Studypress News

বাংলাদেশের বৃহত্তম, ক্ষুদ্রতম, সর্বোচ্চ ও সর্বনিম্ন

08 Nov 2016

১. বাংলাদেশের বৃহত্তম বাঁধ- কাপ্তাই বাঁধ।

২. বাংলাদেশের বৃহত্তম বিল- চলন বিল।

৩. বাংলাদেশের বৃহত্তম চিনির কল-কেরু এন্ড কোং, দর্শনা, কুষ্টিয়া।

৪. বাংলাদেশের বৃহত্তম পাটকল-আদমজী জুট মিল (নারায়ণগঞ্জ)।

৫. বাংলাদেশের বৃহত্তম রেল স্টেশন-কমলাপুর (ঢাকা)।

৬. বাংলাদেশের বৃহত্তম রেল জংশন-ঈশ্বরদী রেলওয়ে জংশন।

৭. বাংলাদেশের বৃহত্তম মসজিদ-বায়তুল মোকাররম জাতীয় মসজিদ (ঢাকা)।

৮. বাংলাদেশের বৃহত্তম বিমান বন্দর-শাহ জালাল আর্ন্তজাতিক বিমান বন্দর (ঢাকা)।

৯. বাংলাদেশের বৃহত্তম একক বনভূমি-সুন্দরবন।

১০. বাংলাদেশের বৃহত্তম গ্রন্থাগার-সুফিয়া কামাল জাতীয় গণগ্রন্থাগার (ঢাকা)।

১১. বাংলাদেশের বৃহত্তম উদ্যান সোহরাওয়ার্দী উদ্যান (ঢাকা)।

১২. বাংলাদেশের বৃহত্তম পার্ক রমনা পার্ক।

১৩. আয়তনের ভিত্তিতে বাংলাদেশের বৃহত্তম উপজেলা বাঘাইছড়ি (১৯৮১ ব.

কিমি)।

১৪. জনসংখ্যার ভিত্তিতে বাংলাদেশের বৃহত্তম উপজেলা বেগমগঞ্জ, নোয়াখালী।

১৫. বাংলাদেশের ক্ষুদ্রতম থানা সূত্রাপুর ও কোতোয়ালি, ঢাকা (২.৫৯ ব. কিমি)।

১৬. বাংলাদেশের বৃহত্তম জেলা রাঙ্গামাটি (৬১১৬ ব. কিমি)।

১৭. বাংলাদেশের ক্ষুদ্রতম জেলা মেহেরপুর (৭১৬ ব. কিমি)।

১৮. বাংলাদেশের বৃহত্তম বিভাগ চট্টগ্রাম ।

১৯. বাংলাদেশের ক্ষুদ্রতম বিভাগ সিলেট (১২,৫৯৬ ব. কিমি)।

২০. বাংলাদেশের বৃহত্তম দ্বীপ ভোলা (৩৮৬ ব. কিমি)।

২১. বাংলাদেশের বৃহত্তম বিশ্ববিদ্যালয় ঢাকা বিশ্ববিদ্যালয়।

২২. বাংলাদেশের বৃহত্তম কাগজের কল কর্ণফুলী পেপার মিল (চন্দ্রঘোনা, রাঙ্গামাটি)।

২৩. বাংলাদেশের বৃহত্তম সার কারখানা শাহজালাল সার কারখানা (ফেঞ্চুগঞ্জ)।

২৪. বাংলাদেশের বৃহত্তম জাদুঘর ঢাকা জাতীয় জাদুঘর।

২৫. বাংলাদেশের বৃহত্তম চিড়িয়াখানা মিরপুর চিড়িয়াখানা, ঢাকা।

২৬. বাংলাদেশের বৃহত্তম চক্ষু হাসপাতাল চক্ষু হাসপাতাল (চট্টগ্রাম)।

২৭. বাংলাদেশের বৃহত্তম হাসপাতাল ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল।

২৮. বাংলাদেশের বৃহত্তম স্টেডিয়াম বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম।

২৯. বাংলাদেশের বৃহত্তম ব্যাংক বাংলাদেশ ব্যাংক।

৩০. বাংলাদেশের বৃহত্তম সিনেমা হল মনিহার (যশোর)।

৩১. বাংলাদেশের বৃহত্তম কন্টেইনার জাহাজ বাংলার দূত

৩২. বাংলাদেশের বৃহত্তম শহর ঢাকা

৩৩. বাংলাদেশের বৃহত্তম সমুদ্র বন্দর চট্টগ্রাম সমুদ্র বন্দর

৩৪. বাংলাদেশের বৃহত্তম জলবিদ্যুৎ কেন্দ্র কাপ্তাই জলবিদ্যুৎ কেন্দ্র, রাঙ্গামাটি।

৩৫. বাংলাদেশের বৃহত্তম তাপবিদ্যুৎ কেন্দ্র ভেড়ামারা তাপ বিদ্যুৎ কেন্দ্র, কুষ্টিয়া।

৩৬. বাংলাদেশের বৃহত্তম গ্যাসক্ষেত্র তিতাস, ব্রাহ্মণবাড়িয়া

৩৭. বাংলাদেশের বৃহত্তম হোটেল হোটেল সোনারগাঁও, ঢাকা

৩৮. বাংলাদেশের সর্বোচ্চ পর্বত শৃঙ্গ কেওক্রাডং (৩১৭২ ফুট )

৩৯. বাংলাদেশের সর্বোচ্চ পাহাড় গারো পাহাড় (ময়মনসিংহ)

৪০. বাংলাদেশের সর্বোচ্চ বৃক্ষ বৈলাম (প্রায় ৬১ মিটার)

৪১. বাংলাদেশের দীর্ঘতম নদী সুরমা

৪২. বাংলাদেশের প্রশস্ততম নদী যমুনা

৪৩. বাংলাদেশের দীর্ঘতম রেল সেতু হার্ডিঞ্জ ব্রীজ (১৭৯৬ মি.)

৪৪. বাংলাদেশের দীর্ঘতম সড়ক সেতু বঙ্গবন্ধু যমুনা ব্রীজ (৪.৮ কিমি)

৪৫. বাংলাদেশের দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজার (পৃথিবীর মধ্যে দীর্ঘতম)

৪৬. বাংলাদেশের দীর্ঘতম মানুষ পরিমল বর্মন, জিঞ্জিরা, ঢাকা (৮ফুট ৩ ইঞ্চি)

৪৭. বাংলাদেশের সর্বোচ্চ বৃষ্টিপাত লালখান, সিলেট (৩৮৭৭ মিমি)

৪৮. বাংলাদেশের সর্বনিম্ন বৃষ্টিপাত লালপুর, নাটোর

৪৯. বাংলাদেশের উষ্ণতম স্থান রাজশাহীর লালপুর (৪৫.১ ডিগ্রি)

৫০. বাংলাদেশের শীতলতম স্থান সিলেটের শ্রীমঙ্গল (২.৮ ডিগ্রি)

বাংলাদেশের ক্ষুদ্রতম বিভাগ সিলেট

জনসংখ্যার দিক দিয়ে বাংলাদেশের ক্ষুদ্রতম উপজেলা থানচি , বান্দরবান।

সর্বোচ্চ পাহাড় গারো পাহাড়।

৫৬০০০ শিক্ষার্থী চাকুরীর প্রস্তুতি নিতে স্টাডিপ্রেস (www.studypress.org) ব্যবহার করছেন।  

স্টাডিপ্রেসে আপনি পাচ্ছেন এমন কিছু সুবিধা যা অন্য কোথাও পাবেন না।স্টাডিপ্রেসে প্রস্তুতি নিন এবং নিজেকে যাচাই করে নিন।  

এখানে আপনি পাবেন –

- বিসিএস, এমবিএ, ব্যাংক, সরকারি চাকুরী, শিক্ষক নিবন্ধন এর সিলেবাস অনুযায়ী অধ্যায়ভিত্তিক আলোচনা ও প্রশ্ন।

- আগের সব পরীক্ষার প্রশ্ন ও উত্তর।

-মিস্টেক লিস্ট যা আপনার ভুল শুধরে নিতে সাহায্য করবে।

- আপনার প্রোগ্রেস, যা দেখে আপনি সিদ্ধান্ত নিতে পারেন কি কি পড়া বাকি আছে।

- আপনার স্ট্যাটিস্টিক, যা দেখে বুঝবেন আপনার প্রস্তুতি কেমন হচ্ছে।

- নিয়মিত মডেল টেস্ট।

- নিয়মিত কারেন্ট আফেয়ার্স আপডেট।

- সার্বক্ষণিক অনলাইন ও ফোন সাপোর্ট।