Studypress News
সোনালী ব্যাংক অফিসার ক্যাশ ২০১০: প্রশ্ন ও সমাধান
31 Oct 2016

১. নিচের কোনটি এইডস রোগের ভাইরাস?
উত্তরঃ HIV
২. নিচের কোনটি একটি কম্পিউটার ভাইরাস ?
উত্তরঃ CIH
৩. নিচের কোন প্রটোকলটি ইন্টারনেট সংযোগের ক্ষেত্রে সর্বাধিক ব্যবহৃত হয় ?
উত্তরঃ TCP/IP
৪. কোন প্রোগ্রামের ভুল বের করাকে কি বলে ?
উত্তরঃ ডিবাগিং
৫. কোনটি পাখি নয় ?
উত্তরঃ বাদুর
৬. বাকল্যান্ড বাঁধ কোন নদীর তীরে অবস্থিত?
উত্তরঃ বুড়িগঙ্গা
৭. গনপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান দিবস কত তারিখে ?
উত্তরঃ ৪ নভেম্বর
৮. ইউরোপে বেশির ভাগ কোন মুদ্রাটি চালু আছে ?
উত্তরঃ ইউরো
৯. নিচের কোনটি গ্রীন হাউস গ্যাস ?
উত্তরঃ কার্বন ডাই-অক্সাইড
১০. কোনটি ম্যালিরিয়া রোগের জীবানু বহনকারী মশা ?
উত্তরঃ এনোফিলিস
১১. কুতুব মিনার ভারতের কোন শহরে অবস্থিত ?
উত্তরঃ দিল্লী
১২. কত তারিখে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয় ?
উত্তরঃ ১৪ ডিসেম্বর
১৩. নিচের কোনটি লালবাগ দূর্গের অভ্যন্তরে অবস্থিত?
উত্তরঃ পরী বিবির মাজার
১৪. বাংলাদেশের কোন জেলায় সবচেয়ে বেশি পাট উৎপন্ন হয়?
উত্তরঃ রংপুর
১৫. আয়তনের দিক থেকে দক্ষিন এশিয়ার বৃহত্তম দেশ কোনটি ?
উত্তরঃ ভারত
১৬. বাংলাদেশের জাতীয় খেলা কোনটি ?
উত্তরঃ কাবাডি
১৭. আয়তনের দিক থেকে পৃথিবীর সবচেয়ে বড় মহাদেশ কোনটি ?
উত্তরঃ এশিয়া
১৮. ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি বাংলা কত তারিখ ছিল ?
উত্তরঃ ৮ ফাল্গুন
১৯. বার ভূঞার অন্যতম ঈশা খা এর রাজধানী কোথায় ছিল ?
উত্তরঃ সোনারগাঁও
২০. ৮জন লোক একটি কাজ ৬ দিনে করতে পারে। কাজটি ৩ দিনে করতে হলে কতজন নতুন লোক নিয়োগ করতে হবে?
উত্তরঃ ৮ জন
সমাধান সহ সবগুলো প্রশ্ন একসাথে পেতে রেজিস্ট্রেশন করুন studypress.org তে।
..............................................................................................................
শিক্ষার্থীদের বিশেষ অনুরোধে বিসিএস প্রিলি কোর্সের ফি সংশোধন: নতুন ফি ৫০০ টাকা
- ভর্তির শেষ তারিখ: ১৫ জানুয়ারি
- কোর্স শুরু: ২০ জানুয়ারি (প্রথম ব্যাচ)
- কোর্সের মেয়াদ: ৪ মাস (১২০ দিন)
- ভর্তি ফি: ৫০০ টাকা
স্টাডিপ্রেসের শিক্ষার্থীদের অসংখ্য অনুরোধে ৩৮তম বিসিএস প্রিলি কোর্সের সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। শিক্ষার্থীদের একেবারে নাগালের মধ্যে রেখেই নতুন ফি নির্ধারণ করা হয়েছে। চার মাসের কোর্সটিতে অংশ নিতে পারবেন মাত্র ৫০০ টাকায়।
কোর্সটি স্টাডিপ্রেসের স্পেশাল প্রোগ্রাম। এই কোর্সে অংশ নিতে হলে বর্তমান পেইড ইউজারদের নতুন করে পে করতে হবে।
৩৮তম বিসিএস প্রিলি কোর্স:
১। বিসিএস’র সিলেবাস অনুযায়ী দৈনিক ক্লাস।
২। নিয়মিত মডেল টেস্ট।
৩। প্রিলির পড়াতেই লিখিত পরীক্ষার প্রস্তুতি।
৪। মিসটেক ও রিভিউ লিস্ট।
৫। আগের বিসিএস পরীক্ষার প্রশ্ন ও নির্ভুল সমাধান (হিন্টস সহ)।
৬। ২৪/৭ সাপোর্ট।
৭। নিয়মিত কারেন্ট অ্যাফেয়ার্স আপডেট।
৮। প্রতিদিন দশটি করে নতুন শব্দ (ইংরেজি)।
৯। ডেইল স্টার এডিটরিয়ালের অনুবাদ।
১০। প্রতিদিন বাংলা থেকে (সম্পাদকীয়) ইংরেজি অনুবাদ।
****কোর্সটি সম্পূর্ণ অনলাইনভিত্তিক।
StudyPress-এ রেজিস্ট্রেশন করবেন যেভাবে--
-- প্রথমে, www.studypress.org -এই অ্যাড্রেসে যান।
-- তারপর, (Sign up Now)-এ Click করুন।
-- এবার, আপনার (email ID), (Mobile number) এবং নিজের পছন্দের (password) লিখুন।
- এবার, (সাইন আপ) -এ ক্লিক করুন।
∎আমাদের যোগাযোগ করতে পারবেন ৩ (তিন) ভাবে-
১। সরাসরি কথা বলুন-(01917-777021)
২। StudyPress ফেসবুক পেইজে ইনবক্স করুন অথবা,
৩। ওয়েবসাইটের অন-লাইন চ্যাট অপশনটি ব্যবহার করুন।
∎আমাদের বিশেষজ্ঞ শিক্ষক আপনার প্রশ্নের উত্তর দিতে প্রস্তুত 24/7
# কোর্সের ফি দিতে পারবেন আমাদের ওয়েবসাইট থেকে অনলাইন পেমেন্টে র মাধ্যমে অথবা বিকাশের মাধ্যমে। 01917-777021 আমাদের বিকাশ নাম্বার।
Important News

Highlight of the week
