Studypress News
সরকারি ও বেসরকারি ব্যাংক নিয়োগ পরীক্ষার প্রস্তুতি নিন একসাথে
07 Nov 2016
অন্য যেকোনো চাকরি থেকে একটু আলাদাই হয়ে থাকে ব্যাংকের চাকরির প্রস্তুতি। তবে, সরকারি অথবা বেসরকারি; একসঙ্গেই নিতে পারেন সব ব্যাংকের নিয়োগ পরীক্ষার প্রস্তুতি।
পরীক্ষা পদ্ধতি, বিষয় ও নম্বর বণ্টনে ভিন্নতা থাকলেও প্রশ্নের ধরণ সাধারণত সব ব্যাংক নিয়োগ পরীক্ষায় একই হয়।
সরকারি ব্যাংকগুলোর নিয়োগ পরীক্ষার ধরণ সাধারণত একই রকম হয়ে থাকে।
তবে, বেসরকারি ব্যাংক নিয়োগ পরীক্ষার প্রশ্নের ধরন একটু আলাদা হয়ে থাকে আর প্রশ্নও হয় তুলনামূলকভঅবে কঠিন।
পরীক্ষা পদ্ধতি:
বেসরকারি ব্যাংক:
বেসরকারি ব্যাংকগুলোর নিয়োগ পরীক্ষা সাধারণত ১০০ নম্বরের হয়। এর মধ্যে ৬০ থেকে ৮৫ নম্বর থাকে এমসিকিউ অংশের জন্য আর ১৫ থেকে ২৫ নম্বর থাকে লিখিত অংশের জন্য।
তবে, কিছু কিছু ব্যাংক তাদের নিয়োগ পরীক্ষায় ২০০ নম্বরের প্রশ্ন করে থাকে। এমসিকিউ অংশে ১০০ ও লিখিত অংশের জন্য ১০০ নম্বর। এমসিকিউ ও লিখিত পরীক্ষা একই দিনে হয়ে থাকে।
সরকারি ব্যাংক:
সরকারি ব্যাংকে এমসিকিউ (প্রিলিমিনারি), লিখিত ও মৌখিক এই তিনধাপে পরীক্ষা হয়ে থাকে।
এমসিকিউ পরীক্ষা হয় ১০০ নম্বরে আর লিখিক পরীক্ষা ২০০ নম্বরে।
ইসলামী ব্যাংক:
আবার বিভিন্ন ইসলামী ব্যাংকের প্রশ্ন পদ্ধতি একটু আলাদা। ইসলামী সংস্কৃতি ও অর্থব্যবস্থার ওপরও প্রশ্ন থাকে।
প্রশ্নের ধরণ:
এমসিকিউ অংশে প্রশ্ন হয় বাংলা, ইংরেজি, গণিত, অ্যানালিটিক্যাল অ্যাবিলিটি, সাধারণ জ্ঞান, বিজ্ঞান, কম্পিউটার ও তথ্যপ্রযুক্তি থেকে।
লিখিত পরীক্ষায় প্রশ্ন থাকে গণিত, ইংরেজি ও অ্যানালিটিক্যাল অ্যাবিলিটি থেকে।
বাংলা
সাধারণত প্রশ্ন আসে বাংলা সাহিত্য ও ব্যাকরণ থেকে।
বাংলা সাহিত্য:
১) বাংলা সাহিত্যের ইতিহাস
২) বাংলা গ্রন্থ ও গ্রন্থকার
৩) মুক্তিযুদ্ধভিত্তিক সাহিত্য
৪) নাটক
৫) গ্রন্থ চরিত্র
৬) পংক্তি ও উদ্ধৃতি
৭) ছদ্মনাম ও উপাধি
৮) বাংলা গান
৯) সাহিত্যে পদক
১০) পত্রিকা ও সাময়িকী
ব্যাকরণ:
১) বাক্য
২) ধ্বনি
৩) শব্দের উৎপত্তি
৪) শব্দ ও প্রকারভেদ
৫) সমার্থক শব্দ
৬) পারিভাষিক শব্দ
৭) বিপরীত শব্দ
৮) বাগধারা
৯) প্রবাদ ও প্রবচন
১০) এক কখায় প্রকাশ
১১) পদ প্রকরণ
১২) সমাস
১৩) সন্ধি
১৪) উপসর্গ
১৫) প্রকৃতি ও প্রত্যয়
১৬) কারক
১৭) লিঙ্গ
১৮) বচন
১৯) অনুসর্গ
২০) বানান
২১) শুদ্ধিকরণ
ইংরেজি
সাধারণত নিচের বিভাগগুলো থেকেই প্রশ্ন আসে।
# Tense
# Sentence
# Synonym
# Antonym
# Preposition
# Parts of Speech
# Correct spelling
# Analogy
# Sentence Correction
# Voice, Narration
# Group Verbs
# Translation
# Fill in the blanks
# Author & Books
গণিত ও অ্যানালিটিক্যাল অ্যাবিলিটি
গণিতে সাধারণত নিচের অধ্যায়গুলো থেকেই প্রশ্ন:
# Number
# Fraction
# LCM & HCF
# Average
# Ratio
# Unitary Method
# Percentage
# Profit & Loss
# Interest
# Speed & Distance
# Age
# Partnership
# Probability
# Permutation & Combination
# General Formula
# Simplification
# Factors
# Set
# Power & Logarithm
# Solution
# Series
# Triangle
# Quadrilateral
# Circles
# Areas & Volumes
# Mental Ability
# Analytical Ability
সাধারণ জ্ঞান
সাধারণত বিভিন্ন গুরুত্বপূর্ণ সংস্থা, রাষ্ট্রব্যবস্থা, রাষ্ট্র ও সরকারপ্রধান, ভৌগোলিক অবস্থান, সম্পদ, বিভিন্ন দেশের মুদ্রা, মুদ্রা বিনিময়নীতি, অর্থনীতি, আর্থিক প্রতিষ্ঠানপ্রধান, ব্যাংকিং ব্যবস্থা, নামের পূর্ণরূপ থেকে প্রশ্ন থাকে। প্রশ্ন আসে সাম্প্রতিক বিষয়াবলি থেকেও।
নিচের বিষয়গুলো আয়ত্ত্ব করুন:
Economic Survey-2016
National Budget 2016-17
Economy of Bangladesh
Geography
Demographic Of Bangladesh
Liberation War of Bangladesh
Parliament
Constitution of Bangladesh
Tribes
Rivers Of Bangladesh
Resources Of Bangladesh
Organizations of Bangladesh
Famous Places in Bangladesh
Famous People of Bangladesh
Sculptures in Bangladesh
Agreements of Bangladesh
Awards in Bangladesh
National Sports
Bangladesh & International Affairs
National Days of Bangladesh
Miscellaneous
Banking & Financial Institutions
UN & other Organizations
International Politics
Countires
Capital City
Currency
Parliament
Wars & Conflicts
Rivers, Fountains, Seas
Continents and Oceans
Deserts,Mountains,Volcanoes
Historical Places
Famous People
Nobel & other Prizes
Sports
Abbreviations & Elaboration
বিজ্ঞান, কম্পিউটার ও তথ্যপ্রযুক্তি
সব ব্যাংকের নিয়োগ পরীক্ষায় কম্পিউটার সম্পর্কিত তথ্য ও দৈনন্দিন বিজ্ঞানের ওপর বেশ কিছু প্রশ্ন করা হয়।
দৈনন্দিন বিজ্ঞান:
# তাপ
# আলো
# বিদ্যুৎ
# শব্দ
# মানবদেহ
# উদ্ভিদ ও প্রাণিবিদ্যা
# খাদ্য ও পুষ্টি
# চিকিৎসাবিজ্ঞান
# মহাকাশ বিজ্ঞান
# পরিবেশ বিজ্ঞান
# ভূগোল
# প্রাকৃতিক ভূগোল
# খনিজ ও মৃত্তিকা
# বায়ুমন্ডল
# যন্ত্রবিদ্যা
কম্পিউটার ও তথ্যপ্রযুক্তি:
# কম্পিউটারের ইতিহাস
# কম্পিউটার সংগঠন
# কম্পিউটার সফটওয়্যার
# সংখ্যা পদ্ধতি ও প্রোগ্রামিং
# নেটওয়ার্ক ও ইন্টারনেট
ইসলামী জ্ঞান
ইসলামী শরিয়াহ্ভিত্তিক ব্যাংকগুলোর নিয়োগ পরীক্ষায় প্রায় ২৫-৩০ নম্বরের প্রশ্ন করা হয় ইসলামী জ্ঞানবিষয়ক। বিশেষ করে আকাইদ, শরিয়ত, আখলাক, পবিত্রতা, নবী-রাসুল ও সাহাবিদের জীবনী, ইসলামী সমাজব্যবস্থা, রাষ্ট্রীয় ব্যবস্থা, ইসলামী অর্থব্যবস্থা, ইসলামী গ্রন্থ ও গ্রন্থকার, কোরআন, হাদিস, মুসলিম কবি, দার্শনিক ও বিজ্ঞানীদের জীবনী ও কর্ম, জিহাদ, আন্দোলন ও সংগঠন প্রভৃতি সম্পর্কে জ্ঞান রাখতে হবে।
মৌখিক পরীক্ষা
ভাইবা বোর্ডেই সিদ্ধান্ত নেয়া হয় প্রার্থীকে নেওয়া হবে কি না। মৌখিক পরীক্ষায় দেখা হয় উপস্থাপন ক্ষমতা, যোগাযোগ দক্ষতা, কনফিডেন্স লেভেল, বডি ল্যাঙ্গুয়েজ, আচরণ, উচ্চারণ, স্মার্টনেস। ভাইভা বোর্ডে মার্জিত পোশাক পরে যেতে হবে। কথা বলতে হবে সুন্দর উচ্চারণে, প্রশ্নের উত্তর দিতে হবে আত্মবিশ্বাসের সঙ্গে।
কোর্সটি স্টাডিপ্রেসের স্পেশাল প্রোগ্রাম। এই কোর্সে অংশ নিতে হলে বর্তমান পেইড ইউজারদের নতুন করে পে করতে হবে।
৩৮তম বিসিএস প্রিলি কোর্স:
১। বিসিএস’র সিলেবাস অনুযায়ী দৈনিক ক্লাস।
২। নিয়মিত মডেল টেস্ট।
৩। প্রিলির পড়াতেই লিখিত পরীক্ষার প্রস্তুতি।
৪। মিসটেক ও রিভিউ লিস্ট।
৫। আগের বিসিএস পরীক্ষার প্রশ্ন ও নির্ভুল সমাধান (হিন্টস সহ)।
৬। ২৪/৭ সাপোর্ট।
৭। নিয়মিত কারেন্ট অ্যাফেয়ার্স আপডেট।
৮। প্রতিদিন দশটি করে নতুন শব্দ (ইংরেজি)।
৯। ডেইল স্টার এডিটরিয়ালের অনুবাদ।
****কোর্সটি সম্পূর্ণ অনলাইনভিত্তিক।
StudyPress-এ রেজিস্ট্রেশন করবেন যেভাবে--
-- প্রথমে, www.studypress.org -এই অ্যাড্রেসে যান।
-- তারপর, (Sign up Now)-এ Click করুন।
-- এবার, আপনার (email ID), (Mobile number) এবং নিজের পছন্দের (password) লিখুন।
- এবার, (সাইন আপ) -এ ক্লিক করুন।
∎আমাদের যোগাযোগ করতে পারবেন ৩ (তিন) ভাবে-
১। সরাসরি কথা বলুন-(01917-777021)
২। StudyPress ফেসবুক পেইজে ইনবক্স করুন অথবা,
৩। ওয়েবসাইটের অন-লাইন চ্যাট অপশনটি ব্যবহার করুন।
∎আমাদের বিশেষজ্ঞ শিক্ষক আপনার প্রশ্নের উত্তর দিতে প্রস্তুত 24/7
# কোর্সের ফি দিতে পারবেন আমাদের ওয়েবসাইট থেকে অনলাইন পেমেন্টে র মাধ্যমে অথবা বিকাশের মাধ্যমে। 01917-777021 আমাদের বিকাশ নাম্বার।