Studypress News

কোপ-২২ সম্মেলন এর সমাপ্তি হল ।

21 Nov 2016

গত ৭-নভেম্বর থেকে শুরু হওয়া কোপ-২২ সম্মেলন এর সমাপ্তি ঘটল ১৮ নভেম্বর। এবারের সম্মেলনে জলবায়ু শীর্ষ সম্মেলনে ৫৬ জন রাষ্ট্র ও সরকারপ্রধান যোগ দিচ্ছেন। এর মধ্যে ৩৭ জন রাষ্ট্রপ্রধান এবং ১৯ জন সরকারপ্রধান অংশ নিয়েছেন।মরক্কোর মারাকেশে অনুষ্ঠেয় জলবায়ুবিষয়ক আন্তর্জাতিক সম্মেলন ‘কনফারেন্স অব দ্য পার্টিস (কোপ-২২)’ এ যোগ দিতে তিনদিনের সফরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ সোমবার সকালে মরক্কো যাচ্ছেন। সেখানে ৫৮ সদস্যের বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দেন তিনি। জলবায়ুবিষয়ক প্যারিস চুক্তি সম্প্রতি কার্যকর হওয়ায় এবারের জলবায়ু শীর্ষ সম্মেলনের বিশেষ তাৎপর্য রয়েছে।গত বছর প্যারিস চুক্তিতে বাংলাদেশসহ ১৯৭টি দেশ সই করেছিল। এ পর্যন্ত বাংলাদেশসহ ১০৯টি দেশ চুক্তিটি অনু সমর্থন করেছে। চুক্তি কার্যকরের ন্যূনতম আবশ্যকীয় শর্তগুলো পূরণ হওয়ায় গত ৪ নভেম্বর থেকে চুক্তিটি কার্যকর হয়েছে।

গত বছর জলবায়ু পরিবর্তনবিষয়ক কোপ-২১ সম্মেলনে প্যারিস চুক্তি চূড়ান্ত করা হয় এবং এ বছরে ৪ নভেম্বর থেকে এটি কার্যকর হয়। চুক্তি স্বাক্ষরকারী ১৯৭টি দেশের মধ্যে বাংলাদেশসহ ১০৯টি দেশ এতে অনুস্বাক্ষর করেছে। বাংলাদেশই প্রথম দেশ হিসেবে নিজস্ব অর্থায়নে ৪০০ মিলিয়ন ডলারের ক্লাইমেট চেঞ্জ তহবিল গঠন করেছে। 

*  কোপ ( COP) সম্মেলন হল " কনফারেন্স অফ পার্টিস"

*   এটির আয়োজক UNFCCC ( United Nations Climate Change Conferences)

*   UNFCCC এর সাধারণ সভাই  কোপ ( COP) সম্মেলন নামে পরিচিত। 

* ১৯৯৫ সালের এপ্রিলে  জার্মানির বার্লিনে  প্রথম কোপ সম্মেলন হয়। 

* কোপ-২১(২০১৫)  সম্মেলনে ঐতিহাসিক প্যারিস চুক্তি সাক্ষরিত হয়