Studypress News
আলোকচিত্রী রাহুল তালুকদারের রানা প্লাজা দুর্ঘটনা নিয়ে তোলা ছবির বিশ্বজয়।
03 May 2015
বাংলাদেশের স্বরণকালের ভয়াবহ রানা প্লাজা ধসের হতাহতের সময় তোলা আলোকচিত্র জিতল সনি পুরস্কার। আলোকচিত্রী রাহুল তালুকদারের রানা প্লাজা দুর্ঘটনা নিয়ে তোলা ছবির সিরিজ ‘ফেডেড হিস্ট্রি অফ দ্য লস্ট’ পুরস্কৃত হয়েছে সনির আন্তর্জাতিক আলোকচিত্র প্রতিযোগিতায়।একই ক্যাটাগরিতে ৮৭ হাজার ছবির সঙ্গে প্রতিযোগিতা করে সেরা নির্বাচিত হয়। রানা প্লাজা ট্র্যাজেডিতে নিখোঁজ শ্রমিকের ছবি-সংবলিত পোস্টার নিয়ে রাহুলের ছবি সিরিজটি মানবসৃষ্ট এই হত্যাযজ্ঞের বিরুদ্ধে বৈশ্বয়িক প্রতিবাদের অনন্য চিত্র।