Studypress News

কলেরার পূর্বাভাসের কৌশল আবিষ্কার করে পুরস্কার পেলেন শফিকুল ইসলাম

31 Oct 2016

সৌদি আরবভিত্তিক সম্মানজনক পুরস্কার প্রিন্স সুলতান বিন আবদুল আজিজ ইন্টারন্যাশনাল প্রাইজ ফর ওয়াটার (পিএসআইপিডব্লিউ) পেয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন গবেষক অধ্যাপক শফিকুল ইসলাম। কলেরা-বিষয়ক গবেষণায় সাফল্যের জন্য তাঁকে এই পুরস্কার দেওয়া হয়। শফিকুল ইসলাম ও যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব মেরিল্যান্ডের গবেষক রিটা কলওয়েল যৌথভাবে পুরস্কারটি পাচ্ছেন। কৃত্রিম উপগ্রহের মাধ্যমে জলজ পরিবেশের ক্লোরোফিলের তথ্য বিশ্লেষণ করে মাস ছয়েক আগে কলেরার প্রাদুর্ভাবের পূর্বাভাস দেওয়ার কৌশল আবিষ্কার করেন তাঁরা।
শফিকুল ইসলাম বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) থেকে ১৯৮৩ সালে স্নাতক ডিগ্রি অর্জন করেন। পরে তিনি ইউনিভার্সিটি অব মেইন ও এমআইটিতে উচ্চতর শিক্ষা গ্রহণ করেন।


২০০২ সাল থেকে  দুই বছর পরপর প্রিন্স সুলতান বিন আবদুল আজিজ ইন্টারন্যাশনাল প্রাইজ ফর ওয়াটার (পিএসআইপিডব্লিউ)  দেওয়া হচ্ছে। এর প্রবর্তন করেন প্রিন্স সুলতান বিন আবদুল আজিজ আল সৌদ। বিশ্বব্যাপী পানিবিষয়ক গবেষণার মাধ্যমে বিভিন্ন আবিষ্কারের জন্য বিজ্ঞানী ও গবেষকদের স্বীকৃতি জানায় পিএসআইপিডব্লিউ।