Studypress News
৪ নিয়ে যত কথা একত্রে মনে রাখুন
15 Nov 2016
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মনোগ্রামে/জাতীয় প্রতীকে- ৪টি তারকা আছে
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান দিবস -৪ নভেম্বর
জনসংখ্যায় মুসলিম বিশ্বে বাংলাদেশের অবস্থান- ৪র্থ
বাংলাদেশ সংবিধানের মূলনীতি -৪টি (ধর্ম নিরপেক্ষতা, গণতন্ত্র, জাতীয়তাবাদ ও সমাজতন্ত্র)
রাষ্ট্র গঠিত হয় -৪টি উপাদান নিয়ে (জনসমষ্টি, সরকার, নির্দিষ্টি ভূখন্ড ও সার্বভৌমত্ব)
বাংলাদেশে ভূ-উপগ্রহ কেন্দ্রেয় সংখ্যা -৪টি (বেতবুনিয়া, তালিবাবাদ, মহাখালী ও সিলেট)
বঙ্গবন্ধু সেতুর দৈর্ঘ্য -৪.৮ কি.মি.
সিলেট বিভাগে জেলা আছে- ৪টি (সিলেট,মৌলভীবাজার, হবিগঞ্জ ও সুনামগঞ্জ)
মানুষের দেহে শতকরা খনিজ লবণ থাকে -৪ ভাগ রক্তের গ্রপ- ৪টি ( A, B, AB এবং O )
মুক্তিযুদ্ধে অবদানের জন্য বাংলাদেশ রাষ্ট্রীয় পুরস্কার দেয়- ৪টি (বীরশ্রেষ্ঠ, বীরউত্তম, বীরবিক্রম ও বীরপ্রতীক)
বীর প্রতীক সেতারা বেগম মুক্তিযুদ্ধে- ৪ নং সেক্টরে ছিলেন (সিলেট)
দেশে রাষ্ট্রীয় মালিকানাধীন বাণিজ্যিক ব্যাংক- ৪ টি
দেশে সরকারি কৃষি বিশ্ববিদ্যালয় আছে- ৪ টি
বাংলাদেশে কৃষি শুমারী হয়েছে -৪ বার (১৯৭৭,১৯৮৬,১৯৯৭,২০০৮)
বাংলাদেশ ব্যাংকের গভর্নরের মেয়াদকার - ৪ বছর
যুক্তফুন্টে (১৯৫৪) রাজনেতিক দলের সংখ্যা -৪টি (আওয়ামীলীগ, কৃষকশ্রমিক পার্টি,নেজাম এ ইসলাম ও বামপন্থী গণতন্ত্রী)
উৎসব অনুষ্ঠানে জাতীয় সঙ্গীতের - ৪ চরণ বাজানো হয়
কোন দেশের সংবাদপত্রকে বলা হয়- ৪র্থ রাষ্ট্র
প্রধান আসমানী কিতাবের সংখ্যা ৪টি (তাওরাত, যাবুর, ইঞ্জিল ও কুরআন)
আরব ইসরাইল যুদ্ধ এ পর্যন্ত হয় - ৪ বার (১৯৪৮,১৯৫৬,১৯৬৭,১৯৭৩)
মার্কিন যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবস -৪ জুলাই
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের মেয়াদ -৪ বছর
কমনওয়েলথ গেমস/বিশ্বকাপ ফুটবল/বিশ্বকাপ ক্রিকেট অনুষ্ঠিত হয় ৪ বছর পর পর
এশিয়ান গেমস/ অলিম্পিক গেমস অনুষ্ঠিত হয় ৪ বছর পর পর
অব্যয় পদ ৪ প্রকার (সমুচ্চয়ী, অনস্বয়ী, অনুসর্গ ও অনুকার বা ধ্বনাত্নক অব্যয়)
বাংলা স্বরধ্বনিতে হ্রস্বস্বর আছে ৪টি (এ,ঐ, ও, ঔ)
বাংলা বাক্যের শেষে ব্যবহৃত হয় এমন বিরাম চিহ্নের সংখ্যা ৪টি (দাঁড়ি, দুই দাঁড়ি, প্রশ্নবোধক চিহ্ন ও বিস্ময়সূচক চিহ্ন)
তৎসম এবং বাংলা উভয় ক্ষেত্রেই অভিন্ন উপসর্গ রয়েছে -৪টি (সু, বি, নি, আ)
মানুষের হৃদপিন্ড- ৪ প্রকোষ্ঠ বিশিষ্ট ( ডান ও বামঅলিন্দ এবং বাম নিলয়)
পানির ঘণত্ব সবচেয়ে বেশি- ৪ ডিগ্রি সে. তাপমাত্রায়
বায়ুমন্ডলের স্তর - ৪টি (ট্রপোমন্ডল, স্ট্রাটোমন্ডল,মেসোমন্ডল ও তাপমন্ডল)
DNA গঠিত হয় -৪টি উপাদান দিয়ে ( এডিনিন, গুয়ানিন, থায়ামিন ও সাইটোসিন)
৫৭০০০ শিক্ষার্থী চাকুরীর প্রস্তুতি নিতে স্টাডিপ্রেস (www.studypress.org) ব্যবহার করছেন।
স্টাডিপ্রেসে আপনি পাচ্ছেন এমন কিছু সুবিধা যা অন্য কোথাও পাবেন না।স্টাডিপ্রেসে প্রস্তুতি নিন এবং নিজেকে যাচাই করে নিন।
এখানে আপনি পাবেন –
- বিসিএস, এমবিএ, ব্যাংক, সরকারি চাকুরী, শিক্ষক নিবন্ধন এর সিলেবাস অনুযায়ী অধ্যায়ভিত্তিক আলোচনা ও প্রশ্ন।
- আগের সব পরীক্ষার প্রশ্ন ও উত্তর।
-মিস্টেক লিস্ট যা আপনার ভুল শুধরে নিতে সাহায্য করবে।
- আপনার প্রোগ্রেস, যা দেখে আপনি সিদ্ধান্ত নিতে পারেন কি কি পড়া বাকি আছে।
- আপনার স্ট্যাটিস্টিক, যা দেখে বুঝবেন আপনার প্রস্তুতি কেমন হচ্ছে।
- নিয়মিত মডেল টেস্ট।
- নিয়মিত কারেন্ট আফেয়ার্স আপডেট।
- সার্বক্ষণিক অনলাইন ও ফোন সাপোর্ট।