Studypress News

গণপূর্ত অধিদপ্তর: অফিস সহকারী ২০১৬ (সাধারণ জ্ঞান)

28 Nov 2016

১. কোন দুই মাস নিয়ে হেমন্ত ঋতু  হয় ?

ভাদ্র-আশ্বিন///আশ্বিন-কাতিক///@@কার্তিক-অগ্রহায়ণ///ফাল্গুন -চৈত্র

২. মুজিবনগর দিবস কবে পালন করা হয়

১৫ ডিসেম্বর///১৪ ডিসেম্বর///১৯ ডিসেম্বর///@@১৭ এপ্রিল

৩. দেশের একমাত্র পুলিশ একাডেমি কেন্দ্র অবস্থিত?

ঢাকা///@@রাজশাহী///খুলনা///সিলেট

৪. ভানুসিংহ ঠাকুর কার ছদ্মনাম

দীনবন্ধু মিত্র//@@/রবীন্দ্রনাথ ঠাকুর///প্রমথ চৌধুরী///জীবনানন্দ দাশ

৫. ১৯৯৯ সালে একদিনের বিশ্বকাপ ক্রিকেট কোন দেশে অনুষ্ঠিত হবে?

ওয়েস্ট ইন্ডিজ///@@ইংল্যান্ড///দক্ষিন আফ্রিকা///ভারত

৬. বিশ্বের শীর্ষ চা উৎপাদনকারী দেশ কোনটি ?

@@ চীন///ভারত///যুক্তরাষ্ট্র///জাপান

৭. আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি- গানটির সুরকার কে?

আপেল মাহমুদ।///আবদুল গাফফার চৌধুরী///@@আলতাফ মাহমুদ///দেবু ভট্টাচার্য

৮. বাংলাদেশের জাতীয় খেলা কোনটি ?

ফুটবল///@@ কাবাডি///ক্রিকেট /// বোঁচি

৯. নিচের কোনটি দ্বীপদেশ ?

আফগানিস্তান ///লিবিয়া///@@ শ্রীলঙ্কা /// নেপাল

১০. সার্কের (SAARC) সদর দপ্তর কোথায় অবস্থিত ?

দিল্লি///ঢাকা///কলম্বো///@@কাঠমুন্ডু

১১. মুক্তিযুদ্ধে ঢাকা কত নম্বর সেক্টরের অন্তর্গত ছিল ?

৩///@@২///৪///৫

১২. বাঙালি জাতীয়তাবাদের ভিত্তি কোনটি?

ধর্মীয় ঐক্য///ভাতৃত্ব///@@ঐক্য ও সংহতি///শৃঙ্খলাবোধ

১৩. জাতীয় পতাকার দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত কত?

৩ঃ২///৪ঃ৩///@@৫ঃ৩///৫ঃ৪

১৪. তিস্তা বাধ কোন জেলায় অবস্থিত ?  

পঞ্চগাঁও ///ঠাকুরগাঁও///@@লালমনিরহাট/// দিনাজপুরآ

১৫. শিল্পী জয়নুল আবেদীনের সংগ্রহশালাটি কোথায় ।

ঢাকায়/// রাজশাহীতে ///@@ময়মনসিংহে /// চট্টগ্রামে

১৬. বাংলাদেশের সরকার প্রধানকে কী বলা হয়?

রাষ্ট্রপতি///@@প্রধানমন্ত্রী///প্রধান বিচারপতি///স্পিকার

১৭. BRICS’-এর সদস্য নয় কোন দেশ ?

রাশিয়া///@@দক্ষিণ কোরিয়া///চিন///ভারত

১৮.. বাংলাদেশের খরস্রোতা নদী -

পদ্মা///মেঘনা///@@কর্ণফুলি///যমুনা

১৯, মাদার তেরেসা কোন দেশে জন্মগ্রহণ করেন

ভারত///আলজেরিয়া///@@আলবেনিয়া///ফ্রান্স

২০. ইউরোপীয় বণিকদের মধ্যে করা প্রথমে বাংলায় এসেছিল

ইংরেজ///ওলন্দাজ///ফরাসি///@@পর্তুগিজ

৫৭০০০ শিক্ষার্থী চাকুরীর প্রস্তুতি নিতে স্টাডিপ্রেস (www.studypress.org) ব্যবহার করছেন। 

স্টাডিপ্রেসে আপনি পাচ্ছেন এমন কিছু সুবিধা যা অন্য কোথাও পাবেন না।স্টাডিপ্রেসে প্রস্তুতি নিন এবং নিজেকে যাচাই করে নিন। 

এখানে আপনি পাবেন –

- বিসিএস, এমবিএ, ব্যাংক, সরকারি চাকুরী, শিক্ষক নিবন্ধন এর সিলেবাস অনুযায়ী অধ্যায়ভিত্তিক আলোচনা ও প্রশ্ন।

- আগের সব পরীক্ষার প্রশ্ন ও উত্তর।

-মিস্টেক লিস্ট যা আপনার ভুল শুধরে নিতে সাহায্য করবে।

- আপনার প্রোগ্রেস, যা দেখে আপনি সিদ্ধান্ত নিতে পারেন কি কি পড়া বাকি আছে।

- আপনার স্ট্যাটিস্টিক, যা দেখে বুঝবেন আপনার প্রস্তুতি কেমন হচ্ছে।

- নিয়মিত মডেল টেস্ট।

- নিয়মিত কারেন্ট আফেয়ার্স আপডেট।

- সার্বক্ষণিক অনলাইন ও ফোন সাপোর্ট।

∎StudyPress-এ রেজিস্ট্রেশন করবেন যেভাবে--

-- প্রথমে, www.studypress.org -এই অ্যাড্রেসে যান।

-- তারপর, (Register)-এ Click করুন।

-- এবার, আপনার (email ID), (Mobile number) এবং নিজের পছন্দের (password) লিখুন।

- এবার, (সাইন আপ) -এ ক্লিক করুন।

Or, স্টাডিপ্রেসে আপনার রেজিস্ট্রেশন করা আছে কিন্তু "পাসওয়ার্ড " ভুলে গেছেন। তাহলে আপনার "ই-মেইল" ও "মোবাইল নম্বর" studypress FB page -এ Message পাঠান। নতুন পাসওয়ার্ড দেওয়া হবে।

∎আমাদের যোগাযোগ করতে পারবেন ৩ (তিন) ভাবে-

১। সরাসরি কথা বলুন-(০১৯১৭-৭৭৭০২১)

২। StudyPress ফেসবুক পেইজে ইনবক্স করুন অথবা,

৩। ওয়েবসাইটের অন-লাইন চ্যাট অপশনটি ব্যবহার করুন।

∎আমাদের বিশেষজ্ঞ শিক্ষক আপনার প্রশ্নের উত্তর দিতে প্রস্তুত 24/7

স্টাডিপ্রেসে আপনি পাচ্ছেন বিগত বছরের ব্যাংক নিয়োগ পরীক্ষার প্রশ্ন ও নির্ভুল সমাধান