Studypress News

সোনালী ব্যাংক অফিসার ক্যাশ ২০১০: প্রশ্ন ও সমাধান

04 Nov 2016

১. নিচের কোনটি এইডস রোগের ভাইরাস?

উত্তরঃ HIV

Hints: চারটি ইংরেজি শব্দ Acquired Immune Deficiency Syndrom এর সংক্ষিপ্ত রূপ হল AIDS (এইডস)। আবার তিনটি ইংরেজী শব্দ Human Immunodeficiency Virus এর সংক্ষিপ্ত রূপ হল HIV (এইচআইভি)। এইচআইভির কারনে এইডস হয়। কোন রোগ বা সংক্রমণ প্রতিরোধ করার জন্য শরীরের স্বাভাবিক ক্ষমতাকে এইচআইভি ক্রমান্বায়ে ধ্বংস করে দেয়। তাই, এইডস আক্রান্ত ব্যক্তি অতি সহজেই যেকোন রোগে (যেমন: নিউমোনিয়া, যক্ষ্মা, ডায়রিয়া) আক্রান্ত হয়ে পড়ে। চিকিৎসা বিজ্ঞান এইডস এর কোন প্রতিষেধক বা কার্যকর ওষুধ এখনও আবিষ্কার করতে পারেনি।

২. নিচের কোনটি একটি কম্পিউটার ভাইরাস ?

উত্তরঃ CIH

Hints:

SQL (Structured Query Language)

The name "Blu-ray" refers to the blue laser (specifically, a violet laser) used to read the disc.

SPSS Statistics is a software package used for statistical analysis.

CIH, also known as Chernobyl or Spacefiller, is a Microsoft Windows computer virus.

৩. নিচের কোন প্রটোকলটি ইন্টারনেট সংযোগের ক্ষেত্রে সর্বাধিক ব্যবহৃত হয় ?

উত্তরঃ TCP/IP

Hints: TCP/IP stands for Transmission Control Protocol / Internet Protocol. It defines how electronic devices (like computers) should be connected over the Internet, and how data should be transmitted between them.

 

৪. কোন প্রোগ্রামের ভুল বের করাকে কি বলে ?

উত্তরঃ ডিবাগিং

Debugging is the process of finding and resolving bugs or defects that prevent correct operation of computer software or a system.

৫. কোনটি পাখি নয় ?

উত্তরঃ বাদুর

৬. বাকল্যান্ড বাঁধ কোন নদীর তীরে অবস্থিত?

উত্তরঃ বুড়িগঙ্গা

৭. গনপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান দিবস কত তারিখে ?

উত্তরঃ ৪ নভেম্বর

৮. ইউরোপে বেশির ভাগ কোন মুদ্রাটি চালু আছে ?

উত্তরঃ ইউরো

৯. নিচের কোনটি গ্রীন হাউস গ্যাস ?

উত্তরঃ কার্বন ডাই-অক্সাইড

১০. কোনটি ম্যালিরিয়া রোগের জীবানু বহনকারী মশা ?

উত্তরঃ এনোফিলিস

১১. কুতুব মিনার ভারতের কোন শহরে অবস্থিত ?

উত্তরঃ দিল্লী

১২. কত তারিখে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয় ?

উত্তরঃ ১৪ ডিসেম্বর

১৩. নিচের কোনটি লালবাগ দূর্গের অভ্যন্তরে অবস্থিত?

উত্তরঃ পরী বিবির মাজার

১৪. বাংলাদেশের কোন জেলায় সবচেয়ে বেশি পাট উৎপন্ন হয়?

উত্তরঃ রংপুর

১৫. আয়তনের দিক থেকে দক্ষিন এশিয়ার বৃহত্তম দেশ কোনটি ?

উত্তরঃ ভারত

১৬. বাংলাদেশের জাতীয় খেলা কোনটি ?

উত্তরঃ কাবাডি

১৭. আয়তনের দিক থেকে পৃথিবীর সবচেয়ে বড় মহাদেশ কোনটি ?

উত্তরঃ এশিয়া

১৮. ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি বাংলা কত তারিখ ছিল ?

উত্তরঃ ৮ ফাল্গুন

১৯. বার ভূঞার অন্যতম ঈশা খা এর রাজধানী কোথায় ছিল ?

উত্তরঃ সোনারগাঁও

২০. ৮জন লোক একটি কাজ ৬ দিনে করতে পারে। কাজটি ৩ দিনে করতে হলে কতজন নতুন লোক নিয়োগ করতে হবে?

উত্তরঃ ৮ জন

সম্পূর্ণ প্রশ্ন ও সমাধান পেতে রেজিস্ট্রেশন করুন www.studypress.org তে

বাংলাদেশ ব্যাংকের Bankers' Selection Committee(BSC)- এর অধীনে Sonali , Janata, Agrani, Rupali & Krishi Bank-এর বিভিন্ন পদে প্রায় ৭,০০০-এর অধিক কর্মকর্তা নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।

∎প্রতিটা পদের জন্য আবেদন করেছে প্রায় ২ লক্ষ প্রতিযোগি।

∎আপনার প্রস্তুতি কেমন?

∎পড়ালেখার কোন বিকল্প নেই।

∎কিন্তু কি পড়বেন এবং কিভাবে প্রস্তুতি নিবেন?

∎কিছু পরামর্শ -

১। প্রথমে, যে ব্যাংকে আবেদন করেছেন সেই ব্যাংকের বিগত সালের প্রতিটা প্রশ্ন মনোযোগ সহকারে সমাধান করা। তাহলে, আপনি বুঝতে পারবেন কি কি প্রশ্ন আসে এবং প্রশ্ন কোথায় থেকে আসে।

২। প্রতিটি বিষয় যেমন: বাংলা, ইংরেজি, গণিত, সাধারণ জ্ঞান(বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয়াবলী), কম্পিটার, দৈনন্দিন বিজ্ঞান ও মানসিক দক্ষতা আলাদা আলাদা ভাবে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে পড়ে নিন।

৩। অন্য প্রতিযোগীর চেয়ে আপনাকে আলাদা করে গড়ে তুলতে হলে ইংরেজি ও গণিতের উপর বেশি করে জোর দিন।

৪। ক্যালকুলেটর ছাড়া অংক করতে শিখুন।

৫। বর্তমান সময়ে ঘটে যাওয়া সকল খবর সংক্ষেপে নিজের সংগ্রহে রাখতে হবে।

৬। পর্যাপ্ত মডেল টেস্ট দিয়ে আপনার প্রস্তুতির অবস্থা পরখ করে নিন।

∎ব্যাংকার হওয়ার সকল উপকরণ পাচ্ছেন স্টাডিপ্রেসে (www.studypress.org)

∎Sonali, Janata, Agrani, Rupali & Krishi Bank -সহ (সকল সরকারি ও বেসরকারি ব্যাংকের) বিগত সকল পরীক্ষার প্রশ্নের নির্ভুল সমাধান।

∎নিচের Subject -সমূহ পড়তে পারবেন ও পরীক্ষা দিতে পারবেন-

--Aptitude

--English

--Mathematics

--Bangla

--General Knowledge(Bangladesh & International)

--Computer Knowledge

--Daily Science

--Banking

∎Current World-এ : সমসাময়িক খবর পড়তে পারবেন একঝলকে।

∎প্রতিটি পরীক্ষার আগে পর্যাপ্ত মডেল টেস্ট দেওয়ার সু-ব্যবস্থা থাকে।

∎StudyPress-এ রেজিস্ট্রেশন করবেন যেভাবে--

-- প্রথমে, www.studypress.org -এই অ্যাড্রেসে যান।

-- তারপর, (Register)-এ Click করুন।

-- এবার, আপনার (email ID), (Mobile number) এবং নিজের পছন্দের (password) লিখুন।

- এবার, (সাইন আপ) -এ ক্লিক করুন।

Or, স্টাডিপ্রেসে আপনার রেজিস্ট্রেশন করা আছে কিন্তু "পাসওয়ার্ড " ভুলে গেছেন। তাহলে আপনার "ই-মেইল" ও "মোবাইল নম্বর" studypress FB page -এ Message পাঠান। নতুন পাসওয়ার্ড দেওয়া হবে।

∎আমাদের যোগাযোগ করতে পারবেন ৩ (তিন) ভাবে-

১। সরাসরি কথা বলুন-(০১৯১৭-৭৭৭০২১)

২। StudyPress ফেসবুক পেইজে ইনবক্স করুন অথবা,

৩। ওয়েবসাইটের অন-লাইন চ্যাট অপশনটি ব্যবহার করুন।

∎আমাদের বিশেষজ্ঞ শিক্ষক আপনার প্রশ্নের উত্তর দিতে প্রস্তুত 24/7