Studypress News
কারেন্ট অ্যাফেয়ার্স: অক্টোবর, ২০১৬
01 Nov 2016
১ অক্টোবর
তৃতীয় ও শেষ ম্যাচে আফগানিস্তানকে ১৪১ রানে হারিয়ে সিরিজ জিতে নেয় বাংলাদেশ। টাইগারদের শততম ওয়ানডে জয় এটি।
২ অক্টোবর
# জাতীয় পরিচয়পত্র (স্মার্ট কার্ড) বিতরণ শুরু
সর্বপ্রথম স্মার্ট কার্ড দেওয়া হয়:
প্রথমে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ
দ্বিতীয প্রধানমন্ত্রী শেখ হাসিনা
তৃতীয় মাশরাফি বিন মর্তুজা
জাতীয় পরিচয়পত্র (স্মার্ট কার্ড) বিতরণের ব্র্যান্ড অ্যাম্বাসেডর বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা
সাধারণ নাগরিকদের মধ্যে কার্ড বিতরণ শুরু হবে ৩ অক্টোবর
জাতীয় পরিচয়পত্রে (স্মার্ট কার্ড) পাওয়া যাবে ২২ ধরনের সেবা
জাতীয় পরিচয়পত্র (স্মার্ট কার্ড) এর তথ্যভাণ্ডারে ৩২ ধরনের তথ্য থাকবে
# পাঁচ দশকের রক্তক্ষয়ী সংঘাতের অবসানে ফার্ক গেরিলাদের সঙ্গে ‘ঐতিহাসিক’ শান্তিচুক্তি’ করেছিল কলম্বিয়া সরকার। তবে, চুক্তিটি প্রত্যাখ্যান করেছে দেশটির ভোটাররা।
৩ অক্টাবর
# অর্থনৈতিক প্রবৃদ্ধির ধারা অব্যাহত থাকায় বিশ্ব ব্যাংকের হিসাবে বাংলাদেশে ‘অতিদরিদ্র’ মানুষের সংখ্যা মোট জনগোষ্ঠীর ১২.৯ শতাংশে নেমে এসেছে: বিশ্ব ব্যাংক
# চলতি ২০১৬-১৭ অর্থবছরে বাংলাদেশের মোট দেশজ উৎপাদন (জিডিপি) প্রবৃদ্ধি ৬ দশমিক ৮ শতাংশ হবে বলে পূর্বাভাস দিয়েছে বিশ্বব্যাংক।
# চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন জাপানের ইউশিনোরি ওসুমি
৪ অক্টোবর
# পোস্টাল অপারেশন কাউন্সিলের সদস্য নির্বাচিত হয়েছে বাংলাদেশ
৫ অক্টোবর
# ব্রিটেনের তিন বিজ্ঞানী এ বছর পদার্থবিজ্ঞানে নোবেল পেয়েছেন। এঁরা হলেন ডেভিড জে থাওলেস, ডানকান হ্যালডেন ও মাইকেল কোস্টারলিৎজ। রয়্যাল সুইডিশ একাডেমি অব সায়েন্সেস গতকাল মঙ্গলবার তাঁদের তিনজনের নাম ঘোষণা করে।
# মলিকিউলার মেশিন বা ন্যানোমেশিন উদ্ভাবনের গবেষণার স্বীকৃতি হিসেবে তিন বিজ্ঞানী এবছর রয়ায়নে নোবেল জিতেছেন। বুধবার এ পুরস্কারের জন্য ফ্রান্সের জ্যঁ পিয়েরে সোভাজ, যুক্তরাজ্যের ফ্রেজার স্টুডার্ট এবং নেদারল্যান্ডসের বার্নার্ড এল. ফেরিঙ্গার নাম ঘোষণা করে রয়্যাল সুইডিশ অ্যাকাডেমি অফ সায়েন্স।
# জাতিসংঘের পরবর্তী মহাসচিব হচ্ছেন পর্তুগালের সাবেক প্রধানমন্ত্রী ও জাতিসংঘ শরণার্থীবিষয়ক সংস্থার সাবেক প্রধান আন্তোনিও গুতেরেস। আন্তোনিও গুতেরেস ১৯৯৫ থেকে ২০০২ সাল পর্যন্ত পর্তুগালের প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেন। আর ২০০৫ থেকে ২০১৫ সাল পর্যন্ত ছিলেন জাতিসংঘের শরণার্থীবিষয়ক হাইকমিশনার।
# বিশ্ব শিক্ষক দিবস
৬ অক্টোবর
# হারিকেন ম্যাথিউ: হাইতিতে ২৮৩ জন নিহত
হাইতিতে হারিকেন ম্যাথিউর তাণ্ডবে অন্তত ২৮৩ জন নিহত হয়েছে। অধিকাংশ ক্ষয়ক্ষতি হয়েছে দেশটির দক্ষিণাঞ্চলীয় উপকূল এবং এর আশপাশের শহর ও গ্রামে। হাইতির উপকূলে গত মঙ্গলবার আঘাত হানে ক্যারিবীয় অঞ্চলে গত এক দশকের মধ্যে সবচেয়ে শক্তিশালী হারিকেন ম্যাথিউ।
# ২০১৯ সালে আনুষ্ঠানিকভাবে ইইউ ছাড়তে পারে ব্রিটেন: টেরেসা মে
৭ অক্টোবর
# শান্তিতে নোবেল পেলেন কলম্বিয়ার প্রেসিডেন্ট হুয়ান ম্যানুয়েল সান্তোস
৯ অক্টোবর
# ইয়েমেনের রাজধানী সানায় বিমান হামলায় ১৪০ জনেরও বেশি মানুষ নিহত ও ৫ শতাধিক মানুষ আহত হয়েছেন। একটি শেষকৃত্যানুষ্ঠানে জড়ো হওয়াদের উপর এই হামলা হয়েছে বলে জানিয়েছে বিবিসি। ইয়েমেনের হুতি বিদ্রোহী গোষ্ঠী পরিচালিত সরকারের দাবি সৌদি নেতৃত্বাধীন জোট এই হামলার জন্য দায়ী।
১০ অক্টোবর
# এ বছর অর্থনীতিতে নোবেল পুরস্কার জিতেছেন ব্রিটিশ বংশো্দ্ভূত অর্থনীতিবিদ অলিভার হার্ট এবং আরেকজন ফিনল্যান্ডে জন্ম নেওয়া ম্যাসাচুয়েটস ইন্সটিটিউট অব টেকনোলজি (এমআইটি)র বিশ্ববিদ্যালয়ের অর্থনীতিবিদ বেঙ্গিত হমস্ট্রম। বাজার অর্থনীতির গুরুত্বপূর্ণ ক্ষেত্র হিসেবে কন্ট্রাক্ট থিউরিতে অবদানের জন্য তাঁদের নোবেল পুরস্কার দেওয়া হয়েছে।
# শিল্পী এস এম সুলতানের মৃত্যুবার্ষিকী।
১৩ অক্টোবর
# নোবেল পুরস্কার ২০১৬: সাহিত্যে নোবেল পেলেন যুক্তরাষ্ট্রের বব ডিলান
# বৈশ্বিক ক্ষুধা সূচক ২০১৫-১৬ এ ১৭ ধাপ পিছিয়ে ৯০তম অবস্থানে বাংলাদেশ।
এ বছরের সূচকে বাংলাদেশ পেয়েছে ২৭ দশমিক ১ পয়েন্ট। আর তাই এখনো বাংলাদেশ ভয়াবহ ক্ষুধাকবলিত দেশগুলোর তালিকায় রয়েছে। তবে, বাংলাদেশের পেছনে রয়েছে ভারত ও পাকিস্তান। ভারতের অবস্থান ৯৭তম।
# থাইল্যান্ডের রাজা ভূমিবলের মৃত্যু
বিশ্বে সবচেয়ে দীর্ঘ সময় ধরে রাজত্ব পারিচলনা করা থাই রাজা ভূমিবল আদুলিয়াদেজ মারা গেছেন। তাঁর বয়স হয়েছিল ৮৮ বছর। গত কিছুদিন ধরে রাজা ভুমিবল গুরুতর অসুস্থ অবস্থায় ছিলেন। বৃহস্পতিবার (১৩-১০-২০১৬) রাজপ্রাসাদ থেকে তাঁর মৃত্যুর খবর ঘোষণা করা হয়েছে। ভূমিবল ৭০ বছর ধরে থাইল্যান্ডের রাজার দায়িত্ব পালন করেন। ১৯৪৬ সালে ১৮ বছর বয়সে সিংহাসনে বসেন ভূমিবল। ১৯৪৬ সালে মাত্র ১৮ বছর বয়সে রাজা ভূমিবল থাইল্যান্ডের সিংহাসনে আরোহণ করেন। ভূমিবলের মৃত্যুতে থাইল্যান্ডে নতুন রাজনৈতিক অস্থিরতা তৈরি হতে পারে বলে আশঙ্কা রয়েছে।
# আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস।
১৪ অক্টোবর
# চীনের দ্বিতীয় প্রেসিডেন্ট হিসেবে বাংলাদেশ সফরে আসেন শি জিনপিং।
(# ‘ওয়ান-বেল্ট, ওয়ান রোড’ নীতি ধরে এগিয়ে যাওয়া চীনের সহযোগিতা সম্প্রসারণের অংশ হিসেবে শি জিনপিং য়ের এই ঢাকা সফর।
# ১৯৮৬ সালে চীনের প্রথম রাষ্ট্রপ্রধান হিসেবে বাংলাদেশ সফর করেছিলেন লিশিয়ানইয়ান।)
# শি জিনপিংয়ের ঐতিহাসিক সফর: বাংলাদেশ-চীন ২৭ সমঝোতা স্মারক ও চুক্তি স্বাক্ষর
১৫ অক্টোবর
# ভারতের গোয়ায় শুরু হল ব্রিকস-বিমসটেক সম্মেলন।
১৬ অক্টোবর
# ব্রিকস-বিমসটেকভুক্ত দেশগুলোর মধ্যে ঘনিষ্ঠ সহযোগিতার জন্য সুনির্দিষ্ট তিনটি পন্থা অনুসরণের পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
ব্রিকস-বিমসটেক আউটরিচ সামিটে দেয়া প্রধানমন্ত্রীর এই তিন পরামর্শ হচ্ছে:
(১) মানসম্পন্ন ও টেকসই অবকাঠামো উন্নয়নে গুরুত্ব দেয়া
(২) প্রযুক্তির জন্য বৃহত্তর সহযোগিতা কর্মসূচি চালু
(৩) স্থিতিশীল অর্থনৈতিক প্রবৃদ্ধির লক্ষ্যে সংলাপের প্রক্রিয়া শুরু করা
# বাংলাদেশ সফরে আসেন বিশ্ব ব্যাংক প্রেসিডেন্ট জিম ইয়ং কিম। বাংলাদেশে আন্তর্জাতিক দারিদ্র বিমোচন দিবস পালন করতেই তাঁর এই সফর।
১৭ অক্টোবর
# বাংলাদেশে আন্তর্জাতিক দারিদ্র বিমোচন দিবস পালন করে বিশ্ব ব্যাংক।
# বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট দুই দিনের সফরে সব মিলিয়ে ৩০০ কোটি ডলার সহায়তার নতুন প্রতিশ্রুতি পেল বাংলাদেশ। দেশ সহায়তা কৌশলের (সিএএস) আওতায় যে সহায়তা দেওয়া হয়, এর বাইরে অতিরিক্ত এ অর্থ পাবে বাংলাদেশ। এর মধ্যে শিশুপুষ্টি খাতে ১০০ কোটি ডলার ও জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলার জন্য বাংলাদেশকে ২০০ কোটি ডলার দেয়া হচ্ছে।
# টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অনুযায়ী ২০৩০ সালের মধ্যে বাংলাদেশ সম্পূর্ণ দারিদ্র্যমুক্ত হবে: বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট।
# মোট দেশজ উৎপাদনে (জিডিপি) বেসরকারি খাতের অবদান ৮২ শতাংশ: পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।
১৮ অক্টোবর
# মধ্যম আয়ের দেশে উন্নীত হতে এবং ২০৩০ সালের মধ্যে পুরোপুরি দারিদ্র্য বিমোচন করতে বাংলাদেশকে নানা চ্যালেঞ্জ মোকাবিলা করতে হবে বলে মনে মনে করেন বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট জিম ইয়ং কিম। চ্যালেঞ্জ মোকাবিলায় সফল হতে বাংলাদেশকে তিনি তিনটি খাতে গুরুত্ব দেওয়ার পরামর্শ দিয়েছেন।
১. ব্যবসার পরিবেশ উন্নত করতে নীতি সংস্কার।
২. প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধি করা প্রয়োজন।
৩. শক্তিশালী সুশীল সমাজ গঠন, বিচারব্যবস্থা, রাষ্ট্রায়ত্ত ব্যাংক, কর আদায়, দুর্নীতি দমন কমিশনসহ বিভিন্ন ক্ষেত্রে সুশাসন প্রতিষ্ঠায় জোর প্রদান।
# ডট বাংলা ডোমেইন গ্রাহক পর্যায়ে চালু বিজয় দিবসে।
২০ অক্টোবর:
# জাতীয় প্রেসক্লাব চত্বরে ৩১ তলা বঙ্গবন্ধু মিডিয়া কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
# রামপাল বিদ্যুৎ কেন্দ্র নিয়ে ইউনেস্কোর রিপোর্ট: সুন্দরবনের চার ধরনের ক্ষতির আশংকা
# ২০১৬ সালের সেপ্টেম্বর মাসটি ছিল পৃথিবীর জানা ইতিহাসের সবচেয়ে উষ্ণ মাস।
২১ অক্টোবর
# ২৩ বছর পর আলজেরিয়ায় দূতাবাস চালু করছে বাংলাদেশ
২২ অক্টোবর
# তরুণ বা যুবকদের কর্মসংস্থানে বাংলাদেশের অবস্থান ১৮৩টি দেশের মধ্যে ১৭৭তম।
# রাজনীতি, শিক্ষা, স্বাস্থ্য, নাগরিক কর্মকাণ্ডসহ সব বিষয় যুক্ত করে ১৪৬তম অবস্থান নিয়ে বাংলাদেশের স্থান সূচকের নিচের সারিতে।
# সূচক অনুযায়ী দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে বাংলাদেশের অবস্থান পাকিস্তান ও আফগানিস্তানের চেয়ে ভালো। তবে শ্রীলঙ্কা, মালদ্বীপ, ভুটান, নেপাল ও ভারতের চেয়ে পিছিয়ে।
# শিক্ষা পাওয়া ও শিক্ষামূলক কার্যক্রমে অংশগ্রহণের ক্ষেত্রেও এ দেশের তরুণেরা পিছিয়ে। বাংলাদেশের অবস্থান এ ক্ষেত্রে ১৪৫তম।
# রাজনৈতিক কর্মকাণ্ডে তরুণদের অংশগ্রহণের ক্ষেত্রে অবস্থান ১৪০তম।
# বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর সর্বশেষ শ্রমশক্তি জরিপ অনুযায়ী, দেশে কর্মক্ষম ২৬ লাখ ৩০ হাজার মানুষ বেকার। এর মধ্যে পুরুষ ১৪ লাখ, নারী ১২ লাখ ৩০ হাজার।
২৪ অক্টোবর
# পাটপণ্যে ভারত বাংলাদেশের দ্বিতীয় প্রধান বাজার।
# বাংলাদেশি পাটপণ্যে উচ্চহারে অ্যান্টি-ডাম্পিং শুল্ক আরোপ করতে যাচ্ছে ভারত
# জাতিসংঘ দিবস
# ডিজিটাল ওয়ার্ল্ড পুরস্কার পেয়েছে ব্রি।
# ফ্রান্সের ক্যালে শহরে ‘জাঙ্গল ক্যাম্প’ নামে পরিচিত শরণার্থী শিবির উচ্ছেদ শুরু করেছে কর্তৃপক্ষ।
২৫ অক্টোবর:
# ২০১৫-১৬ অর্থবছরে জিডিপির প্রবৃদ্ধি হার ৭.১১ %।
# বাংলাদেশের মাথাপিছু আয় বর্তমানে ১৪৬৫ ডলার
# দারিদ্রের হার ২৩.২%।
২৬ অক্টোবর
# নারী পুরুষের সমতা প্রতিষ্ঠায় দক্ষিণ এশিয়ায় সবার ওপরে বাংলাদেশ। ১৪৪টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ৭২তম।
# নারীর রাজনৈতিক ক্ষমতায়নে বিশ্বে বাংলাদেশের অবস্থান সপ্তম। ২০০৬ সালে ছিল ১৭তম।
# নারীর স্বাস্থ্যসেবা নিশ্চিত করার ক্ষেত্রে বাংলাদেশের অবস্থান ৯৩তম। গত ১০ বছরে এগিয়েছে ২০ ধাপ।
২৭ অক্টোবর
# বিশ্বব্যাংকের ডুয়িং বিজনেস ২০১৭ প্রতিবেদন: ১৮৯টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ১৭৬
২৮ অক্টোবর
# বীরশ্রেষ্ঠ সিপাহি মোহাম্মদ হামিদুর রহমানের ৪৫তম শাহাদতবার্ষিকী।
# যুক্তরাষ্ট্রের প্রথম লেখক হিসেবে সাহিত্যের সম্মানজনক পুরস্কার ম্যান বুকার জিতেছেন পল বিটি (Paul Beatty)। ‘দ্য সেলআউট’ উপন্যাসের জন্য তাঁকে এই পুরস্কার দেওয়া হয়। উপন্যাসটি আমেরিকার বর্ণবাদী রাজনীতিকে বিদ্রুপ করে লেখা।
২৯ অক্টোবর
# ২০১৫-১৬ অর্থবছরে বাংলাদেশে ২০০ কোটি মার্কিন ডলারের প্রকৃত বিদেশি বিনিয়োগ এসেছে।
# বাংলাদেশে সরাসরি বিদেশি বিনিয়োগে (এফডিআই) ২০১৫-১৬ অর্থবছরে নেতৃত্ব নিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। বিনিয়োগের পরিমাণ ছিল প্রায় ৪৫ কোটি মার্কিন ডলার।
# বাংলাদেশে সরাসরি বিদেশি বিনিয়োগের প্রধান খাত: বস্ত্র ও পোশাক, টেলি-যোগাযোগ ,ব্যাংকিং, গ্যাস ও জ্বালানি, বিদ্যুৎ
৩০ অক্টোবর
# ইংল্যান্ডকে ১০৮ রানে হারিয়ে দুই ম্যাচের টেস্ট সিরিজ ১-১ এ ড্র করে বাংলাদেশ। অভিষেক টেস্ট সিরিজে ১৯ উইকেট নিয়ে সিরিজ সেরার পুরস্কার জেতেন মেহেদী হাসান মিরাজ।
# কলেরার পূর্বাভাসের কৌশল আবিষ্কার করে পুরস্কার পেলেন শফিকুল ইসলাম
কোর্সটি স্টাডিপ্রেসের স্পেশাল প্রোগ্রাম। এই কোর্সে অংশ নিতে হলে বর্তমান পেইড ইউজারদের নতুন করে পে করতে হবে।
৩৮তম বিসিএস প্রিলি কোর্স:
১। বিসিএস’র সিলেবাস অনুযায়ী দৈনিক ক্লাস।
২। নিয়মিত মডেল টেস্ট।
৩। প্রিলির পড়াতেই লিখিত পরীক্ষার প্রস্তুতি।
৪। মিসটেক ও রিভিউ লিস্ট।
৫। আগের বিসিএস পরীক্ষার প্রশ্ন ও নির্ভুল সমাধান (হিন্টস সহ)।
৬। ২৪/৭ সাপোর্ট।
৭। নিয়মিত কারেন্ট অ্যাফেয়ার্স আপডেট।
৮। প্রতিদিন দশটি করে নতুন শব্দ (ইংরেজি)।
৯। ডেইল স্টার এডিটরিয়ালের অনুবাদ।
১০। প্রতিদিন বাংলা থেকে (সম্পাদকীয়) ইংরেজি অনুবাদ।
****কোর্সটি সম্পূর্ণ অনলাইনভিত্তিক।
StudyPress-এ রেজিস্ট্রেশন করবেন যেভাবে--
-- প্রথমে, www.studypress.org -এই অ্যাড্রেসে যান।
-- তারপর, (Sign up Now)-এ Click করুন।
-- এবার, আপনার (email ID), (Mobile number) এবং নিজের পছন্দের (password) লিখুন।
- এবার, (সাইন আপ) -এ ক্লিক করুন।
∎আমাদের যোগাযোগ করতে পারবেন ৩ (তিন) ভাবে-
১। সরাসরি কথা বলুন-(01917-777021)
২। StudyPress ফেসবুক পেইজে ইনবক্স করুন অথবা,
৩। ওয়েবসাইটের অন-লাইন চ্যাট অপশনটি ব্যবহার করুন।
∎আমাদের বিশেষজ্ঞ শিক্ষক আপনার প্রশ্নের উত্তর দিতে প্রস্তুত 24/7
# কোর্সের ফি দিতে পারবেন আমাদের ওয়েবসাইট থেকে অনলাইন পেমেন্টে র মাধ্যমে অথবা বিকাশের মাধ্যমে। 01917-777021 আমাদের বিকাশ নাম্বার।