Studypress News
সাধারণ বীমা কর্পোরেশন: জুনিয়র অফিসার ২০১৬ (বাংলা)
24 Nov 2016
১. ''যা লাফিয়ে চলে'-এক কথায় বলে?
উলস্ফ///লাফবাজ///দড়াবাজ///@@প্লবগ
২. নারীকে সম্বোধনের ক্ষেত্রে প্রযোজ্য হবে @@কল্যাণীয়েষু///কল্যাণবরেষু///শ্রদ্ধাস্পদেষু///শ্রদ্ধাস্পদেসু
৩. 'Nothing succeeds like success' -এর বঙ্গানুবাদ হলো-
চোর পালালে বুদ্ধি বাড়ে///জীবন থাকলেই আশা থাকবে///@@জলেই জল বাঁধে///চাঁদেও কলঙ্ক আছে
৪. 'আমার গানের মালা আমি করব কারে দান।' -বাক্যটিতে 'কারে' শব্দটি কোন কারকে কোন বিভক্তি?
করণে সপ্তমী///@@কর্মে সপ্তমী///কর্তায় সপ্তমী///অপাদানে সপ্তমী
৫. 'পঞ্চনদ'-কোন সমাস? @@দ্বিগু ///কর্মধারয়///দ্বন্দ্ব///অব্যয়ীভাব
৬. কোন গ্রন্থটি মহাকাব্য? অবকাশ রঞ্জিনী///@@বৃত্রসংহার///বিরহ বিলাপ///বীরাঙ্গনা কাব্য
৭. 'রামগরুড়ের ছানা' কথাটির অর্থ- কাল্পনিক জন্তু///@@গোমড়ামুখো লোক///বোকা///পুরাণোক্ত পাখি
৮. নিচের কোন বানানগুচ্ছ শুদ্ধ?
পিশাচ, শিরোচ্ছেদ, নূপুর///@@পিশাচ, শিরচ্ছেদ, নূপুর///পিচাশ, শিরচ্ছেদ, নুপূর///পিশাচ, শিরোচ্ছেদ, নুপুর
৯. বাংলা সাহিত্যের ভোরের পাখি কে? প্রমথ চৌধুরী///ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর///@@বিহারীলাল চক্রবর্তী///দীনেশচন্দ্র সেন
১০. 'আবোল-তাবোল' কার লেখা: @@সুকুমার রায়///সুকান্ত ভট্টাচার্য///অক্ষয় কুমার বড়াল///সত্যজিৎ রায়
১১. কোনটির আগে স্ত্রীবাচক শব্দ যোগ করে লিঙ্গান্তর করতে হয়? @@কবি///নেতা///দাতা///বাদশা
১২ 'সাহেব' শব্দের বহুবচন কোনটি? সাহেবমন্ডলী///সাহেবসমূহ///সাহেবকূল///@@সাহেবান
১৩. কোন বাগধারাটির অর্থ ভিন্ন? অহিলকুল সম্বন্ধ///@@ঢাকের কাঠি///আদায় কাঁচকলা///দা-কুমড়া
১৪. 'শশাঙ্ক'-এর সমার্থক শব্দ কোনটি? খরগোশ///সমুদ্র///সূর্য///@@চাঁদ
১৫. বাংলা ব্যাকরণ প্রথম রচনা করেন কে? ড. সুনীতি কুমার চট্টোপাধ্যায়///উইলিয়াম কেরী///@@নাথিয়েল ব্রাসি হ্যালহেড///ড. মুহাম্মদ শহীদুল্লাহ
কোর্সটি স্টাডিপ্রেসের স্পেশাল প্রোগ্রাম। এই কোর্সে অংশ নিতে হলে বর্তমান পেইড ইউজারদের নতুন করে পে করতে হবে।
৩৮তম বিসিএস প্রিলি কোর্স:
১। বিসিএস’র সিলেবাস অনুযায়ী দৈনিক ক্লাস।
২। নিয়মিত মডেল টেস্ট।
৩। প্রিলির পড়াতেই লিখিত পরীক্ষার প্রস্তুতি।
৪। মিসটেক ও রিভিউ লিস্ট।
৫। আগের বিসিএস পরীক্ষার প্রশ্ন ও নির্ভুল সমাধান (হিন্টস সহ)।
৬। ২৪/৭ সাপোর্ট।
৭। নিয়মিত কারেন্ট অ্যাফেয়ার্স আপডেট।
৮। প্রতিদিন দশটি করে নতুন শব্দ (ইংরেজি)।
৯। ডেইল স্টার এডিটরিয়ালের অনুবাদ।
১০। প্রতিদিন বাংলা থেকে (সম্পাদকীয়) ইংরেজি অনুবাদ।
****কোর্সটি সম্পূর্ণ অনলাইনভিত্তিক।
StudyPress-এ রেজিস্ট্রেশন করবেন যেভাবে--
-- প্রথমে, www.studypress.org -এই অ্যাড্রেসে যান।
-- তারপর, (Sign up Now)-এ Click করুন।
-- এবার, আপনার (email ID), (Mobile number) এবং নিজের পছন্দের (password) লিখুন।
- এবার, (সাইন আপ) -এ ক্লিক করুন।
∎আমাদের যোগাযোগ করতে পারবেন ৩ (তিন) ভাবে-
১। সরাসরি কথা বলুন-(01917-777021)
২। StudyPress ফেসবুক পেইজে ইনবক্স করুন অথবা,
৩। ওয়েবসাইটের অন-লাইন চ্যাট অপশনটি ব্যবহার করুন।
∎আমাদের বিশেষজ্ঞ শিক্ষক আপনার প্রশ্নের উত্তর দিতে প্রস্তুত 24/7
# কোর্সের ফি দিতে পারবেন আমাদের ওয়েবসাইট থেকে অনলাইন পেমেন্টে র মাধ্যমে অথবা বিকাশের মাধ্যমে। 01917-777021 আমাদের বিকাশ নাম্বার।