Studypress News
চলে গেলেন ফুটবল বিশ্বকাপ ট্রফির ডিজাইনার সিলভিও গাজ্জানিগা
07 Nov 2016
বিশ্বকাপ ট্রফির ডিজাইনার ইতালির সিলভিও গাজ্জানিগা মারা গেছেন (৩১ অক্টোবর, ২০১৬)। তাঁর বয়স হয়েছিল ৯৫ বছর। ১৯৭০ বিশ্বকাপ জয়ের পর জুলে রিমে ট্রফি নিজেদের করে নিয়েছিল ব্রাজিল। এরপরই নতুন একটা ট্রফির নকশার আহ্বান করে ফিফা। সেখান থেকেই নির্বাচিত হয় গাজ্জানিগার নকশা করা ট্রফি।