Studypress News
গণপূর্ত অধিদপ্তর: অফিস সহকারী ২০১৬ (বাংলা)
28 Nov 2016
১. গীতাঞ্জলি কার রচিত গ্রন্থঃ
মাইকেল মধুসূদন দত্ত///@@রবীন্দ্রনাথ ঠাকুর///সত্যেন্দ্রনাথ দত্ত /// কাজী নজরুল ইসলাম
২. ফল পাকলে মরে যায় এমন গাছ
বনস্পতি///আগাছা///@@ওষধি /// পরগাছা
৩. কোন শব্দটি ‘অমৃত' শব্দের বিপরীতার্থক শব্দ ?
মৃত///@@গরল///তিক্ত///সরল
৪. কোনটি অশ্বের ডাক?
ক্রেকার///বৃংহতি///বুকুন///@@হ্রেষা
৫. কোন লেখক মুসলিম নারী জাগরণের অগ্রদূত?
সুফিয়া কামাল///@@বেগম রোকেয়া/// সেলিনা হোসেন /// বেগম শামসুন্নাহার
৬. হাতে আসা-এর যথার্থ অর্থ -
@@আয়ত্তে আসা///প্রভাবাধীন///দক্ষত///বোধগম্যতা
৭. 'একাদশে বৃহস্পতি' বলতে কী বোঝায় ?
বিরাট আয়োজন///গুরুত্বহীন কথা///হঠাৎ গরিব হওয়া ///@@সৌভাগ্যের বিষয়
৮. "আকাশ’ শব্দের সমার্থক কোনটি ?
@@অম্বর///অবনী///পাবক///ভূধর
৯. শুদ্ধ বানান কোনটি ?
শুশ্রসা///@@শূন্য///প্রনয়ণ/// মুহুরত
১০. Civil societyএর পরিভাষা কী ?
সভ্য সমাজ///বেসামরিক সমাজ///@@সুশীল সমাজ /// ভদ্র সমাজ
১১. বাংলা বর্ণমালায় মোট বর্ণ কতটি ?
১১///৩৯///৫১///@@৫০
১২. নিচের কোন শব্দটি ভিন্নার্থক?
জলধি//সিন্ধু///@@প্রবাহিনী///সমুদ্র
১৩. নিচের কোনটি অর্ধ-তৎসম শব্দ?
গিন্নি///গঞ্জ///@@হস্ত///তসবি
১৪. পথের দাবি উপন্যাসের রচয়িতা কে?
@শরৎচন্দ্র চট্টোপাধ্যায়///মানিক বন্দ্যোপাধ্যায়///সত্যেন সেন///সুকান্ত ভট্টাচার্য
১৫. গৃহী শব্দের বিপরীতার্থক শব্দ-
সংসারী///সংস্থিতি///@সন্ন্যাসী
১৬. নিচের কোন বানানটি শুদ্ধ ?
পিপিলিকা///@@পিপীলিকা///পীপিলিকা /// পিপিলীকা
১৭. ভাষা-আন্দোলন বিষয়ক উপন্যাস কোনটি ?
@@আরেক ফাল্গুন/// জীবন ঘষে আগুন///নন্দিত নরকে ///পিঙ্গল আকাশ
১৮. 'পার হইয়া' এর চলতি রূপ কোনটি ?
পেরিয়ে///@@পার হয়ে///পার হইয়্যা ///পরিয়ে
১৯. 'কোমল' এর বিপরীত শব্দ কোনটি?
নম্র///@@কর্কশ///মদন ///ভালো
২০. "বায়স’ শব্দের অর্থ কী?
বয়সী///@@কাক///কোকিল///বৃদ্ধি
৫৭০০০ শিক্ষার্থী চাকুরীর প্রস্তুতি নিতে স্টাডিপ্রেস (www.studypress.org) ব্যবহার করছেন।
স্টাডিপ্রেসে আপনি পাচ্ছেন এমন কিছু সুবিধা যা অন্য কোথাও পাবেন না।স্টাডিপ্রেসে প্রস্তুতি নিন এবং নিজেকে যাচাই করে নিন।
এখানে আপনি পাবেন –
- বিসিএস, এমবিএ, ব্যাংক, সরকারি চাকুরী, শিক্ষক নিবন্ধন এর সিলেবাস অনুযায়ী অধ্যায়ভিত্তিক আলোচনা ও প্রশ্ন।
- আগের সব পরীক্ষার প্রশ্ন ও উত্তর।
-মিস্টেক লিস্ট যা আপনার ভুল শুধরে নিতে সাহায্য করবে।
- আপনার প্রোগ্রেস, যা দেখে আপনি সিদ্ধান্ত নিতে পারেন কি কি পড়া বাকি আছে।
- আপনার স্ট্যাটিস্টিক, যা দেখে বুঝবেন আপনার প্রস্তুতি কেমন হচ্ছে।
- নিয়মিত মডেল টেস্ট।
- নিয়মিত কারেন্ট আফেয়ার্স আপডেট।
- সার্বক্ষণিক অনলাইন ও ফোন সাপোর্ট।
∎StudyPress-এ রেজিস্ট্রেশন করবেন যেভাবে--
-- প্রথমে, www.studypress.org -এই অ্যাড্রেসে যান।
-- তারপর, (Register)-এ Click করুন।
-- এবার, আপনার (email ID), (Mobile number) এবং নিজের পছন্দের (password) লিখুন।
- এবার, (সাইন আপ) -এ ক্লিক করুন।
Or, স্টাডিপ্রেসে আপনার রেজিস্ট্রেশন করা আছে কিন্তু "পাসওয়ার্ড " ভুলে গেছেন। তাহলে আপনার "ই-মেইল" ও "মোবাইল নম্বর" studypress FB page -এ Message পাঠান। নতুন পাসওয়ার্ড দেওয়া হবে।
∎আমাদের যোগাযোগ করতে পারবেন ৩ (তিন) ভাবে-
১। সরাসরি কথা বলুন-(০১৯১৭-৭৭৭০২১)
২। StudyPress ফেসবুক পেইজে ইনবক্স করুন অথবা,
৩। ওয়েবসাইটের অন-লাইন চ্যাট অপশনটি ব্যবহার করুন।
∎আমাদের বিশেষজ্ঞ শিক্ষক আপনার প্রশ্নের উত্তর দিতে প্রস্তুত 24/7
স্টাডিপ্রেসে আপনি পাচ্ছেন বিগত বছরের ব্যাংক নিয়োগ পরীক্ষার প্রশ্ন ও নির্ভুল সমাধান