Studypress News
বিশ্বের সবচেয়ে সুখী দেশ সুইজারল্যান্ড
23 Apr 2015
সাস্টেইন্যাবল ডেভলপমেন্ট সল্যুশন নেটওয়ার্ক (এসডিএসএন) প্রকাশিত বার্ষিক গবেষণা প্রতিবেদনে এ তথ্য প্রকাশ পেয়েছে।তাদের করা ওই বছরের সবচেয়ে সুখী দেশের তালিকায় সুইজারল্যান্ডের পরই আছে আইসল্যান্ড, এরপর যথাক্রমে আছে ডেনমার্ক, নরওয়ে ও কানাডা।এই তালিকানুযায়ী ২০১৪ সালে সবচেয়ে অসুখী ছিল টোগো, বুরুন্ডি, সিরিয়া ও রোয়ান্ডা’র বাসিন্দারা। ২০১২ সালে শুরু হওয়া এই পর্যবেক্ষণে জীবৎকালে স্বাস্থ্যের অবস্থা, সামাজিক নিরাপত্তা, পছন্দের স্বাধীনতা ও মাথাপিছু উৎপাদন বিবেচনা করা হয়। এই সূচকগুলো বছরের বিভিন্ন সময় দেশগুলোতে যে জীবনমান নির্ধারণ করে তাও বিবেচনা করা হয়।ভালোভাবে জীবনধারণ ও সুখের গুরুত্ব তুলে ধরতে জাতিসংঘ সাধারণ পরিষদ ২০১২ সালে আন্তর্জাতিক সুখ দিবসের ঘোষণা দেয়।গবেষণায় দেখা যায়, বিশ্বব্যাপী গড়ে নারীরা পুরুষদের তুলনায় কিছুটা বেশি সুখি, আর তরুণরা বুড়োদের তুলনায় বেশি সুখি।২০১৩ সালে ডেনমার্ক তালিকার শীর্ষে থাকলেও এবার দুই ধাপ অবনমন হয়েছে দেশটির।