Studypress News
২০১৮ বিশ্বকাপ ফুটবলের মাসকট ‘জাবিভকা’
25 Oct 2016

২০১৮ বিশ্বকাপ ফুটবলের মাসকট হিসেবে নেকড়ে বাঘকে বেছে নিয়েছে স্বাগতিক রাশিয়া। এর নাম দেয়া হয়েছে ‘জাবিভকা’ (Zabivaka)। রাশান ভাষায় এর অর্থ ‘যে গোল করতে পারে।’ ২০১৮ সালে মস্কো, সেইন্ট পিটার্সবার্গ ও সোচি মিলিয়ে রাশিয়ার ১১টি শহরে বিশ্বকাপ অনুষ্ঠিত হবে।
Important News

Highlight of the week
