Studypress News

দৈনিক পত্রিকার পাতা থেকে: ২৬ অক্টোবর, ২০১৬

26 Oct 2016

# ২০১৫-১৬ অর্থবছরে জিডিপির প্রবৃদ্ধি হার  ৭.১১ %।

# বাংলাদেশের মাথাপিছু আয় বর্তমানে ১৪৬৫ ডলার

# দারিদ্রের হার ২৩.২%।

# বেদান্তের একেশ্বরবাদের ওপর ভিত্তি করে ১৮২৮ সালে রাজা রামমোহন রায় ব্রাহ্মসভা গঠন করেন। পরে এটি ব্রাহ্মসমাজ নামে পরিচিত হয়।

# ১৯৬১ সালে বেসরকারি সড়ক পরিবহনের একচেটিয়া কর্তৃত্বের বিপরীতে সরকারের একটি সংস্থা হিসেবে তদান্তীন ইপিআরটিসি প্রতিষ্ঠিত হয়। এরই উত্তরসূরি সংস্থা আজকের বিআরটিসি।

# ২০২০ পর্যন্ত বাড়লো ‘একটি বাড়ি একটি খামার প্রকল্পের মেয়াদ’

# প্রকল্পটি ৬৪ জেলার ৪৯০ উপজেলার ৪০ হাজার ৯৫০টি গ্রামে বাস্তবায়িত হচ্ছে।

(প্রথম আলো)

# রাজবাড়ীর পাংশায় পদ্মা নদীর ওপর গঙ্গা ব্যারাজ নির্মাণের সম্ভাব্য স্থান পরিদর্শনে আসছে বাংলাদেশ ও ভারতের একটি যৌথ প্রতিনিধি দল।

# ১৯৭৩ সালে ইসরায়েলের ইনভিন্সিবল বা দুর্ভেদ্য প্রতিরক্ষা বাঁধ বারলেভ লাইন ভেঙে  সম্পূর্ণ সিনাই উপত্যকা পুনর্দখল করে নেয় মিসরের সেনাবাহিনী।   

 

# বিশ্বব্যাংকের তথ্য অনুযায়ী, অর্থনৈতিকভাবে বিশ্বের মধ্যে বাংলাদেশের অবস্থান ৪৪তম।

# ‘ইগনাইটেড মাইন্ডস’ এর লেখক এ পি জে আবদুল কালাম।

# বইটিতে তিনি উল্লেখ করেন, একটি রাষ্ট্রের অগ্রায়ণের ভবিষ্যৎ পাঁচটি সেক্টরের সক্ষমতা ও সম্ভাবনার অবস্থা মূল্যায়ন করে বোঝা যায়। এগুলো হলো—কৃষি ও খাদ্য, বিদ্যুৎ, শিক্ষা ও স্বাস্থ্য, তথ্য-প্রযুক্তি এবং স্ট্র্যাটেজিক সেক্টর।

# পাকিস্তানের কোয়েটা থেকে ২০ কিলোমিটার দূরে বেলুচিস্তান পুলিশ কলেজে গত সোমবার রাতে জঙ্গি হামলায় ৬০ ক্যাডেট নিহত হন।
 
# ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের উরিতে সেনাঘাঁটিতে হামলার দায় স্বীকার করল পাকিস্তানভিত্তিক জঙ্গিগোষ্ঠী লস্কর-ই-তৈয়বা।
 
 
# মিয়ানমারের রাখাইন প্রদেশের উত্তরাঞ্চলের গ্রামগুলোতে মিয়ানমারের সেনা কর্তৃক নাগরিকদের হত্যা ও গ্রাম জ্বালিয়ে দেওয়ার অভিযোগ তদন্ত করার আহ্বান জানিয়েছে জাতিসংঘ।

(কালের কণ্ঠ)

 চীন ও ভারতের সাথে বাংলাদেশের বাণিজ্য বৈষম্য যথাক্রমে ৯ বিলিয়ন ও ৫ বিলিয়ন ডলার।
(সমকাল)