Studypress News

২০১৫-১৬ অর্থবছরে জিডিপি প্রবৃদ্ধি ৭.১১ শতাংশ, মাথাপিছু আয় ১৪৬৫ মার্কিন ডলার

25 Oct 2016

২০১৫-১৬ অর্থবছরে মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রবৃদ্ধি হয়েছে ৭ দশমিক ১১ শতাংশ। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর চূড়ান্ত হিসাবে এ তথ্য জানা গেছে। গত অর্থবছরে ৭ দশমিক ০৫ শতাংশ প্রবৃদ্ধি হবে বলে প্রাক্কলন করেছিল পরিসংখ্যান ব্যুরো। গত অর্থবছরে কৃষি খাতে প্রবৃদ্ধি কমলেও শিল্প ও সেবা খাতে প্রবৃদ্ধি বেড়েছে। শিল্প খাতে ১১ দশমিক ০৯ শতাংশ এবং সেবা খাতে ৬ দশমিক ৫০ শতাংশ প্রবৃদ্ধি হয়েছে। অন্যদিকে কৃষি খাতে প্রবৃদ্ধি হয়েছে ২ দশমিক ৭৯ শতাংশ। আর গত অর্থবছর শেষে মাথাপিছু আয় দাঁড়িয়েছে ১ হাজার ৪৬৫ মার্কিন ডলার।