Studypress News
সাধারণ বীমা কর্পোরেশন: জুনিয়র অফিসার ২০১৬ (গণিত)
24 Nov 2016
১.নিচের কোন সংখ্যাটি ২ এবং ৭ দ্বারা বিভাজ্য?
ক.৩৬৫
খ.৩৬২
গ.৩৬১
ঘ.৩৬৪
উত্তর: ঘ
২.৩০ থেকে ৮০ এর মধ্যাবর্তী বৃহত্তম ও ক্ষুদ্রতম মৌলিক সংখ্যার ব্যবধান কত?
ক.৩৫
খ.৪২
গ.৪৮
ঘ.৫৫
উত্তর: গ
৩.কোন সংখ্যা হতে ১৭৫ বিয়োগ করে ১৩০ যোগ করলে যোগফল ২৯৭ হবে?
ক.৬০২
খ.২৫২
গ.৩৪২
ঘ.২৯৭
উত্তর: গ
৪.এক গ্যালন = কত লিটার?
ক.৩.৫
খ.৪
গ.৪.৫৫
ঘ.৫
উত্তর:গ
৫.কোন ক্ষুদ্রতম সংখ্যাকে ৪,৫,৬ দিয়ে ভাগ করলে প্রত্যেকবার ৩ অবশিষ্ট থাকে?
ক.৩৩
খ.৪৩
গ.৫৩
ঘ.৬৩
উত্তর: ঘ
৬.২৪৫০ সংখ্যাটিকে কত দ্বারা গুণ করলে সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা হবে?
ক.২
খ.৫
গ.৭
ঘ.১১
উত্তর্: ক
৭.16^2x+3 = 4 ^3x+6 হলে x = ?
ক.-৩
খ.১
গ.০
ঘ.-১
উত্তর: গ
৮.কোনো আসল ২০ বছরে সুদে - মূলে দ্বিগুণ হলে কত বছরে সুদে-মূলে তিনগুণ হবে?
ক.৩০ বছরে
খ.২৫ বছরে
গ.৪০ বছরে
ঘ.৬০ বছরে
উত্তর: গ
৯.একটি সুষম দশভুজের প্রতিটি কোণ হবে-
ক.সূক্ষ্মকোণ
খ.প্রবৃদ্ধকোণ
গ.সমকোণ
ঘ.স্থুল কোণ
উত্তর: ঘ
১০.দুটি ত্রিভুজের মধ্যে কোন উপাদানগুলো সমান হওয়া সত্ত্বেও ত্রিভুজ দু’টি সর্বসম না ও হতে পারে?
ক.দুই বাহু ও অন্তর্ভুক্ত কোণ
খ.দুই কোণ ও এক বাহু
গ.তিন কোণ
ঘ.তিনবাহু
উত্তর: গ
৫৭০০০ শিক্ষার্থী চাকুরীর প্রস্তুতি নিতে স্টাডিপ্রেস (www.studypress.org) ব্যবহার করছেন।
স্টাডিপ্রেসে আপনি পাচ্ছেন এমন কিছু সুবিধা যা অন্য কোথাও পাবেন না।স্টাডিপ্রেসে প্রস্তুতি নিন এবং নিজেকে যাচাই করে নিন।
এখানে আপনি পাবেন –
- বিসিএস, এমবিএ, ব্যাংক, সরকারি চাকুরী, শিক্ষক নিবন্ধন এর সিলেবাস অনুযায়ী অধ্যায়ভিত্তিক আলোচনা ও প্রশ্ন।
- আগের সব পরীক্ষার প্রশ্ন ও উত্তর।
-মিস্টেক লিস্ট যা আপনার ভুল শুধরে নিতে সাহায্য করবে।
- আপনার প্রোগ্রেস, যা দেখে আপনি সিদ্ধান্ত নিতে পারেন কি কি পড়া বাকি আছে।
- আপনার স্ট্যাটিস্টিক, যা দেখে বুঝবেন আপনার প্রস্তুতি কেমন হচ্ছে।
- নিয়মিত মডেল টেস্ট।
- নিয়মিত কারেন্ট আফেয়ার্স আপডেট।
- সার্বক্ষণিক অনলাইন ও ফোন সাপোর্ট।
∎StudyPress-এ রেজিস্ট্রেশন করবেন যেভাবে--
-- প্রথমে, www.studypress.org -এই অ্যাড্রেসে যান।
-- তারপর, (Register)-এ Click করুন।
-- এবার, আপনার (email ID), (Mobile number) এবং নিজের পছন্দের (password) লিখুন।
- এবার, (সাইন আপ) -এ ক্লিক করুন।
Or, স্টাডিপ্রেসে আপনার রেজিস্ট্রেশন করা আছে কিন্তু "পাসওয়ার্ড " ভুলে গেছেন। তাহলে আপনার "ই-মেইল" ও "মোবাইল নম্বর" studypress FB page -এ Message পাঠান। নতুন পাসওয়ার্ড দেওয়া হবে।
∎আমাদের যোগাযোগ করতে পারবেন ৩ (তিন) ভাবে-
১। সরাসরি কথা বলুন-(০১৯১৭-৭৭৭০২১)
২। StudyPress ফেসবুক পেইজে ইনবক্স করুন অথবা,
৩। ওয়েবসাইটের অন-লাইন চ্যাট অপশনটি ব্যবহার করুন।
∎আমাদের বিশেষজ্ঞ শিক্ষক আপনার প্রশ্নের উত্তর দিতে প্রস্তুত 24/7
স্টাডিপ্রেসে আপনি পাচ্ছেন বিগত বছরের ব্যাংক নিয়োগ পরীক্ষার প্রশ্ন ও নির্ভুল সমাধান