Studypress News

ব্যাংক নিয়োগ পরীক্ষার প্রস্তুতি: সাধারণ জ্ঞান

04 Nov 2016

সাধারণত বিভিন্ন গুরুত্বপূর্ণ সংস্থা, রাষ্ট্রব্যবস্থা, রাষ্ট্র ও সরকারপ্রধান, ভৌগোলিক অবস্থান, সম্পদ, বিভিন্ন দেশের মুদ্রা, মুদ্রা বিনিময়নীতি, অর্থনীতি, আর্থিক প্রতিষ্ঠানপ্রধান, ব্যাংকিং ব্যবস্থা, নামের পূর্ণরূপ থেকে প্রশ্ন থাকে। প্রশ্ন আসে সাম্প্রতিক বিষয়াবলি থেকেও।

নিচের বিষয়গুলো আয়ত্ত্ব করুন:

Economic Survey-2016
National Budget 2016-17
Economy of Bangladesh
Geography
Demographic Of Bangladesh
Liberation War of Bangladesh
Parliament
Constitution of Bangladesh
Tribes
Rivers Of Bangladesh
Resources Of Bangladesh
Organizations of Bangladesh
Famous Places in Bangladesh
Famous People of Bangladesh
Sculptures in Bangladesh
Agreements of Bangladesh
Awards in Bangladesh
National Sports
Bangladesh & International Affairs
National Days of Bangladesh
Miscellaneous
Banking & Financial Institutions
UN & other Organizations
International Politics
Countires
Capital City
Currency
Parliament
Wars & Conflicts
Rivers, Fountains, Seas
Continents and Oceans
Deserts,Mountains,Volcanoes
Historical Places
Famous People
Nobel & other Prizes
Sports
Abbreviations & Elaboration

কেন স্টাডিপ্রেসে প্রস্তুতি নিবেন:

# উপরের প্রতিটি অধ্যায়ের ব্যাখ্যা স্টাডিপ্রেসে এমনভাবে দেওয়া আছে যাতে করে আপনি খুব সহজেই নিজে নিজে বুঝতে পারেন। যদি কোন কিছু না বুঝতে পারেন তাহলে আমাদের বিশেষজ্ঞ শিক্ষকের সহায়তা নিতে পারবেন যে কোন সময়।

# উপরের অধ্যায়গুলোর মধ্যে কোনটি থেকে ব্যাংক নিয়োগ পরীক্ষায় এ পর্যন্ত কতটি প্রশ্ন এসেছে তার পরিংসংখ্যান রয়েছে। এতে করে আপনি সহজেই বুঝতে পারবেন কোন অধ্যায় গুরুত্বপূর্ণ। যেমন: সংখ্যা থেকে বিভিন্ন ব্যাংক নিয়োগ পরীক্ষায় বিগত বছরগুলোতে মোট ২৯৬টি প্রশ্ন এসেছে।

# প্রতিটি অংকের বিস্তারিত সমাধান।

# যে কোন অধ্যায় আপনার আয়ত্তে চলে আসলে নিজে নিজেই ঐ অধ্যায়ের ওপর মডেল টেস্ট দিতে পারবেন।

# মিসটেক লিস্ট থেকে বুঝে নিতে পারবেন আপনি কোন কোন অধ্যায়ে দুর্বল। সে অধ্যায়গুলোতে জোর দিতে হবে।

# বাংলাদেশ ব্যাংক, সোনালী, অগ্রণী, জনতা, কৃষি ব্যাংক, পূবালী ব্যাংকসহ বিগত বছর গুলোর ১২০টিরও অধিক ব্যাংক নিয়োগ পরীক্ষার প্রশ্ন ও নির্ভুল সমাধান রয়েছে হিন্টস সহ। আপনি চাইলে যে কোন সময় পূর্বের যে কোন ব্যাংক নিয়োগ পরীক্ষার প্রশ্নের ওপর টেস্ট দিতে পারেন।

# রয়েছে অসংখ্য মডেল টেস্ট।

∎StudyPress-এ রেজিস্ট্রেশন করবেন যেভাবে-

-- প্রথমে, www.studypress.org -এই অ্যাড্রেসে যান।

-- তারপর, (Register)-এ Click করুন।

-- এবার, আপনার (email ID), (Mobile number) এবং নিজের পছন্দের (password) লিখুন।

- এবার, (সাইন আপ) -এ ক্লিক করুন।

Or, স্টাডিপ্রেসে আপনার রেজিস্ট্রেশন করা আছে কিন্তু "পাসওয়ার্ড " ভুলে গেছেন। তাহলে আপনার "ই-মেইল" ও "মোবাইল নম্বর" studypress FB page -এ Message পাঠান। নতুন পাসওয়ার্ড দেওয়া হবে।

∎আমাদের যোগাযোগ করতে পারবেন ৩ (তিন) ভাবে-

১। সরাসরি কথা বলুন-(০১৯১৭-৭৭৭০২১)

২। StudyPress ফেসবুক পেইজে ইনবক্স করুন অথবা,

৩। ওয়েবসাইটের অন-লাইন চ্যাট অপশনটি ব্যবহার করুন।

∎আমাদের বিশেষজ্ঞ শিক্ষক আপনার প্রশ্নের উত্তর দিতে প্রস্তুত 24/7