Studypress News
নিরুত্তাপ ফাইনালে নিউজিল্যান্ডকে হারিয়ে পঞ্চম শিরোপা অস্ট্রেলিয়ার
30 Mar 2015

পঞ্চমবারের মতো শিরোপার স্বাদ নিলো ক্রিকেট বিশ্বের অন্যতম শক্তিশালী দল স্বাগতিক অস্ট্রেলিয়া। টস জিতলেও বিশ্বকাপ ক্রিকেটের সেই স্বপ্নের কাপটি জিততে পারেননি নিউজিল্যান্ডের অধিনায়ক ব্র্যান্ডেন ম্যাককুলাম।অসাধারণ বোলিং নৈপুণ্যে দলকে চ্যাম্পিয়নশিপ এনে দিতে বড় ভূমিকা রাখায় ফকনারকে ম্যান অব দি ফাইনালে ভূষিত করেন ম্যাচ অ্যাডজুডিকেটর।
পঞ্চম শিরোপা জয়ের পথে ছোট লক্ষ্য তাড়া করতে তেমন বেগ পেতে হয়নি অস্ট্রেলিয়া। শিরোপা জয়ের হাসি নিয়েই মাঠ ছাড়েন আজিরা। সেই সাথে প্রমাণ করলো তারাই বিশ্বসেরা ক্রিকেট দল।
সংক্ষিপ্ত স্কোর
নিউজিল্যান্ড : ১৮৩/১০, ওভার ৪৫ (ইলিয়ট ৮৩, টেইলর ৪০; জনসন ৩/৩০, ফকনার ৩/৩৬, স্টার্ক ২/২০)
অস্ট্রেলিয়া : ১৮৬/৩, ওভার ৩৩.১ (ক্লার্ক ৭৪, স্মিথ* ৫৬, ওয়ার্নার ৪৫; হেনরি ২/৪৬, বোল্ট ১/৪০)
ফল : ৭ উইকেটের জয়ে অস্ট্রেলিয়া বিশ্বচ্যাম্পিয়ন।
ম্যান অব দ্য ম্যাচ : জেমস ফকনার (অস্ট্রেলিয়া)
ম্যান অব দ্য টুর্নামেন্ট : মিচেল স্টার্ক (অস্ট্রেলিয়া)
ম্যান অব দ্য ম্যাচ : জেমস ফকনার (অস্ট্রেলিয়া)
ম্যান অব দ্য টুর্নামেন্ট : মিচেল স্টার্ক (অস্ট্রেলিয়া) ।
Important News

Highlight of the week
