৪/৯///৮/৯///২/৩

 

৬. আয়তাকার বাগানের দীর্ঘ ২৩ মিটার প্রস্থ ১৭ মিটার হলে  বাগানটির পরিসীমা কত ?

 

৪০///@@৮০///৩৯১///৪০০

 

 

৭. নিচের কোন সংখ্যাটি ৮ দ্বারা নিঃশেষে বিভাজ্য নয় ?

৭৪৪///৬৪৮///৪৭২///@@১৫৬

 

৮. ১৫ জন লোক একটি কাজ ৪২ দিনে করতে পারে। ওই কাজটি  ১৮ দিনে শেষ করতে কত জন লোক লাগবে ?

 

৩০///৩২///৩৩///@@@৩৫

 

৯. নিচের কোনটি মৌলিক সংখ্যা নয় ?

 

১৩///২৩///২৯///@@৩৯

 

১০. একটি গাড়ি ৩ ঘন্টায় ১২ কি.মি. গেলে ২ ঘণ্টায় কত মিটার যাবে?

 

৪///৪০০০////৮///@@@৮০০০

 

১১. একটি গাড়ি-২৭০ টকায় বিক্রি করতে ক্রমূল্যের ওপর ১০% ক্ষতি হলে ক্রয়মূল্য কত?

 

২৯৭///২৪৩///২৭৭///@@৩০০

 

১২. দুটি রাশির অনুপাত ৭:১২। উত্তর রাশি ৯৬ হলে পূর্বরাশি। কত ?

 

৪৯///৫৪///@@৫৬///৬০

 

১৩. ত্রিভুজের তিন কোণের সমষ্টি = ?

 

এক সমকোন///@@দুই সমকোন///তিন সমকোন///চার সমকোণ

 

১৪. কবির সাহেব ১০% সরল সুদে ৭০০ টাকা এবং৫% সরল সুদে ৩০০ টাকা বিনিয়োগ করলে এক বছর পর তিনি মোট কত সুদ পাবেন?

 

১৩৫///১৫০///৯০///২২৫

 

সঠিক উত্তর ৮৫

 

১৫. একটি  ঘড়ি দুপুর ১টার সময় একবার বাজে, ২টির সময় দুইবার থাকে। ঘড়িটি ২৪ ঘন্টায় মোট কতবার বাজাবে?

৭৮///১৩৬///@@১৫৬///১৯৬

৫৭০০০ শিক্ষার্থী চাকুরীর প্রস্তুতি নিতে স্টাডিপ্রেস (www.studypress.org) ব্যবহার করছেন। 

স্টাডিপ্রেসে আপনি পাচ্ছেন এমন কিছু সুবিধা যা অন্য কোথাও পাবেন না।স্টাডিপ্রেসে প্রস্তুতি নিন এবং নিজেকে যাচাই করে নিন। 

এখানে আপনি পাবেন –

- বিসিএস, এমবিএ, ব্যাংক, সরকারি চাকুরী, শিক্ষক নিবন্ধন এর সিলেবাস অনুযায়ী অধ্যায়ভিত্তিক আলোচনা ও প্রশ্ন।

- আগের সব পরীক্ষার প্রশ্ন ও উত্তর।

-মিস্টেক লিস্ট যা আপনার ভুল শুধরে নিতে সাহায্য করবে।

- আপনার প্রোগ্রেস, যা দেখে আপনি সিদ্ধান্ত নিতে পারেন কি কি পড়া বাকি আছে।

- আপনার স্ট্যাটিস্টিক, যা দেখে বুঝবেন আপনার প্রস্তুতি কেমন হচ্ছে।

- নিয়মিত মডেল টেস্ট।

- নিয়মিত কারেন্ট আফেয়ার্স আপডেট।

- সার্বক্ষণিক অনলাইন ও ফোন সাপোর্ট।

∎StudyPress-এ রেজিস্ট্রেশন করবেন যেভাবে--

-- প্রথমে, www.studypress.org -এই অ্যাড্রেসে যান।

-- তারপর, (Register)-এ Click করুন।

-- এবার, আপনার (email ID), (Mobile number) এবং নিজের পছন্দের (password) লিখুন।

- এবার, (সাইন আপ) -এ ক্লিক করুন।

Or, স্টাডিপ্রেসে আপনার রেজিস্ট্রেশন করা আছে কিন্তু "পাসওয়ার্ড " ভুলে গেছেন। তাহলে আপনার "ই-মেইল" ও "মোবাইল নম্বর" studypress FB page -এ Message পাঠান। নতুন পাসওয়ার্ড দেওয়া হবে।

∎আমাদের যোগাযোগ করতে পারবেন ৩ (তিন) ভাবে-

১। সরাসরি কথা বলুন-(০১৯১৭-৭৭৭০২১)

২। StudyPress ফেসবুক পেইজে ইনবক্স করুন অথবা,

৩। ওয়েবসাইটের অন-লাইন চ্যাট অপশনটি ব্যবহার করুন।

∎আমাদের বিশেষজ্ঞ শিক্ষক আপনার প্রশ্নের উত্তর দিতে প্রস্তুত 24/7

স্টাডিপ্রেসে আপনি পাচ্ছেন বিগত বছরের ব্যাংক নিয়োগ পরীক্ষার প্রশ্ন ও নির্ভুল সমাধান