Studypress News

কর্মসংস্থান ব্যাংক ২০১৫ (লিখিত-সাধারণ জ্ঞান)

07 Nov 2016

1. Madonna 43 কি?   

একটি চিত্রকর্ম

2. Statue of Peace কোন শহরে অবস্থিত? 

জাপানের নাগাসাকি
 

3. BIMSTEC এর এর পুর্নরুপ কি?

Bay of Bengal Initiative for Multi-Sectoral Technical and Economic Cooperation
 

4. বিশ্বকাপ এ বাংলাদেশ প্রথম কাকে হারায়?

Scotland
 

5. মুজিবনগর এর অর্থমন্ত্রী কে ছিলেন?

ক্যাপ্টেন মনসুর আলী
 

6. একটা ছিদ্রায়িত রাষ্ট্রের নাম লিখ ? 

ইতালি
 

7. BRICS এর দক্ষিণ আমেরিকার দেশ কোনটি?

ব্রাজিল
 

8. PRSP এর পুর্নরুপ কি?

Poverty Reduction Strategy Papers
 

9. মুক্তিযুদ্ধের সময় 'চরমপত্র' কার কন্ঠে রচিত? 

এম আর আক্তার মুকুলের কন্ঠে 
 

10. G-8 এর সর্বশেষ দেশ কোনটি?

রাশিয়া

 

∎ব্যাংকার হওয়ার সকল উপকরণ পাচ্ছেন স্টাডিপ্রেসে (www.studypress.org)

∎Sonali, Janata, Agrani, Rupali & Krishi Bank -সহ (সকল সরকারি ও বেসরকারি ব্যাংকের) বিগত সকল পরীক্ষার প্রশ্নের নির্ভুল সমাধান।

∎নিচের Subject -সমূহ পড়তে পারবেন ও পরীক্ষা দিতে পারবেন-

--Aptitude

--English

--Mathematics

--Bangla

--General Knowledge(Bangladesh & International)

--Computer Knowledge

--Daily Science

--Banking

∎Current World-এ : সমসাময়িক খবর পড়তে পারবেন একঝলকে।

∎প্রতিটি পরীক্ষার আগে পর্যাপ্ত মডেল টেস্ট দেওয়ার সু-ব্যবস্থা থাকে।

∎StudyPress-এ রেজিস্ট্রেশন করবেন যেভাবে--

-- প্রথমে, www.studypress.org -এই অ্যাড্রেসে যান।

-- তারপর, (Register)-এ Click করুন।

-- এবার, আপনার (email ID), (Mobile number) এবং নিজের পছন্দের (password) লিখুন।

- এবার, (সাইন আপ) -এ ক্লিক করুন।

Or, স্টাডিপ্রেসে আপনার রেজিস্ট্রেশন করা আছে কিন্তু "পাসওয়ার্ড " ভুলে গেছেন। তাহলে আপনার "ই-মেইল" ও "মোবাইল নম্বর" studypress FB page -এ Message পাঠান। নতুন পাসওয়ার্ড দেওয়া হবে।

∎আমাদের যোগাযোগ করতে পারবেন ৩ (তিন) ভাবে-

১। সরাসরি কথা বলুন-(০১৯১৭-৭৭৭০২১)

২। StudyPress ফেসবুক পেইজে ইনবক্স করুন অথবা,

৩। ওয়েবসাইটের অন-লাইন চ্যাট অপশনটি ব্যবহার করুন।

∎আমাদের বিশেষজ্ঞ শিক্ষক আপনার প্রশ্নের উত্তর দিতে প্রস্তুত 24/7
স্টাডিপ্রেসে আপনি পাচ্ছেন বিগত বছরের ব্যাংক নিয়োগ পরীক্ষার প্রশ্ন ও নির্ভুল সমাধান