Studypress News

এক নজরে বাংলাদেশ-ইংল্যান্ড টেস্ট সিরিজ: মিরাজের বিশ্ব রেকর্ড

31 Oct 2016

# প্রথম টেস্ট: ইংল্যান্ড ২২ রানে জয়ী (চট্টগ্রাম)

# দ্বিতীয় টেস্ট: বাংলাদেশ ১০৮ রানে জয়ী (ঢাকা)

# দুই ম্যাচের সিরিজ ১-১ এ ড্র

# ম্যান অব দ্য ম্যাচ: মেহেদী হাসান মিরাজ (১২ উইকেট)

# ম্যান অব দ্য সিরিজ: মেহেদী হাসান মিরাজ (১৯ উইকেট)

# মেহেদী হাসান মিরাজের অভিষেক টেস্ট সিরিজ।

# দুই ম্যাচের টেস্ট সিরিজে বাংলাদেশের হয়ে সবচেয়ে বেশি উইকেট নিয়েছেন মেহেদী হাসান মিরাজ (১৯ উইকেট)

# এক ম্যাচে বাংলাদেশের হয়ে সেরা বোলিং ফিগার মেহেদী হাসান মিরাজের। (১৫৯ রানে ১২ উইকেট)

# দুই ম্যাচের অভিষেক টেস্ট সিরিজে সবচেয়ে বেশি ১৯ উইকেট নিয়েছেন মেহেদী হাসান মিরাজ।আগের রেকর্ডটি ছিল অস্ট্রেলিয়ার জেমস ফেরিসের দখলে। ১৮৮৭ সালে ইংল্যান্ডের বিপক্ষে দুই টেস্টে মোট ১৮ উইকেট নিয়েছিলেন।

# টেস্টে এ পর্যন্ত ৮টি জয় পেয়েছে বাংলাদেশ। জিম্বাবুয়ের বিপক্ষে ৫টি, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ২টি এবং ইংল্যান্ডের বিপক্ষে ১টি। 

কুইজ:

১. বাংলাদেশের হয়ে অভিষেক টেস্ট সিরিজে ম্যান অব সিরিজের পুরস্কার জিতেছেন?

২. দুই ম্যাচের অভিষেক টেস্ট সিরিজে সবেচেয়ে বেশি উইকেট নিয়েছেন কে?

৩. টেস্টে বাংলাদেশের সেরা বোলিং ফিগার কার?

৪. অভিষেক টেস্ট সিরিজে মেহেদী হাসান মিরাজ মোট কত উইকেট নেন?

৫. টেস্টে এ পর্যন্ত কয়টি ম্যাচ জিতেছে বাংলাদেশ?

..........................................................................................................

৫৬০০০ শিক্ষার্থী চাকুরীর প্রস্তুতি নিতে স্টাডিপ্রেস (www.studypress.org) ব্যবহার করছেন।  

স্টাডিপ্রেসে আপনি পাচ্ছেন এমন কিছু সুবিধা যা অন্য কোথাও পাবেন না।স্টাডিপ্রেসে প্রস্তুতি নিন এবং নিজেকে যাচাই করে নিন।  

এখানে আপনি পাবেন –

- বিসিএস, এমবিএ, ব্যাংক, সরকারি চাকুরী, শিক্ষক নিবন্ধন এর সিলেবাস অনুযায়ী অধ্যায়ভিত্তিক আলোচনা ও প্রশ্ন।

- আগের সব পরীক্ষার প্রশ্ন ও উত্তর।

-মিস্টেক লিস্ট যা আপনার ভুল শুধরে নিতে সাহায্য করবে।

- আপনার প্রোগ্রেস, যা দেখে আপনি সিদ্ধান্ত নিতে পারেন কি কি পড়া বাকি আছে।

- আপনার স্ট্যাটিস্টিক, যা দেখে বুঝবেন আপনার প্রস্তুতি কেমন হচ্ছে।

- নিয়মিত মডেল টেস্ট।

- নিয়মিত কারেন্ট আফেয়ার্স আপডেট।

- সার্বক্ষণিক অনলাইন ও ফোন সাপোর্ট।