Studypress News

ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা ২০১৬-ঘ ইউনিট (আন্তর্জাতিক বিষয়াবলি)

28 Oct 2016

১। যে দেশটি ইউরো মুদ্রাঞ্চলের অন্তর্ভুক্ত নয়- সবকটি ( যুক্তরাজ্য, সুইডেন, ডেনমার্ক)

২। জাতিসংঘের পরবর্তী মহাসচিব হচ্ছেন- আন্তোনিও গুতেরেস

৩। আফ্রিকার যে দেশটি দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা সার্ক-এ পর্যবেক্ষক মর্যাদা ভোগ করছে- মরিসাস

৪। তুরস্ক সম্পর্কে সঠিক- এটি ন্যাটো জোটের সদস্য

৫। বিশ্বগ্রাম ধারণাটির প্রবক্তা- মার্শাল ম্যাকলুহান

৬। অলিভ পর্বতটি অবস্থিত- জেরুজালেম

৭। ভারতের যে রাজ্যের মুখ্যমন্ত্রী তাঁর রাজ্যের বন্যার জন্য ফারাক্কা বাঁধকে দায়ী করেছেন- বিহারের মুখ্যমন্ত্রী

৮। ২০২০ সালের গ্রীষ্মকালীন অলিম্পিক অনুষ্ঠিত হবে- টোকিও

৯। যুক্তরাষ্ট্রের নির্বাচনী কলেজের ভোট সংখ্যা- ৫৩৮

১০। প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকির মাত্রার ভিত্তিতে পরিমাপকৃত World Risk Index 2016 অনুযায়ী বাংলাদেশ ঝুঁকির তালিকায়- ৫ম

১১। তাইওয়ানের প্রথম নারী রাষ্ট্রপতির নাম- সাই ইং উয়েন

১২। হিলারী ক্লিনটন ২০১৬ সালের আমেরিকার নির্বাচনে রানিং মেট হিসেবে বেছে নিয়েছেন- টিম কেইন

১৩। প্রথম নারী যিনি মাউন্ট এভারেস্ট জয় করেছিলেন- জুনকো তাবেই

১৪। ‘আমি হিমালয় দেখিনি, আমি শেখ মুজিবকে দেখেছি’ উক্তিটি- ফিদেল
ক্যাস্ট্রোর

১৫। The Clash of Civilizations and the Remaking of World Order গ্রস্থটি লিখেছেন- স্যামুয়েল পি হান্টিংটন

১৬। আয়তনে পৃথিবীর সবচেয়ে বড়ো মুসলিম দেশ- কাজাখস্তান

১৭। ২0১৯ আইসিসি ক্রিকেট বিশ্বকাপের উদ্বোধনী খেলা অনুষ্ঠিত হবে- দ্য ওভালে

১৮। সবুজ বিপ্লবের জনক বলা হয়- নরম্যান বোরল্যাগ

১৯। ‘জি-২০’ ফোরামে দেশ রয়েছে- ১৯ টি

২০। কোন দেশের মহিলারা সর্বপ্রথম ভোটাধিকার লাভ করেন- নিউজিল্যান্ড

২১। ‘কপ ২১’ সম্মেলনের সাথে সম্পক্যিত- বিশ্ব পরিবেশ পরিবর্তন

২২। ‘মানব উন্নয়ন সূচক ২০১৫’ র্যাং কিংয়ে বিশ্বে প্রথম দেশ- নরওয়ে

২৩। রাডারের নজর এড়াতে সক্ষম মর্কিন যুদ্ধ-বিমানের নাম- স্টেলথ

২৪। ন্যাটোর সদস্য নয়- সবগুলো

২৫। যে দেশটি ‘জি-৮’ এর সদস্য নয়- নেদারল্যান্ডস