Studypress News
‘দ্য এনার্জি গ্লোব অ্যাওয়ার্ড-২০১৬: পরিবেশের অস্কার পেল তাজিংডং
18 Nov 2016
বান্দরবানের বেসরকারি সংস্থা তাজিংডংয়ের একটি প্রকল্পবিশ্বের মর্যাদাপূর্ণ পরিবেশবিষয়ক পুরস্কার ‘দ্য এনার্জি গ্লোব অ্যাওয়ার্ড-২০১৬’ পেয়েছে। মরক্কোর মারাক্কেশে বিশ্ব জলবায়ু সম্মেলনে গত ১০ নভেম্বর এই পুরস্কার দেওয়া হয়।
# তাজিংডংয়ের প্রকল্প পুরস্কার পেয়েছে ‘আর্থ’ বিভাগে। সংস্থার ‘সামাজিক অংশগ্রহণে গ্রামীণ সাধারণ বন সংরক্ষণ’ প্রকল্প এই পুরস্কার পেয়েছে। বেসরকারি সংস্থা তাজিংডংয়ের প্রধান কার্যালয় বান্দরবান শহরের উজানীপাড়ার পুরোনো রাজবাড়ি এলাকায়। সংস্থাটি চট্টগ্রামের বিলুপ্তপ্রায় গ্রামীণ বনের (ভিলেজ কমন ফরেস্ট) ঐতিহ্য পুনরুজ্জীবিত করার লক্ষ্যে কাজ করছে।
# এই পুরস্কার দিয়ে থাকে অস্ট্রিয়ার নাগরিক উলফগাং নয়মানের প্রতিষ্ঠিত অলাভজনক সংস্থা এনার্জি গ্লোব ফাউন্ডেশন। ১৯৯৯ সাল থেকে দেওয়া শুরু হয় পরিবেশের ক্ষেত্রে অস্কার হিসেবে খ্যাত এই পুরস্কার।