Studypress News

দৈনিক পত্রিকার পাতা থেকে ২৯-৩০ অক্টোবর, ২০১৬

31 Oct 2016

# বাল্টিক দেশ তিনটি: লিথুয়ানিয়া, এস্তোনিয়া, লাটভিয়া।

# লিথুয়ানিয়ার রাজধানী ভিলনিয়াস।

# এস্তোনিয়ার রাজধানী তালিন।

# লাটভিয়ার রাজধানী রিগা।

# ২০১৪ সালে রাশিয়া ইউক্রেনের কাছ থেকে ক্রিমিয়া দখল করে নেয়।

# ন্যাটোর মহাসচিব জেনস স্টোলটেনবার্গ।

# ১৯৭৪ সালের জানুয়ারির শেষ দিকে আওয়ামী লীগের সভাপতির পদ ছাড়েন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।

# ১৯৬৬ সাল থেকে তিনি এই দায়িত্বে ছিলেন।

# ১৯৮১ সাল থেকে আওয়ামী লীগের সভাপতির দায়িত্বে আছেন শেখ হাসিনা।

# দেশে বর্তমানে ইন্টারনেট গ্রাহকের সংখ্যা ৬ কোটি ৩২ লাখ।

# টুজির জন্য বাংলাদেশে নির্ধারিত ব্যান্ড হলো ৯০০ ও ১ হাজার ৮০০ মেগাহার্টজ।

# থ্রিজির জন্য নির্ধারিত ব্যান্ড হলো ২ হাজার ১০০ মেগা হার্টজ।

# ২০১৫-১৬ অর্থবছরে বাংলাদেশে ২০০ কোটি মার্কিন ডলারের প্রকৃত বিদেশি বিনিয়োগ এসেছে।

# বাংলাদেশে সরাসরি বিদেশি বিনিয়োগে (এফডিআই) ২০১৫-১৬ অর্থবছরে  নেতৃত্ব নিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। বিনিয়োগের পরিমাণ ছিল প্রায় ৪৫ কোটি মার্কিন ডলার।

# বাংলাদেশে সরাসরি বিদেশি বিনিয়োগের প্রধান খাত: বস্ত্র ও পোশাক, টেলি-যোগাযোগ ,ব্যাংকিং, গ্যাস ও জ্বালানি, বিদ্যুৎ

..........................................................................................................

৫৬০০০ শিক্ষার্থী চাকুরীর প্রস্তুতি নিতে স্টাডিপ্রেস (www.studypress.org) ব্যবহার করছেন।  

স্টাডিপ্রেসে আপনি পাচ্ছেন এমন কিছু সুবিধা যা অন্য কোথাও পাবেন না।স্টাডিপ্রেসে প্রস্তুতি নিন এবং নিজেকে যাচাই করে নিন।  

এখানে আপনি পাবেন –

- বিসিএস, এমবিএ, ব্যাংক, সরকারি চাকুরী, শিক্ষক নিবন্ধন এর সিলেবাস অনুযায়ী অধ্যায়ভিত্তিক আলোচনা ও প্রশ্ন।

- আগের সব পরীক্ষার প্রশ্ন ও উত্তর।

-মিস্টেক লিস্ট যা আপনার ভুল শুধরে নিতে সাহায্য করবে।

- আপনার প্রোগ্রেস, যা দেখে আপনি সিদ্ধান্ত নিতে পারেন কি কি পড়া বাকি আছে।

- আপনার স্ট্যাটিস্টিক, যা দেখে বুঝবেন আপনার প্রস্তুতি কেমন হচ্ছে।

- নিয়মিত মডেল টেস্ট।

- নিয়মিত কারেন্ট আফেয়ার্স আপডেট।

- সার্বক্ষণিক অনলাইন ও ফোন সাপোর্ট।