Studypress News

কারেন্ট অ্যাফেয়ার্স কুইজ: ২৫ অক্টোবর, ২০১৬

25 Oct 2016

১. প্যারিস চুক্তি কবে গ্রহণ করা হয়?

উ: ১২ ডিসেম্বর ২০১৫ সালে।

২. প্রতিটি দেশের গ্রিনহাউস এমিশন কত সালের মধ্যে শূন্য মাত্রায় নামিয়ে আনার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে?

উ: ২০৫০ সালের মধ্যে।

৩. কিয়েটো প্রোটোকল কি?

উ: কিয়েটো প্রোটোকল শিল্পোন্নত দেশগুলোকে কার্বনসহ অন্যান্য বৈশ্বিক উষ্ণতা সৃষ্টিকারী গ্রিনহাউস কমানোর বাধ্যবাধকতা তৈরি করেছিল।  

৪. পাটপণ্যে বাংলাদেশের দ্বিতীয় প্রধান বাজার কোনটি?

উ: ভারত।

৫. জাতীয বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর কোথায় অবস্থিত?

কত সালে ইসরায়েলি বাহিনী লেবাননে অভিযান চালায়?

উ: ১৯৮২ সালে।

৬. ২০১৬ সালের ডিজিটাল ওয়ার্ল্ড পুরস্কার পেয়েছে কোন প্রতিষ্ঠান?

উ: ব্রি।

৭. জাঙ্গল ক্যাম্প শরণার্থী শিবিরটি কোন দেশে অবস্থিত?

উ: ফ্রান্সের ক্যালে শহরে।

৮.ফিলিপিন্সের প্রেসিডেন্ট কে?

উ: রডরিগো দুতের্তে

(জনকণ্ঠ)

৯. ২০১৮ বিশ্বকাপ ফুটবলের মাসকটের নাম কি?

উ: জাবিভকা।

১০. বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট কোথায় অবস্থিত?

উ: গাজীপুরের জয়দেবপুরে।

৫৫০০০ শিক্ষার্থী চাকুরীর প্রস্তুতি নিতে স্টাডিপ্রেস (www.studypress.org) ব্যবহার করছেন।  

স্টাডিপ্রেসে আপনি পাচ্ছেন এমন কিছু সুবিধা যা অন্য কোথাও পাবেন না।স্টাডিপ্রেসে প্রস্তুতি নিন এবং নিজেকে যাচাই করে নিন।  

এখানে আপনি পাবেন –

- বিসিএস, ব্যাংক, সরকারি চাকুরী, শিক্ষক নিবন্ধন এর সিলেবাস অনুযায়ী অধ্যায়ভিত্তিক আলোচনা ও প্রশ্ন।

- আগের সব পরীক্ষার প্রশ্ন ও উত্তর।

-মিস্টেক লিস্ট যা আপনার ভুল শুধরে নিতে সাহায্য করবে।

- আপনার প্রোগ্রেস, যা দেখে আপনি সিদ্ধান্ত নিতে পারেন কি কি পড়া বাকি আছে।

- আপনার স্ট্যাটিস্টিক, যা দেখে বুঝবেন আপনার প্রস্তুতি কেমন হচ্ছে।

- নিয়মিত মডেল টেস্ট।

- নিয়মিত কারেন্ট আফেয়ার্স আপডেট।

- সার্বক্ষণিক অনলাইন ও ফোন সাপোর্ট।