Studypress News
শপথ নিলেন ইন্দোনেশিয়ার নতুন প্রেসিডেন্ট উইদোদো
20 Oct 2014

ইন্দেনেশিয়ার নতুন প্রেসিডেন্ট হিসেবে শপথ নিলেন জোকো উইদোদো। ২০১৪ সালে জুলাইয়ে অনুষ্ঠিত প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী হন তিনি। তিনি জকোবি নামেই বেশি জনপ্রিয়।রাজনৈতিক ও সামরিক এলিট শ্রেণীর বাইরের লোক হিসেবে এই প্রথম জার্কাতার সাবেক গভর্নর উইদোদো দেশটির প্রেসিডেন্ট নির্বাচিত হলেন।২০ শে অক্টোবর রাজধানী জাকার্তায় পার্লামেন্ট ভবনে আয়োজিত অনুষ্ঠানে শপথ নেন তিনি।
Important News

Highlight of the week
