Studypress News

নেপালে আঘাত হানল শক্তিশালী ভূমিকম্প

27 Apr 2015

হিমালয় কন্যা নেপালে ২৫ এপ্রিল শনিবার বিগত আট দশকের মধ্যে সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। রিখটার স্কেলে ৭ দশমিক ৯ মাত্রার ওই ব্যাপক বিধ্বংসী ভূমিকম্পে হতাহত হয় অসংখ্য মানুষ।নেপালে প্রচুর ঐতিহাসিক ও প্রত্নতাত্ত্বিক স্থাপনাসহ ঘরবাড়ি, দালানকোঠার যে ব্যাপক ক্ষতি হয়েছে, তা পূরণ হবার নয়। ভূতাত্ত্বিক গবেষকদের মতে, আজ থেকে ২৫ মিলিয়ন বছর আগে ভারতের ভূখণ্ড এশিয়া মহাদেশে আছড়ে পড়ে, তার আগে ভারত দ্রুত অপস্রিয়মান শক্ত ভূখণ্ডের ওপর এক পৃথক দ্বীপ ছিল। এই দুটি ল্যান্ড মাসের মধ্যে এখনো সংঘর্ষ হচ্ছে, বছরে দেড় থেকে দুই ইঞ্চি গতিতে এরা ধাক্কা খাচ্ছে। এই শক্তির কারণেই দুনিয়ার সর্বোচ্চ পর্বতমালা হিমালয়ের জন্ম হয়েছে এবং ভয়াবহ ভূমিকম্পের সৃষ্টি হচ্ছে।