Studypress News
দৈনিক পত্রিকার পাতা থেকে: অক্টোবর ২৭-২৮, ২০১৬
28 Oct 2016
# নারী পুরুষের সমতা প্রতিষ্ঠায় দক্ষিণ এশিয়ায় সবার ওপরে বাংলাদেশ। ১৪৪টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ৭২তম।
# নারীর রাজনৈতিক ক্ষমতায়নে বিশ্বে বাংলাদেশের অবস্থান সপ্তম। ২০০৬ সালে ছিল ১৭তম।
# নারীর স্বাস্থ্যসেবা নিশ্চিত করার ক্ষেত্রে বাংলাদেশের অবস্থান ৯৩তম। গত ১০ বছরে এগিয়েছে ২০ ধাপ।
# অর্থনৈতিক কর্মকাণ্ড এবং সুযোগ-সুবিধার ক্ষেত্রে বৈষম্য বেড়েছে। ২০০৬ সালে ১০৭তম থাকলেও বর্তমানে এক্ষেত্রে অবস্থান ১৩৫তম।
# শিক্ষার সমতার ক্ষেত্রে ২০০৬ সালে ৯৫তম অবস্থানে ছিল বাংলাদেশ। ২০১৬ সালে রয়েছে ১১৪তম স্থানে।
# বিশ্বব্যাংকের ডুয়িং বিজনেস ২০১৭ প্রতিবেদন: ১৮৯টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ১৭৬
# ২৮ অক্টোবর: বীরশ্রেষ্ঠ সিপাহি মোহাম্মদ হামিদুর রহমানের ৪৫তম শাহাদতবার্ষিকী।
# ৩ নভেম্বর দীনেশচন্দ্র সেনের সার্ধশততম জন্মবার্ষিকী।
# দ্য লিভিং প্ল্যান্টে রিপোর্ট ২০১৬: ৪০ বছরে বন্য প্রাণী কমেছে ৫৮%
# ২০১৪-১৫ সালে বাংলাদেশ ১ লাখ ১৬ হাজার টন আলু রপ্তানি করে।
# ২০১৩ সাল থেকে আলু রপ্তানির বড় বাজার ছিল রাশিয়া।
# ২০১৫ সাল থেকে রাশিয়ায় আলু রপ্তানি স্থগিত রয়েছে।
# ১৬ বছর ধরে বাংলাদেশ গোলাকার ও অনুজ্জ্বল জাতের গ্র্যানোলা আলু রপ্তানি করছে।