Studypress News

সাধারণ বীমা কর্পোরেশন: জুনিয়র অফিসার ২০১৬ (সাধারণ জ্ঞান)

24 Nov 2016

১. সুন্দরবনকে ‘World Heritage Site’ হিসেবে ঘোষনা করেছে-

@@UNESCO///UNICEF///UNDP///UNFPA

২. কোন বিখ্যাত ম্যাগাজিন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে রাজনীতির কবি হিসেবে আখ্যা দিয়েছিল?

টাইম///ইকোনোমিষ্ট///ইকোনোমিক এন্ড পলিটিক্যাল উইকইলি///@@নিউজউইক্   

৩. ‘Global Terrorism Index’ অনুযায়ী বিশ্বে সর্বাপেক্ষা ঝুঁকিপূর্ণ রাষ্ট্র-

সিরিয়া///@@ইরাক///সুদান///সোমালিয়া

৪. বর্তমানে বাংলাদেশে মোট কয়টি বীমা প্রতিষ্ঠান রয়েছে?

৫৭///৭৮///৭৬///৭৫

৫. মোবাইল কমিউনিকেশনে 4G এর ক্ষেত্রে 3G এর তুলনায় অতিরিক্ত বৈশিষ্ট্য কি?

ভয়েস টেলিফোনি///মোবাইল টিভি///@@ব্রডব্যান্ড ইন্টারনেট সুবিধা///ভিডিও কল

৬. বাঙ্গলা মুদ্রাক্ষরের জনক বলা হয় কাকে?

গৌর দাস///@@চার্লস উইল্কিন্স///পঞ্চানন কর্মকার///গঙ্গাকিশোর ভট্টাচার্য

৭. ‘মানব উন্নয়ন সূচক ২০১৫’ র‍্যাংকিংয়ে বিশ্বে প্রথম দেশ কোনটি?

@@নরওয়ে///অস্ট্রেলিয়া///কানাডা///আমেরিকা

৮. ‘বীর প্রতিক’ খেতাবপ্রাপ্ত একমাত্র বিদেশী মুক্তিযোদ্ধা-

@@উইলিয়াম এ এস ওডারল্যান্ড///মার্ক টালি///আন্দ্রে মালরো///এডওয়ার্ড কেনেডি

৯. বাংলাদেশের কোন চিত্রশিল্পী ফ্রান্সের সর্বোচ্চ উপাধি ‘Knight in order of Fine Arts and Humanities’ লাভ করেন?

@@শাহাবুদ্দিন আহমেদ///কামরুল হাসান///এস এম সুলতান///জয়নুল আবেদিন

১০. World Trade Organization (WTO)- এর বর্তমান প্রধানের নাম কি?

বান কি মুন///হারুহিকো কারোদা///@@রবার্তো কার্ভালহো আজেভিদো///ইসমত কসিমভ 

 

 

কোর্সটি স্টাডিপ্রেসের স্পেশাল প্রোগ্রাম। এই কোর্সে অংশ নিতে হলে বর্তমান পেইড ইউজারদের নতুন করে পে করতে হবে।

৩৮তম বিসিএস প্রিলি কোর্স:

১। বিসিএস’র সিলেবাস অনুযায়ী দৈনিক ক্লাস।

২। নিয়মিত মডেল টেস্ট।

৩। প্রিলির পড়াতেই লিখিত পরীক্ষার প্রস্তুতি।

৪। মিসটেক ও রিভিউ লিস্ট।

৫। আগের বিসিএস পরীক্ষার প্রশ্ন ও নির্ভুল সমাধান (হিন্টস সহ)।

৬। ২৪/৭ সাপোর্ট।

৭। নিয়মিত কারেন্ট অ্যাফেয়ার্স আপডেট।

৮। প্রতিদিন দশটি করে নতুন শব্দ (ইংরেজি)।

৯। ডেইল স্টার এডিটরিয়ালের অনুবাদ।

১০। প্রতিদিন বাংলা থেকে (সম্পাদকীয়) ইংরেজি অনুবাদ।

 

****কোর্সটি সম্পূর্ণ অনলাইনভিত্তিক।

StudyPress-এ রেজিস্ট্রেশন করবেন যেভাবে--

-- প্রথমে, www.studypress.org -এই অ্যাড্রেসে যান।

-- তারপর, (Sign up Now)-এ Click করুন।

-- এবার, আপনার (email ID), (Mobile number) এবং নিজের পছন্দের (password) লিখুন।

- এবার, (সাইন আপ) -এ ক্লিক করুন।

 

∎আমাদের যোগাযোগ করতে পারবেন ৩ (তিন) ভাবে-

১। সরাসরি কথা বলুন-(01917-777021)

২। StudyPress ফেসবুক পেইজে ইনবক্স করুন অথবা,

৩। ওয়েবসাইটের অন-লাইন চ্যাট অপশনটি ব্যবহার করুন।

∎আমাদের বিশেষজ্ঞ শিক্ষক আপনার প্রশ্নের উত্তর দিতে প্রস্তুত 24/7

# কোর্সের ফি দিতে পারবেন আমাদের ওয়েবসাইট থেকে অনলাইন পেমেন্টে র মাধ্যমে অথবা বিকাশের মাধ্যমে। 01917-777021 আমাদের বিকাশ নাম্বার।