Studypress News
ম্যান বুকার ২০১৬: প্রথম মার্কিন লেখক হিসেবে পুরস্কার জিতলেন পল বিটি
26 Oct 2016

যুক্তরাষ্ট্রের প্রথম লেখক হিসেবে সাহিত্যের সম্মানজনক পুরস্কার ম্যান বুকার জিতেছেন পল বিটি (Paul Beatty)। ‘দ্য সেলআউট’ উপন্যাসের জন্য তাঁকে এই পুরস্কার দেওয়া হয়। উপন্যাসটি আমেরিকার বর্ণবাদী রাজনীতিকে বিদ্রুপ করে লেখা। আধুনিক আমেরিকাতে আবারও দাসত্ব ফিরিয়ে আনার চেষ্টাই 'দ্য সেলআউট' বইটির মূল উপজীব্য।
২০১৫ সালে ম্যানবুকার পুরস্কার জিতেছিলেন জ্যামাইকার মারলন জেমস। তিনি পুরস্কার পেয়েছিলেন অ্যা ব্রিফ হিস্ট্রি অব সেভেন কিলিংস বইয়ের জন্য। এটি ১৯৭০ এর দশকে সংগীতশিল্পী বব মার্লেকে হত্যাচেষ্টার ঘটনা নিয়ে লেখা।
১৯৬৯ সাল থেকে ম্যান বুকার পুরস্কার দেয়া হয়। তবে এ পুরস্কার শুধু কিছু দেশের লেখকের জন্য সীমাবদ্ধ ছিল। দুই বছর আগে পুরস্কারটি সব দেশের লেখকদের জন্য উন্মুক্ত করে দেয়া হয়।
Important News

Highlight of the week
