Studypress News
নাইজেরিয়ায় রহস্যময় রোগে ১৮ জনের মৃত্যু
19 Apr 2015

নাইজেরিয়ায় রহস্যময় এক রোগে অন্তত ১৮ জন মারা গেছে। দেশটির উত্তর-পূর্বাঞ্চলের এলাকায় অনডো রাজ্যে রোগটি দ্রুত ছড়িয়ে পড়েছে। প্রথমে এটিকে ইবোলার ভাইরাস বলে মনে করা হলেও গবেষকরা জানিয়েছে, এটি ইবোলার ভাইরাস নয়। স্থানীয় স্বাস্থ্য কর্মকর্তা এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থার বিশেষজ্ঞরা এই রোগের কারণ অনুসন্ধানের চেষ্টা চালাচ্ছেন। রহস্যময় এই রোগের লক্ষণ হচ্ছে, এই রোগে আক্রান্ত হলে চোখের দৃষ্টি আবছা বা অস্পষ্ট হয়ে আসে। সেই সঙ্গে থাকে মাথা ব্যথা এবং কিছুক্ষণের মধ্যেই রোগী অজ্ঞান হয়ে যায়।
আক্রান্ত হওয়ার ২৪ ঘণ্টার মধ্যেই রোগীর মৃত্যু হচ্ছে। এই রোগে মস্তিষ্কের কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র বা সেন্ট্রাল নার্ভাস সিস্টেম আক্রান্ত হয় বলে জানিয়েছেন নাইজেরিয়ার স্টেট হেলথ কমিশনার দায়ো আদেয়ানজু।
Important News

Highlight of the week
