Studypress News

কারেন্ট অ্যাফেয়ার্স কুইজ: ১৯-২২ নভেম্বর, ২০১৬

23 Nov 2016

# বাংলাদেশের সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে কাজ করা মারিয়া কনসেইসাও কোন দেশের নাগরিক?

উ: পর্তুগাল।

# প্যারিস জলবায়ু চুক্তি বাস্তবায়নের ব্যাপারে সম্মত হয়েছে কতটি রাষ্ট্র?

উ: ১৯৩টি

# নাজিব রাজাক কোন দেশের প্রধানমন্ত্রী?

মালয়েশিয়া।

# তথ্যপ্রযুক্তির বিশ্ব সম্মেলন ‘ওয়ার্ল্ড কংগ্রেস অন ইনফরমেশন টেকনোলজি (ডব্লিউআইসিটি)’ এর ২৫তম আয়োজন কোথায় অনুষ্ঠিত হবে?

২০২১ সালে ঢাকায়

# মাদার তেরেসা আন্তর্জাতিক পুরস্কারে ভূষিত হয়েছেন কে?

বাংলাদেশের ফারাজ আইয়াজ হোসেন।

# অ্যাপেক কি?

উ: প্রশান্ত মহাসাগরীয় অর্থনৈতিক সহযোগিতা সংস্থা: অ্যাপেক।

# নেপাল কবে মাওবাদী বিদ্রোহীদের সাথে শান্তিচুক্তি করেছিল?

উ: ২০০৬ সালে।

# প্রথম দেশ হিসেবে নিজস্ব অর্থায়নে ক্লাইমেট চেঞ্জ তহবিল গঠন করেছে কোনটি?

উ: বাংলাদেশ  

৫৭০০০ শিক্ষার্থী চাকুরীর প্রস্তুতি নিতে স্টাডিপ্রেস (www.studypress.org) ব্যবহার করছেন।  

স্টাডিপ্রেসে আপনি পাচ্ছেন এমন কিছু সুবিধা যা অন্য কোথাও পাবেন না।স্টাডিপ্রেসে প্রস্তুতি নিন এবং নিজেকে যাচাই করে নিন।  

এখানে আপনি পাবেন –

- বিসিএস, এমবিএ, ব্যাংক, সরকারি চাকুরী, শিক্ষক নিবন্ধন এর সিলেবাস অনুযায়ী অধ্যায়ভিত্তিক আলোচনা ও প্রশ্ন।

- আগের সব পরীক্ষার প্রশ্ন ও উত্তর।

-মিস্টেক লিস্ট যা আপনার ভুল শুধরে নিতে সাহায্য করবে।

- আপনার প্রোগ্রেস, যা দেখে আপনি সিদ্ধান্ত নিতে পারেন কি কি পড়া বাকি আছে।

- আপনার স্ট্যাটিস্টিক, যা দেখে বুঝবেন আপনার প্রস্তুতি কেমন হচ্ছে।

- নিয়মিত মডেল টেস্ট।

- নিয়মিত কারেন্ট আফেয়ার্স আপডেট।

- সার্বক্ষণিক অনলাইন ও ফোন সাপোর্ট।

∎StudyPress-এ রেজিস্ট্রেশন করবেন যেভাবে--

-- প্রথমে, www.studypress.org -এই অ্যাড্রেসে যান।

-- তারপর, (Register)-এ Click করুন।

-- এবার, আপনার (email ID), (Mobile number) এবং নিজের পছন্দের (password) লিখুন।

- এবার, (সাইন আপ) -এ ক্লিক করুন।

Or, স্টাডিপ্রেসে আপনার রেজিস্ট্রেশন করা আছে কিন্তু "পাসওয়ার্ড " ভুলে গেছেন। তাহলে আপনার "ই-মেইল" ও "মোবাইল নম্বর" studypress FB page -এ Message পাঠান। নতুন পাসওয়ার্ড দেওয়া হবে।

∎আমাদের যোগাযোগ করতে পারবেন ৩ (তিন) ভাবে-

১। সরাসরি কথা বলুন-(০১৯১৭-৭৭৭০২১)

২। StudyPress ফেসবুক পেইজে ইনবক্স করুন অথবা,

৩। ওয়েবসাইটের অন-লাইন চ্যাট অপশনটি ব্যবহার করুন।

∎আমাদের বিশেষজ্ঞ শিক্ষক আপনার প্রশ্নের উত্তর দিতে প্রস্তুত 24/7 স্টাডিপ্রেসে আপনি পাচ্ছেন বিগত বছরের ব্যাংক নিয়োগ পরীক্ষার প্রশ্ন ও নির্ভুল সমাধান