Studypress News
মুশফিককে ছাড়িয়ে সবার ওপরে তামিম
03 May 2015

টেস্টে বাংলাদেশের পক্ষে ডাবল সেঞ্চুরির একমাত্র কীর্তি ছিল অধিনায়ক মুশফিকুর রহিমের। ২০১৩ সালে গল টেস্টে শ্রীলংকার বিপক্ষে ঠিক ২০০ করেছিলেন মুশফিক। অধিনায়ককে ছাড়িয়ে টেস্টে বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংসের রেকর্ডটি নিজের করে নিয়েছেন তামিম। রেকর্ড হয়েছে আরও কয়েকটি। তবে রূপকথার উদ্বোধনী জুটিটাই সবচেয়ে বড় কীর্তি। শুধু রেকর্ড নয়, দেশকে একটি বিশ্বরেকর্ড উপহার দিয়েছেন তামিম ও ইমরুল! ৩১২ রানের অনন্য জুটি গড়ে তারা ভেঙ্গে দেন কাউড্রে-পুলার জুটির রেকর্ড।তামিম খেলেছেন ২০৬ রানের এক মহাকাব্যিক ইনিংস।
Important News

Highlight of the week
