Studypress News

কারেন্ট অ্যাফেয়ার্স কুইজ: ১৬ নভেম্বর, ২০১৬

17 Nov 2016

# বীর প্রতীক তারামন বিবি বুদ্ধিপ্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয় কোথায় অবস্থিত?

উ: কুড়িগ্রামের রাজিবপুরে।

# বৈশ্বিক উদ্যোক্তা সূচকে বাংলাদেশের অবস্থান কততম?

উ: ১৩৩তম।

# মার্কিন সংবিধান অনুযায়ী রাষ্ট্রের নির্বাহী ক্ষমতা থাকবে কার হাতে?

উ: প্রেসিডেন্ট।

# সম্প্রতি বাংলাদেশ ব্যাংকের রিজার্ভের চুরি হওয়া অংশের কতটুকু হিসাবে জমা হয়েছে?

উ: ১ কোটি ৫২ লাখ ডলার।

# যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ ব্যাংক অব নিউইয়র্কে রক্ষিত বাংলাদেশ ব্যাংকের রিজার্ভের হিসাব থেকে কত ডলার চুরি হয়?

উ: ১০ কোটি ১০ লাখ ডলার।

# ভারতে কত রুপির নোট বাতিল করা হয়েছে?
উ: ৫০০ ও ১০০০ রুপির নোট।

# স্বাধীন ইন্টারনেট ব্যবহারে বাংলাদেশ কোন শ্রেণীর দেশ?

উ: আংশিক স্বাধীন।

 

৫৭০০০ শিক্ষার্থী চাকুরীর প্রস্তুতি নিতে স্টাডিপ্রেস (www.studypress.org) ব্যবহার করছেন।  

স্টাডিপ্রেসে আপনি পাচ্ছেন এমন কিছু সুবিধা যা অন্য কোথাও পাবেন না।স্টাডিপ্রেসে প্রস্তুতি নিন এবং নিজেকে যাচাই করে নিন।  

এখানে আপনি পাবেন –

- বিসিএস, এমবিএ, ব্যাংক, সরকারি চাকুরী, শিক্ষক নিবন্ধন এর সিলেবাস অনুযায়ী অধ্যায়ভিত্তিক আলোচনা ও প্রশ্ন।

- আগের সব পরীক্ষার প্রশ্ন ও উত্তর।

-মিস্টেক লিস্ট যা আপনার ভুল শুধরে নিতে সাহায্য করবে।

- আপনার প্রোগ্রেস, যা দেখে আপনি সিদ্ধান্ত নিতে পারেন কি কি পড়া বাকি আছে।

- আপনার স্ট্যাটিস্টিক, যা দেখে বুঝবেন আপনার প্রস্তুতি কেমন হচ্ছে।

- নিয়মিত মডেল টেস্ট।

- নিয়মিত কারেন্ট আফেয়ার্স আপডেট।

- সার্বক্ষণিক অনলাইন ও ফোন সাপোর্ট।